এশিয়া কাপের আগে বড় রদবদল, প্রধান কোচ রূপে দায়িত্ব নিলেন সৌরভ গাঙ্গুলী !! 1

প্রতিটি টুর্নামেন্টে ভারতীয় দল শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে লড়াই করে। এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) চ্যাম্পিয়ন হয়ে নতুন রেকর্ড গড়েছে ব্লু ব্রিগেডরা। এবার এশিয়া কাপের (Asia Cup 2025) গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে তারা মাঠে নামতে চলেছে। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়ার কারণে এই মহারণে রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) মতো তারকা ক্রিকেটারদের দেখতে পাওয়া যাবে না। তাই অনেকটাই চিন্তার মধ্যে রয়েছেন ক্রিকেট ভক্তরা। তবে তার আগেই প্রধান কোচের দায়িত্ব পেলেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)।

Read More: অধিনায়ক রোহিত, ব্যাটিং অর্ডারে যশস্বী-শ্রেয়স, অস্ট্রেলিয়ার বিপক্ষে ODI সিরিজের জন্য ভারতীয় দল প্রকাশ্যে !!

প্রধান কোচের দায়িত্বে গাঙ্গুলী-

এশিয়া কাপের আগে বড় রদবদল, প্রধান কোচ রূপে দায়িত্ব নিলেন সৌরভ গাঙ্গুলী !! 2
Sourav Ganguly | Images: Getty Images

ভারত তথা বিশ্বের অন্যতম সফল অধিনায়ক সৌরভ (Sourav Ganguly)। তিনি ক্রিকেট প্রশাসক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সাম্প্রতিক সময় এই কিংবদন্তি ব্যাটসম্যান ভারতীয় দলের প্রধান কোচের ভূমিকায় ‌আসার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন। এর মধ্যেই তাকে প্রধান কোচের ভূমিকায় দেখা যেতে চলেছে। দক্ষিণ আফ্রিকা টোয়েন্টিতে (SA20) প্রিটোরিয়া ক্যাপিটালসের (Pretoria Capitals) হয়ে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে চলেছেন বাংলার দাদা।

আজ দলের পক্ষ থেকে অফিশিয়ালি পোস্ট করে বিষয়টি জানানো হয়েছে। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা টোয়েন্টিতে রানার্স আপ হয়েছিল প্রিটোরিয়া। তবে গত বছর টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় তারা। এই কারণে দলের হেড কোচ জোনথন ট্রটকে (Jonathan Trott) ছাঁটাই করা হয়েছে। তার বদলে বাংলার মহারাজ এবার এই গুরুত্বপূর্ণ পদে জায়গা পেলেন। দলের পক্ষ থেকে পোস্টের ক্যাপশনে লেখা হয়, “ক্যাপিটালস ক্যাম্পে রাজকীয় মনোভাব আনতে সম্পূর্ণরূপে প্রস্তুত রাজপুত্র। আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) আমাদের প্রধান কোচ।”

দেখুন সেই পোস্ট-

 

প্রিটোরিয়া ক্যাপিটালসের যাত্রাপথ-

এশিয়া কাপের আগে বড় রদবদল, প্রধান কোচ রূপে দায়িত্ব নিলেন সৌরভ গাঙ্গুলী !! 3
Pretoria Capitals | Images: Getty Images

২০১৮ সালের অক্টোবর মাসে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে জেএসডব্লিউ এবং জিএম‌আর গোষ্ঠীর সঙ্গে সৌরভ (Sourav Ganguly) চুক্তিবদ্ধ হন। ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির সহ মালিক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। বর্তমানে জেএসডব্লিউ স্পোর্টসের হেড অফ ক্রিকেট পদে রয়েছেন বাংলার দাদা। এর ফলে মহিলা প্রিমিয়ার লিগে এবং দক্ষিণ আফ্রিকা টোয়েন্টিতে ক্যাপিটালস দলের দেখাশোনা করেন তিনি। শেষ মরসুমে প্রিটোরিয়া ক্যাপিটালস (PC) ১০ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে হারের সম্মুখীন হয়ে গ্ৰুপ পর্ব থেকেই যাত্রা শেষ করেছিল।

তবে ২০২৩ দক্ষিণ আফ্রিকা টোয়েন্টিতে ওয়েন পার্নেলের (Wayne Parnell) নেতৃত্বে দ্বিতীয় স্থানে শেষ করতে সক্ষম হয় তারা। তবে গত দুই মরসুমে ধারাবাহিকভাবে হারের সম্মুখীন হয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে প্রিটোরিয়ারখ। এই বছর বিশ্বের অন্যতম এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এইডেন মার্করামের (Aiden Markram) নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ (SEC)।

Read Also: এশিয়া কাপের জন্য ঘোষিত নয়া দল, অধিনায়ক হিসেবে কামব্যাক এই তারকা’র !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *