জন্মদিনে বিশেষ চমক দিলেন সৌরভ গাঙ্গুলী, BCCI-কে উপেক্ষা করে যুক্ত হলেন এই সংগঠনের সাথে !! 1

আজ ৫১তে পা দিলেন ক্রিকেট দুনিয়ার ‘দাদা’, সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। গোটা দেশ মধ্যরাত থেকেই ক্রিকেট নক্ষত্রকে ভরিয়েছে শুভেচ্ছায়। ভারতীয় ক্রিকেটকে গড়াপেটা অন্ধকার অধ্যায়ের বাইরে এনে স্বচ্ছতার মুখ দেখানোর অন্যতম কারিগর তিনি। ২০০০ সালে এক চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যে টিম ইন্ডিয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। এরপর ধীরে ধীরে ভারতকে ‘জগৎসভায় শ্রেষ্ঠ’ আসন লাভের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি। ২০০০-২০০৫ সাল, সময়ের হিসেবে পাঁচ বা সাড়ে পাঁচ বছর দলের নেতার ভূমিকা পালন করেছিলেন তিনি। তবে এই সময়ের মধ্যে দেশের ক্রিকেটকে সৌরভ (Sourav Ganguly) যা দিয়েছেন সেই ঋণ হয়ত কোনোদিনই ভোলা যাবে না। টিম ইন্ডিয়ার মধ্যে সৌহার্দ্য, সংহতির বাতাবরণ তৈরি করে তাদের প্রকৃত অর্থেই ‘মেন ইন ব্লু’ করে তোলার কৃতিত্ব সৌরভেরই।

সৌরভ (Sourav Ganguly)  অধিনায়ক হওয়ার আগে ভারতীয় দলকে বলা হত প্রতিভাবান কিছু ব্যক্তির সমষ্টি। এককাট্টা হয়ে জয়ের জন্য ঝাঁপানোর প্রচেষ্টা অনেক সময়ই দেখা যেত না। কিন্তু বেহালার বাঁ-হাতি অধিনায়ক হওয়ার পর বদল আসে ক্রিকেট সংস্কৃতিতে। দেশের নানা প্রান্ত থেকে যেভাবে তিনি তরুণ প্রতিভাদের বেছে এনে দল গড়েন তার সুফল ভারত ভোগ করেছে অন্তত এক থেকে দেড় দশক।

বীরেন্দ্র শেহবাগ, মহম্মদ কাইফ, হরভজন সিং, যুবরাজ সিং, জাহির খানদের তরুণ তুর্কি থেকে জাতীয় দলের কিংবদন্তি হয়ে ওঠার যাত্রাপথটা শুরু হয়েছিলো সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই। এমনকি দেশের সর্বকালের সেরা অধিনায়কের তকমার জন্য স্বয়ং সৌরভের (Sourav Ganguly)  সাথে যাঁর জোর টক্কর চলতে পারে সেই মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) মধ্যে লুকিয়ে থাকা হীরের দ্যুতি প্রথম চোখে পড়েছিলো ভারতীয় ক্রিকেটের ‘দাদা’র। নেতৃত্বের যে মন্ত্রবলে ভারতকে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটশক্তিতে পরিণত করেছিলেন তিনি, খেলেছিলেন বিশ্বকাপ ফাইনাল, তা এবার সাধারণ সমর্থকদের সামনে উন্মুক্ত করতে চলেছেন তিনি। অনুরাগীদের নিজের জন্মদিনে এভাবেই ‘রিটার্ন গিফট’ দিচ্ছেন মহারাজ।

Read More: উইন্ডিজ সফরের পর চাকরি হারাতে চলেছেন হার্দিক পান্ডিয়া, দলকে নেতৃত্ব দেবেন এই বর্ষিয়ান !!

নেতা হিসেবে স্বতন্ত্র সৌরভ গঙ্গোপাধ্যায়-

Sourav Ganguly | Image: Getty Images
Sourav Ganguly | Image: Getty Images

অধিনায়ক হিসেবে সেরা কে? এই প্রশ্নে তর্ক চলতেই পারে ভারতীয় সমর্থকদের মধ্যে। একদিনের বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-২০ বিশ্বকাপ জেতা মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) সেরা বলেন অনেকে। কেউ কেউ আবার বিরাট কোহলিকে (Virat Kohli) সর্বকালের সেরা বলতে চান। আলোচনায় আসে কপিল দেবের নামও। তবে ভারতীয় ক্রিকেটে কোন অধিনায়কের সময়কালের প্রভাব সবচেয়ে বেশী? এই প্রশ্ন যদি কোনো ক্যুইজ প্রতিযোগিতায় করা হয়, তাহলে শতকারা আশি বা নব্বই ভাগ উত্তরদাতাই যে নামটি উচ্চারণ করবে তা সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। দেশের জার্সিতে ৪৯টি টেস্ট ম্যাচ নেতৃত্ব দিয়েছেন তিনি। জিতেছেন ২১ টেস্ট। ১৯৬টি একদিনের ম্যাচে জিতেছেন ৯৭টি। তবে নতুন শতাব্দীর গোড়ার দিকে স্টিভ ওয়ার অশ্বমেধের ঘোড়া থামানো হোক বা বিশ্বকাপের ফাইনাল খেলা-এই কৃতিত্বকে বড় ট্রফি জয়ের চেয়ে কোনো অংশেই খাটো নজরে দেখা যায় না।

জাতীয় দলে সুযোগ পেতে হলে কোনো বড় শহর থেকে উঠে আসতে হয়, টিম ইন্ডিয়ার অন্দরে চালু থাকা এই প্রবাদকে শিকড় থেকে উপড়ে ফেলার কাজটা শুরু করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ই (Sourav Ganguly)। নাম বা শহর নয়, জাতীয় দলের টিকিট পাওয়া যাবে প্রতিভা থাকলে-এই রীতি চালু হয় তাঁর আমলেই। এলাহাবাদের মহম্মদ কাইফ (Mohammad Kaif), বরোদার ইরফান পাঠান (Irfan Pathan) বা ঝাড়খণ্ডের মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় প্রতিষ্ঠিত করার কাজটা করেছিলেন তিনিই। কখনও নিজের স্বার্থকে পিছনের সারিতে রেখে শেহবাগ বা ধোনিকে ছেড়ে দিয়েছেন ব্যাটিং পজিশন। আবার কখনও নিজের অধিনায়কত্ব বাজি রেখে নির্বাচকদের সাথে লড়েছেন হরভজন বা কুম্বলেকে খেলানোর জন্য। সহজাত প্রবৃত্তিতেই টিম ইন্ডিয়ার সকলের ‘দাদা’ হয়ে উঠেছিলেন বাংলার মহারাজ। এগিয়ে নিয়ে গিয়েছিলেন দলকে সাফল্যের দিকে।

জন্মদিনে নেতৃত্বের শিক্ষা দেবেন সৌরভ-

Sourav Ganguly | Image: Getty Images
Sourav Ganguly | Image: Getty Images

পরিসংখ্যান মাপতে বসলে সংখ্যার হিসেবে সৌরভের (Sourav Ganguly) থেকে হয়ত ধোনি, বিরাট কোহলি বা রোহিত শর্মারা এগিয়ে থাকতে পারেন, তবে ভারতীয় ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্যায় এক ও অদ্বিতীয় কেবল তাঁর ভাবনার জন্য। বিদেশের মাঠে গুটিয়ে থাকা নয়, বরং অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের চোখে চোখ রেখে যে লড়াই করা যায়, সেই আগুনটা টিম ইন্ডিয়ার মধ্যে জ্বালিয়েছিলেন তিনিই। ক্যাঙারুর দেশ থেকে ভারতে নিয়ে এসেছিলেন বর্ডার-গাওস্কর ট্রফি। হেডিংলে’তে ইংল্যান্ডকে নাস্তানাবুদ করে জিতেছেন টেস্ট। লর্ডসে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনাল জিতে শূণ্যে ঘুরিয়েছেন দেশের জার্সি। কখনও আবার দল থেকে বাদ পড়েও লিখেছেন কামব্যাকের মহাকাব্য। তাঁর উদ্ভাবনী চিন্তাধারা, ইস্পাত কঠিন মানসিকতা তাঁকে বসিয়েছে কিংবদন্তির আসনে।

দেশের যে জনসাধারণ তাঁকে সৌরভ (Sourav Ganguly) থেকে ‘মহারাজ’ বানিয়েছে, নিজের জন্মদিনে তাঁদের জন্যই কিছু ফিরিয়ে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। দীর্ঘ ক্রিকেট জীবনে যা যা উপলব্ধি করেছেন, যা যা শিক্ষা পেয়েছেন, যেভাবে দৃঢ় প্রত্যয়কে সঙ্গে করে সামলেছেন ভারতীয় দলের দায়িত্ব-তার সবটুকুই এবার খোলাখুলি তিনি ভাগ করে নিতে চলেছেন ক্রিকেট অনুরাগী জনতার সাথে।

দিনকয়েক আগেই সোশ্যাল মিডিয়াতে জানিয়েছিলেন যে জন্মদিনে এক বিশেষ ঘোষণা করতে চলেছেন তিনি। অবশেষে শনিবার সোশ্যাল মিডিয়াতেই তিনি জানালেন তাঁর ‘মাস্টারক্লাসের’ কথা। নেটমাধ্যমে প্রিয় ‘দাদা’র কাছে নেতৃত্বের পাঠ দেয়ে আবদার করেছিলেন অনুরাগীরা। সেই আবদার মেটালেন সৌরভ (Sourav Ganguly)। জন্মদিনে ‘ক্লাসপ্লাস’ নামে এক সংস্থার সাথ্যে জুটি বেঁধে “Sourav Ganguly Masterclass” অ্যাপ সামনে আনলেন তিনি। নেতৃত্বের পাঠ দিয়ে যে আয় হবে তার পুরোটাই দুঃস্থদের শিক্ষাখাতে খরচ হবে বলেও জানিয়েছেন সৌরভ।

দেখে নিন সৌরভের সোশ্যাল মিডিয়া পোস্টটি-

Also Read: অধিনায়ক থাকার সময় যে ৩ বড় বিতর্কে জড়িয়েছেন সৌরভ গাঙ্গুলী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *