দীর্ঘ কয়েক বছর পর ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আন্তর্জাতিক টেস্ট ম্যাচ আয়োজন করা হয়। এই ম্যাচে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Match) বিপক্ষে মাঠে নেমেছিল। প্রস্তুতি থেকেই সিএবি (CAB) প্রধান সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) পর্যবেক্ষণ করছিলেন এই ম্যাচ। ঘূর্ণি পিচে বোলারদের দাপটে মাত্র তিন দিনেই ম্যাচটি শেষ হয়ে যায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লজ্জাজনক হারের সম্মুখীন হয়ে সমালোচনার মুখে পড়েছে ভারতীয় দল। গৌতম গম্ভীর (Gautam Gambhir) বিতর্কিত সিদ্ধান্ত আলোচনার শীর্ষে উঠে এসেছে। এবার ভারতীয় দলের প্রধান কোচকে বার্তা দিলেন সৌরভ গাঙ্গুলী।
Read More: ভারত-পাকিস্তান ম্যাচে হাই-ভোল্টেজ ড্রামা, রিলে ক্যাচ ঘিরে থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে অখুশি জিতেশ শর্মা
ভারতের লজ্জাজনক হার-

ইডেনে ম্যাচের প্রথমে টসে জিতে টেম্বা বাভুমা (Temba Bavuma) ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। কিন্তু তারকা পেসার জসপ্রীত বুমরাহের বিধ্বংসী বোলিংয়ের সামনে একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় প্রোটিয়ারা। তারা প্রথম ইনিংসে মাত্র ১৫৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। এই রান তাড়া করতে নেমে কেএল রাহুলরাও (KL Rahul) প্রভাব ফেলতে পারেননি। বল হাতে ব্লু ব্রিগেডদের কোণঠাসা করে দেওয়ার চেষ্টা করেন সাইমন হার্মার (Saimon Harmer)।
প্রথম ইনিংসে মাত্র ১৮৯ রানে পৌঁছায় ভারত। এরপর দ্বিতীয় ইনিংসে রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) দুরন্ত বোলিং’এ দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বিপর্যয় অব্যহত থাকে। তবে এই কঠিন পিচে ঢাল হয়ে দাঁড়ান অধিনায়ক বাভুমা। তিনি অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলে দলকে লড়াই ফিরিয়ে আনেন। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১২৪ রান তাড়া করতে নেমে ঋষভ পান্থরা (Rishabh Pant) আর ঘুরে দাঁড়াতে পারেনি। প্রথম ইনিংসে চোট পেয়ে মাঠ ছাড়ার পর দ্বিতীয় ইনিংসে আর মাঠে নামেননি গিল। এর ফলে শেষ পর্যন্ত ৩০ রানে জয় ছিনিয়ে নেয় প্রোটিয়ারা।
সৌরভের গুরুত্বপূর্ণ বার্তা-

গত বছর ঘরের মাটিতে নিউজিল্যান্ডের (India vs Newzealand Test Series) বিপক্ষে টেস্ট সিরিজ হেরেছিল ভারতীয় দল। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্ট ম্যাচ হেরে রীতিমতো সমালোচনার মুখে পড়েছেন গৌতম গম্ভীর। এই রকম সময় ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ভারতীয় দলের প্রধান কোচকে মূল্যবান বার্তা দিলেন। এর সঙ্গেই মহম্মদ শামির (Mohammed Shami) কথা মনে করিয়ে দিলেন তিনি। দুরন্ত ফর্মে থাকলেও এই সিরিজে দলে জায়গা পাননি এই তারকা পেসার। মহারাজ বলেন, “ভালো পিচে খেলুন। আশা করি গম্ভীর শুনছেন। উইকেট নিতে হবে।
যদি ব্যাটসম্যানরা ৩৫০-৪০০ রান না করে টেস্ট ম্যাচ জিততে পারবে না। জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), মহম্মদ সিরাজ (Mohammed Siraj), মহম্মদ শামির মতো বোলারদের ওপর ভরসা রাখতে হবে। ইংল্যান্ডে ব্যাটসম্যানরা বড়ো ইনিংস খেলেছিল বলে ম্যাচ জিতেছিল। গম্ভীর কোচ হিসেবে ভালো কাজ করেছেন। ৫ দিনে টেস্ট ম্যাচ জিততে হবে ৩ দিনে নয়।” উল্লেখ্য ইডেনে স্পিনিং পিচ করার জন্য গম্ভীর নিজেই বলেছিলেন। এই বিষয়ে প্রধান কোচ ম্যাচ শেষে বলেন, “যে পিচটি আমরা চেয়েছিলাম সেটাই আমরা পেয়েছি। স্পিন কীভাবে খেলতে হয় তা তোমার জানা উচিত। বেশিরভাগ উইকেট পেসাররা নিয়েছেন।”