T20 World Cup 2024: বিশ্বকাপের সমাপ্তির পরেই ভারতীয় দলের মূল লক্ষ্য হলো টি-টোয়েন্টি ক্রিকেট। আপাতত ভারতীয় দল অস্ট্রেলিয়া বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলেছে যেখানে চারটি ম্যাচটি মধ্যে ৩-১ ব্যাবধানে সিরিজ জিতে ফেলেছে টিম ইন্ডিয়া। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার থেকে এক কদম দূরে থাকা টিম ইন্ডিয়াকে বেশ এই জয় বেশ আশ্বাস দেবে ভারতীয় দলকে আগামী অভিযান শুরু করার জন্য, ২০২৪ সালেই শুরু হতে চলেছে আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2024)। পুরুষদের টি২০ বিশ্বকাপ-এর নবম আসর। এটি ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের জুনে অনুষ্ঠিত হবে এই মেগা টুর্নামেন্ট। তবে ভারতীয় দলের ক্যাপ্টেন কে হবে সেই নিয়ে রয়েছে প্রশ্ন। ভারতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন ও প্রাক্তন বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) জানিয়ে দিলেন নাম।
Read More: অস্ট্রেলিয়াকে ২০ রানে পরাস্ত করে টি টোয়েন্টি সিরিজে জয় সুনিশ্চিত করলো টিম ইন্ডিয়া !!
টি টোয়েন্টি ফরম্যাটে দেখা গিয়েছে একাধিক অধিনায়ক
ভারতীয় দলের বিগত ২ বছরে পরিবর্তন হয়েছে একাধিক অধিনায়কের, টি টোয়েন্টি ক্রিকেটে দেখা গিয়েছে একেরপর এক ক্যাপ্টেনের। প্রথমত, বিরাটের (Virat Kohli) ক্যাপ্টেন্সি ছাড়ার পর ক্যাপ্টেন হিসাবে দেখা গিয়েছে রোহিত শর্মাকে (Rohit Sharma)। তাছাড়া শিখর ধাওয়ান, জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), ঋষভ পন্থ (Rishabh Pant), কেএল রাহুল (KL Rahul), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) আর এখন সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) দেখা গিয়েছে ক্যাপ্টেন হিসাবে। একাধিক ক্যাপ্টেনের ভিড়ে কে নেবেন দলের দায়িত্ব তা নিয়ে রয়েছে জল্পনা। তবে সৌরভ গাঙ্গুলির মতে রোহিত শর্মাকে (Rohit Sharma) টি টোয়েন্টি বিশ্বকাপে দলের দায়িত্ব দেওয়া প্রয়োজন।
রোহিতকে ক্যাপ্টেন হিসাবে দেখতে চান সৌরভ
সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) একটি সাক্ষাৎকারে রোহিতের নাম উল্লেখ করেছেন বিশ্বকাপে ক্যাপ্টেন হওয়ার জন্য। মন্তব্য করে তিনি বলেছেন, “রোহিত শর্মার উচিত দলকে ২০২৪ বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া, ওডিআই বিশ্বকাপে বেশ দারুন খেলেছেন রোহিত, উনি ক্যাপ্টেনের থেকে বেশি একজন নেতা। ভারতীয় দলের হয়ে তার থাকাটা খুব জরুরি। আমি চাই তিনি যেন ২০২৪ বিশ্বকাপ পর্যন্ত দলের নেতৃত্ব দিক।” রোহিত ক্যাপ্টেন হিসাবে আইসিসি ইভেন্টে শিরোপা অর্জন করতে ব্যর্থ হলেও, ২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল, ২০২৩ WTC ফাইনাল ও ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপে ফাইনালে দলকে নেতৃত্ব দিয়েছেন। ব্যাট হাতে ৫৪.২৭ গড় ও ১২৫.৯৪ স্ট্রাইক রেটে এই বিশ্বকাপে ৫৯৭ রান বানিয়েছেন। অন্যদিকে টি টোয়েন্টি ফরম্যাটে রোহিত অসাধারণ ব্যাটিং করে থাকেন। ১৪৮ ম্যাচে ৩০.৮২ গড়ে ও ১৩৯.২৫ স্ট্রাইক রেটে ৩৮৫৩ রান বানিয়েছেন। বিসিসিআই সূত্রের খবর অনুযায়ী দক্ষিণ আফ্রিকা সিরিজে সাদা বলের ফরম্যাটে। নিজেকে দূরে রাখলেও তিনি আগামী দিনে দলকে টি টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব দেবেন।
#WATCH | Former cricketer Sourav Ganguly says, "… Rohit Sharma should be the captain of India because he's done so well in the World Cup. He's a leader. So I expect, and I presume that he will continue as captain till the T20 World Cup." pic.twitter.com/ydXoXJenSK
— ANI (@ANI) December 1, 2023