IPL 2025: বিসিসিআই (BCCI) আইপিএল আয়োজন করার জন্য একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনার মধ্যে দিয়ে যায়। চলতি আইপিএল (IPL 2025) নিরাপত্তার কারণে ভারত-পাক পরিস্থিতির মধ্যে মাঝপথেই স্থগিত করে দিয়েছিলেন কর্মকর্তারা। টুর্নামেন্ট নতুন করে আবার শনিবার শুরু হয়েছে। কিন্তু নতুন ক্রীড়াসূচিতে প্লে অফের ম্যাচগুলি সহ এই টুর্নামেন্টের ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে তা এখনও উল্লেখ করা হয়নি। তবে এই গুরুত্বপূর্ণ ফাইনাল নির্ধারিত কলকাতার ইডেন গার্ডেন্সে না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে খবর সামনে আসে। এর মধ্যেই এবার বাংলার ক্রিকেট ভক্তদের আশ্বাস দিলেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)।
Read More: IPL 2025 DC vs GT: দেশে ফিরেছেন একঝাঁক বিদেশী, গুজরাতের বিপক্ষে মরণবাঁচন ম্যাচে দিল্লীর ভরসা এই ক্রিকেটার !!
ইডেনেই হবে আইপিএলের ফাইনাল-

এই বছর আইপিএলের (IPL 2025) ক্রীড়াসূচি অনুযায়ী দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভারত-পাক যুদ্ধ পরিস্থিতির মধ্যে বর্তমানে এই টুর্নামেন্টে একাধিক পরিবর্তন ঘটেছে। মাঝপথেই ভারতের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়ার কারণে নতুন করে ক্রিয়াসূচি তৈরি করেছে বিসিসিআই (BCCI)। তবে এখনও পর্যন্ত প্লে অফের ম্যাচগুলি সহ টুর্নামেন্টের ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে তা নির্ধারণ করা হয়নি। কিন্তু আইপিএলের (IPL 2025) ফাইনাল কলকাতার বাইরে আয়োজন করার সম্ভাবনা বেশি বলে খবর সামনে এসেছিল। কর্মকর্তারা ইতিমধ্যেই আহমেদাবাদকে এই গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য বেছে নিয়েছে বলে জল্পনা তৈরি হয়। তবে এবার সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) বাংলার ক্রিকেটপ্রেমীদের নিশ্চিত করলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ইডেনেই আইপিএলের ফাইনাল আয়োজনের চেষ্টা চলছে। এতো সহজে এই গুরুত্বপূর্ণ ফাইনাল সরিয়ে দেওয়া যায় না।”
বঞ্চিত হয়নি ইডেন গার্ডেন্স-

নতুন ক্রীড়াসূচিতে লিগ পর্বের কোনো ম্যাচ আয়োজন করার সুযোগ পাচ্ছে না ইডেন। ফলে অনেকেই বঞ্চনার অভিযোগ সামনে এনেছিলেন। এমনকি বাংলার ক্রিকেটপ্রেমীরা ইডেনের বাইরে বিক্ষোভ পর্যন্ত দেখান। তবে সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) মনে করছেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) আর কোন হোম ম্যাচ বাকি নেই বলেই লিগ পর্বের আর কোন ম্যাচ ইডেনে আয়োজন করা হয়নি। এই বিষয় ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, “এখন আর কলকাতা নাইট রাইডার্সের (KKR) হোম ম্যাচ বাকি নেই। শেষ হোম ম্যাচ ৭ মে ইডেন গার্ডেন্সে নাইটরা খেলেছে। তাই নতুন সূচিতে ইডেনের নাম নেই। কেকেআরের হোম ম্যাচ বাকি থাকলে ইডেন গার্ডেন্সের নামও থাকতো। ফলে এই বিষয়ে আলোচনার কিছু নেই। তবে প্লে অফের ম্যাচ সহ ফাইনাল ইডেনেরই আয়োজন করার কথা। আমি এই বিষয়ে আশাবাদী। বিক্ষোভ মিছিল করে কিছু হবে না। বিসিসিআইয়ের (BCCI) সঙ্গে আলোচনা চলছে। সিএবির (CAB) সঙ্গে বিসিসিআইয়ের সম্পর্ক খুবই ভালো। সব কিছু ঠিক হয়ে যাবে।”