বিসিসিআইতে এখন নির্বাচন হচ্ছে। যারপর প্রাক্তন তারকা ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে এখন বিসিসিআইয়ের সভাপতি পদে নির্বাচিত করা হয়েছে। যারপর সকলেই তাকে শুভেচ্ছা জানাতে শামিল হয়ে পড়েছেন। শচীন তেন্ডুলকর সৌরভ গাঙ্গুলীকে নিয়ে আলাদাই মেজাজে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। এখন তিনি সৌরভ গাঙ্গুলীকে নিয়ে এই বড়ো বয়ান দিয়েছেন।
শচীন তেন্ডুলকর বললেন অধিনায়কত্বের মতই এই ভূমিকা পালন করবেন সৌরভ
নিজের প্রাক্তন সতীর্থ আর অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর প্রশংসা করে শচীন তেন্ডুলকর বলেছেন,
“ও ভাবে ক্রিকেট খেলেছে আর যেভাবে ও দেশের সেবা করেছে আর আমার বিশ্বাস যে ও সেই ক্ষমতা আর প্যাশনের সঙ্গে দেশের সেবা করে যাবে”।
সৌরভ গাঙ্গুলী ২৩ অক্টোবরের পর বিসিসিআইয়ের সভাপতি হয়ে যাবেন। তারপর তিনি ভারতের ক্রিকেটকে চালাবেন। অধিনায়ক হিসেবে সফল কেরিয়ার গড়া দাদা নিজের বিসিসআই সভাপতি হিসেবেও ভাল করতে চাইবেন।
ক্রিকেট মাঠে প্রত্যাবর্তন করছেন শচীন তেন্ডুলকর
একটি চ্যারিটি ম্যাচের কারণে মাঠে দ্বিতীয়বার প্রত্যাবর্তন করা ক্রিকেটের ভগবান শচীন তেন্ডুলকর বলেছেন যে,
“আমি প্র্যাকটিস করব আর এই সমস্ত ক্রিকেটারদের প্রস্তুত করা হবে আর আমরা কাল একটি ফিল্মের শুটিং করেছি। দীর্ঘ সময় পর আবারো মাঠে প্রত্যাবর্তন করা ভালো অনুভব। যখনই আপনি মাঠে হাঁটেন তো একটা আলাদাই অনুভুতি হয়”।
তিনি আগে বলেন যে,
“কিছুটা এমন যা আমরা মাঠে নিজেদের প্রতিদ্বন্ধীকে ট্যুর করার জন্য করব আর যেমনটা কি আপনারা জানেন যে আমরা মাঠ থেক দূরে ভাল বন্ধু কিন্তু আমরা মাঠে অন্যকে ধাক্কা দিতে পারি আর বাস্তবে করা প্রতিদ্বন্ধীতা করতে পারি। কিন্তু মাঠ থেকে দূরে আমরা ভাল বন্ধু আর এটাই গুরুত্বপূর্ণ”।
দ্বিতীয়বার মাঠে শোনা যাবে শচীন শচীন
যখনই কোনো ম্যাচে শচীন তেন্ডুলকর খেলতে নামেন তো একটি বিষয় ব্যাপার হয়, আর সেটা হল দর্শক দ্বারা শচীন শচীন স্লোগান দেওয়া। স্বয়ং শচীন মাঠে প্রত্যাবর্তন করার সঙ্গেই এই স্লোগানকে দ্বিতীয়বার শোনার জন্য উৎসাহিত রয়েছেন। এই টুর্নামেন্ট আগামী বছর ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।