IPL 2025: আজ আইপিএলের মঞ্চে এক ঐতিহাসিক ম্যাচের সাক্ষী হয়ে থাকলো ক্রিকেটপ্রেমীরা। পাঞ্জাব কিংসের করা ২৪৬ রান তাড়া করে ঘরের মাঠে ৮ উইকেটে জয় ছিনিয়ে নিলো হায়দ্রাবাদ। কমলা বাহিনীদের হয়ে অভিষেক শর্মা একাই ম্যাচের রঙ পাল্টে দেন। দলকে ভরসা দিয়ে ৫৫ বলে ১৪১ রানের ইনিংস গড়েন তিনি। ফলে পরপর ৪ ম্যাচের হারের যন্ত্রণা ভুলে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।
Read More: IPL 2025: উপ্পলে আগুন জ্বালালেন অভিষেক শর্মা, তরুণ ওপেনারের দুর্দান্ত শতকে পাঞ্জাবকে গুঁড়িয়ে দিলো সানরাইজার্স !!
সোশ্যাল মিডিয়ায় সমর্থকরা উচ্ছাস প্রকাশ করে বলেছেন, “দনবেরা আবার ফিরে এসেছে।” ট্রাভিস হেড এবং অভিষেক শর্মার ব্যাটিংকে “দুই ভাইয়ের তান্ডব” বলে উল্লেখ করেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। ডট বলের জন্য গাছ লাগানোর প্রকল্পের বিষয়টি উল্লেখ করে একজন মজা করে লিখেছেন, “চেন্নাই সুপার কিংস পরিবেশের কথা ভাবে। কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ বা পাঞ্জাব কিংসের মতো দল ভাবে না।” উল্লেখ্য কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চেন্নাই ৫০-এর ওপর ডট বল খেলে সমালোচনার মুখে পড়েছে।
অন্যদিকে শ্রেয়স আইয়ারের অধিনায়কত্ব নিয়ে কটাক্ষ করছেন ভক্তরা। একজন লিখেছেন, “কলকাতা নাইট রাইডার্স ২৬২ রান করেও জিততে পারেনি, শক্তিশালী দল থাকলেও আজ ২৪৫ রান করে জিততে পারলো না পাঞ্জাব কিংস। সত্যিই সেরা অধিনায়ক শ্রেয়স আইয়ার।”