‘ভুল ব্যাখ্যা হয়েছে মন্তব্যের…’ আর জি কর কাণ্ডে সাফাই সৌরভ গাঙ্গুলী’র !! 1

কলকাতার আর জি কর হাসপাতালে (RG Kar Hospital) ট্রেনি চিকিৎসকের ধর্ষণ ও খুন নিয়ে উত্তাল সারা দেশ। গত ৯ অগস্ট ৩৬ ঘন্টা ডিউটি করার পর হাসপাতালেরই চার তলার সেমিনার রুমে সাময়িক বিশ্রাম নেওয়ার জন্য গিয়েছিলেন ৩১ বছরের ঐ তরুণী চিকিৎসক। সেখানেই ধর্ষণের পর খুন করা হয় তাঁকে। মৃত্যু’কে ‘আত্মহত্যা’ বলে চালিয়ে দিতে চেয়েছিলো হাসপাতাল কর্তৃপক্ষ, অভিযোগ তোলা হয়েছে ঐ ট্রেনি চিকিৎসকের পরিবারের তরফে। গোটা ঘটনাটি সামনে আসার পর ক্ষোভে ফুঁসে ওঠেন সমাজের সকল স্তরের মানুষ। ন্যায়বিচার চেয়ে পথে নামেন তাঁরা। ১৪ অগস্ট রাতে মেয়েরা ডাক দেন ‘রাত দখলের।’ শহর, শহরতলী থেকে প্রত্যন্ত গ্রাম- স্বতঃস্ফূর্ত আন্দোলন বুঝিয়ে দিয়েছে যে এই ঘটনা ঝাঁকুনি দিয়ে গিয়েছে নাগরিকদের। পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিতর্ক বাড়িয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

Read More: ভারত-বাংলাদেশ সিরিজের আগেই নিজের পদ থেকে ইস্তফা দিচ্ছেন বোর্ড প্রেসিডেন্ট, সংকটে দেশের ক্রিকেট !!

রোষের মুখে পড়তে হয়েছিলো সৌরভ’কে-

Sourav Ganguly | RG Kar | Image: Twitter
Sourav Ganguly | Image: Twitter

আর কি কর হাসপাতালে (RG Kar Hospital Rape and Murder) তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় মুখ খুলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি সংবাদিমাধ্যমকে জানান, “এটা খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যপার। নারীদের নিরাপত্তা আমাদের সুনিশ্চিত করতেই হবে। এমনটা হতে পারে যে কোনো জায়গাতেই। নিরাপত্তার বজ্রআঁটুনি ও সিসিটিভি ক্যামেরা থাকা অত্যন্ত জরুরী। এটা অত্যন্ত গর্হিত অপরাধ।” এত অবধি সব ঠিকই ছিলো, কিন্তু বিতর্ক বাড়ে তাঁর বক্তব্যের দ্বিতীয়াংশ নিয়ে। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক জানান, “ভারত দুর্দান্ত একটা দেশ। আমরা একটা দারুণ রাজ্য, একটা দারুণ শহরে বাস করি। একটা ‘বিক্ষিপ্ত ঘটনা’র জন্য গোটা রাজ্যকে দায়ী করা উচিৎ নয়। কিন্তু কড়া ব্যবস্থা নিতে হবে। হাসপাতালে সঠিক নিরাপত্তা ব্যবস্থা থাকতে হবে। রাস্তাঘাটেও।”

পার্ক স্ট্রিট, কামদুনি, হাঁসখালি, সন্দেশখালি থেকে আর জি কর-শিউড়ে ওঠার মত ধর্ষণ বা খুনের খবর গত এক দশকে বহুবার শোনা গিয়েছে পশ্চিমবঙ্গে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো কলকাতা’কে দেশের নিরাপদতম শহর আখ্যা দিলেও বাস্তবটা যে অনেকটাই আলাদা প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে তা বুঝতে পারছে শহরবাসী। এত কিছুর পরেও তরুণী চিকিৎসকের সাথে ঘটে যাওয়া নির্মম ঘটনা’কে ‘বিচ্ছিন্ন ব্যপার’ আখ্যা দিয়ে আন্দোলনকারীদের রোষের মুখে পড়েন ক্রিকেট তারকা। অনেকেই আক্রমণ শানান তাঁর বিরুদ্ধে। সরকার ও প্রশাসনের সাথে সুসম্পর্ক রাখার জন্যই সমালোচনার পথে হাঁটেন নি সৌরভ (Sourav Ganguly), ওঠে অভিযোগ। ‘সম্মানের সিংহাসন’টা আজ আপনি হারালেন মহারাজ’ সোশ্যাল মিডিয়ায় প্রিয় তারকাকেই আক্রমণ করে লিখতে দেখা গিয়েছে নেটিজেনদের।

যা বলেছিলেন প্রাক্তন অধিনায়ক-

সাফাই দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়-

Sourav Ganguly | Image: Getty Images
Sourav Ganguly | Image: Getty Images

আর জি কর কাণ্ডের (RG Kar Horror) আগুন যে এখনি নিভবে না তা স্পষ্ট। শহর, রাজ্য, দেশ ছাড়িয়ে এই ঘটনার ন্যায়বিচারের আন্দোলন ছড়িয়ে পড়েছে বিদেশেও। পড়শি বাংলাদেশ থেকে জার্মানি, এমনকি নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারেও তরুণী চিকিৎসকের ধর্ষক ও খুনিদের চরম শাস্তি চেয়ে জমায়েত হয়েছেন মানুষজন। হয়েছে মিছিল। এই আবহে সৌরভের (Sourav Ganguly) মন্তব্যকে বেশ ‘অসংবেদনশীল’ বলে মনে হয়েছিলো জনতার। গত কয়েকদিন লাগাতার তোপের মুখে পড়তে হয়েছিলো তাঁকে। অবশেষে চাপের মুখে সাফাই দিতে শোনা গেলো প্রাক্তন ভারত অধিনায়ক’কে। আজ ফের সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। জানালেন তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়ে থাকতে পারে।

এক সাংবাদিক তাঁর কাছে প্রশ্ন রেখেছিলেন যে, “এর আগে আপনি আর জি করের ঘটনাকে ‘বিক্ষিপ্ত ঘটনা’ বলেছিলেন আপনি। এখনও কি সেই অবস্থানে অনড় থাকবেন?” উত্তরে সৌরভ বলেন, “আমি সম্ভবত গত রবিবার কথাটা বলেছিলাম। আমি জানি না এটা কি করে ব্যাখ্যা করা হয়েছে। আমি আগেও বলেছিলাম যে এটা একটা বীভৎস ব্যপার। জিনিসটা এখন অনেক এগিয়েছে। সিবিআই তদন্ত হচ্ছে। এটা অত্যন্ত লজ্জাজনক। আশা করবো সিবিআই যখন দোষীদের ধরবে, তখন এমন শাস্তি দেওয়া উচিৎ, যাতে ভবিষ্যতে এহেন কাজ করার সাহস কেউ না পায়।” একা সৌরভ নয়। জসপ্রীত বুমরাহ, শ্রেয়স আইয়ারারাও সোশ্যাল মিডিয়ায় আর জি কর কাণ্ড (RG Kar Incident) নিয়ে মুখ খুলেছেন। পুরুষতান্ত্রিকতার গোড়ায় আঘাত করার বার্তা দিয়েছেন মহম্মদ সিরাজ’ও।

দেখুন কি বললেন সৌরভ-

Also Read: “কন্যা সন্তানের পিতা হয়েও…” আরজি কর প্রসঙ্গে মন্তব্য না করায় শাহরুখ খানকে নিয়ে নেট মাধ্যমে শুরু হলো চর্চা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *