IPL 2025: প্রথম ম্যাচে লজ্জাজনক হারের পর আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্স (RR vs KKR)। তবে একাদশে নেই তারকা অলরাউন্ডার সুনীল নারিন। ম্যাচে টসে জিতে আজিঙ্কা রাহানে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। এর ফলে রাজস্থান রয়্যালসের হয়ে সঞ্জু স্যামসন (, Sanju Samson) এবং যশস্বী জয়সওয়াল ওপেনিং করতে আসেন। গত ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে সঞ্জু ৩৭ বলে দুরন্ত ৬৬ রান করেছিলেন। কিন্তু কলকাতার বিপক্ষে চললো না এই তারকা ব্যাটসম্যানের ব্যাট।
ম্যাচের ৩.৫ ওভারে সঞ্জু স্যামসন সামনের দিকে এগিয়ে বড়ো শর্ট মারার চেষ্টা করছিলেন। সেই সময় বৈভব অরোরা সুঞ্জর লেগ স্টাম উড়িয়ে দেন। মাত্র ১১ বলে ১৩ রান করে মাঠ ছাড়েন এই তারকা। এরপর একে একে উইকেট হারাতে থাকে রাজস্থান। ফলে “ধারাবাহিকভাবে রান করা ভালো নয়” বলে ক্রিকেট ভক্তরা সঞ্জুকে নিয়ে মজা করছেন। একজন লিখেছেন, “সঞ্জু খুবই সাধারণ একজন ব্যাটসম্যান। শুধু ভক্তদের সহানুভূতি নেওয়ার চেষ্টা করেন।” আবার কেউ মজা করে বলছেন ১৩ বছরের বৈভব সূর্যবংশী ম্যাচে খেলাননি বলে সঞ্জু আউট হয়ে গেছেন।”
আবার কেউ কেউ পোস্ট করে উল্লেখ করছেন, “টি-টোয়েন্টি ক্রিকেটে ফুরিয়ে এসেছেন সঞ্জু।” আবার অনেকে প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিতের কথা উল্লেখ করছেন। তিনি বলেছিলেন, “সঞ্জুর বিরুদ্ধে আমার আলাদা কোনও পরিকল্পনার প্রয়োজন নেই।” ফলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ব্যর্থ হওয়ার পর সঞ্জুকে নিয়ে সোশ্যাল মিডিয়া মেতে উঠেছেন ক্রিকেট সমর্থকরা।
সঞ্জু স্যামসনকে নিয়ে ট্যুইট সমূহ-
13year old vaibhav suryavanshi to sanju Samson 😂😂😂🤣#RRvsKKR pic.twitter.com/qQKDYL52gP
— chacha (@meme_kalakar) March 26, 2025
13year old vaibhav suryavanshi to sanju Samson 😂😂😂🤣#RRvsKKR pic.twitter.com/qQKDYL52gP
— chacha (@meme_kalakar) March 26, 2025
Below average players somehow manage to gain the fans’ sympathy
Sanju Samson
🤝
Marcus Rashford
— Ashwin Kumar (@ashwin_kumarV) March 26, 2025
Sanju Samson has redeemed himself in T20s, he is no more the justice merchant.
— Dhruv (@I_m_dhruv_) March 26, 2025
Question:- What was your Plan to get Sanju Samson out?
Chandrakant Pandit :- You dont need any plan against Sanju just bring a recognised bowler and he will get out.
He is not holding back 😭😭😭 pic.twitter.com/tccn9N4VNN
— Dhruv (@I_m_dhruv_) March 26, 2025