IPL 2025: মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলের ১২ তম ম্যাচে আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছে। ঘরের মাঠে টসে জিতে হার্দিক পান্ডিয়া প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। এর ফলে প্রথম ইনিংসে কলকাতার হয়ে সুনীল নারিন এবং কুইন্টন ডি কক ব্যাট করতে আসেন। নারিন রাজস্থান রয়্যালসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে চোটের কারণে অনুপস্থিত ছিলেন। ফলে আজ একাদশে ফিরে বিস্ফোরক ব্যাটিং করবেন বলে মনে করেছিলেন সমর্থকরা। কিন্তু তিনি আজও ব্যাট হাতে ব্যর্থ হলেন।
আবারও ব্যট হাতে ব্যর্থ নারিন-
সুনীল নারিন এই বছর আইপিএলের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৬ বলে ৪৪ রান করেছিলেন। আজ একাদশে ফিরে মুম্বাইয়ের মাটিতে এই ক্যারিবিয়ান তারকা সমর্থকদের হতাশ করলেন। প্রথম ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে সরাসরি উইকেট উড়িয়ে দেন ট্রেন্ট বোল্ট। ফলে ২ বলে শূন্য রানে মাঠ ছাড়েন নারিন। টি-টোয়েন্টি ফরম্যাটে ৫ বারের মুখোমুখিতে বোল্ট ৫ বারেই সুনীল নারিনের উইকেট তুলে নিয়ে নিজের দাপট বজায় রাখলেন। ফলে সুনীল নারিনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট ভক্তদের নানা ধরনের মন্তব্য উঠে আসছে।
“ডিজাস্টারক্লাস পারফর্মেন্স”-
এক ক্রিকট সমর্থক মিম বানিয়ে বোঝাতে চেয়েছেন গৌতম গম্ভীরকে ছাড়া সুনীল নারিন অসহায় হয়ে পড়েছেন, তাই এই ব্যর্থতা। এক ক্রিকেটপ্রেমী লিখছেন, “মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সুনীল নারিনের ব্যাটিং গড় ৫.১ থেকে কমে ৪.৬৩-তে এসে দাঁড়িয়েছে। ব্যাটে ধার হারিয়েছেন নারিন।” একজন সমর্থক বিরক্তি প্রকাশ করে লিখেছেন, “বার বার ব্যর্থ হওয়া সুনীল নারিন এবং ভেঙ্কটেশ আইয়ারের পারফর্মেন্স ডিজাস্টারক্লাস।” উল্লেখ্য ব্যাট হাতে আজ ভেঙ্কটেশ আইয়ার মাত্র ৯ বলে ৩ রান করে আউট হন। কলকাতার সবচেয়ে দামি ক্রিকেটারকে নিয়েও কটাক্ষ ছুড়ে দিয়েছেন ক্রিকেট ভক্তরা। একজন লিখেছেন, “তুমি যতো বড়োই কেকেআর ভক্ত হও না কেন ভেঙ্কটেশ আইয়ারকে ২৩.৭৫ কোটি টাকা দেওয়ার মতো সিদ্ধান্তকে সমর্থন করো না।”
সুনীল নারিনকে নিয়ে ট্যুইট চিত্র-
https://x.com/GarvitArora1310/status/1906711947652858176
https://x.com/Shivam_Verma_98/status/1906710144198832610
https://x.com/AAPsunil4490/status/1906710594461302989
https://x.com/AAbhi0710/status/1906715881217851553
https://x.com/talksports45/status/1906712532342960628
https://x.com/nadimspeaks/status/1906715641664721264