দক্ষিণ আফ্রিকার (India vs South Africa ODI Match) বিপক্ষে প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করেছিল ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচেও প্রথম ইনিংসে বিরাট কোহলি (Virat Kohli) ব্যাট হাতে বিপক্ষদের ওপর চাপ সৃষ্টি করেছিলেন। কিন্তু বোলিং আক্রমণ সম্পূর্ণ ব্যর্থ হয়। জলের মতো রান খরচ করেন প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krisna) ও হর্ষিত রানা (Harshit Rana)। তাদের দুজনের বোলিং পারফর্মেন্স রীতিমতো সমালোচনার মুখে পড়ে। ওডিআই দল থেকে প্রসিদ্ধকে বাদ দেওয়ার দাবি পর্যন্ত জানান ক্রিকেট ভক্তরা। তবে আজ বিশাখাপত্তনমে বল হাতে জ্বলে ওঠেন তিনি। তার দুরন্ত কামব্যাক বর্তমানে সোশ্যাল মিডিয়া চর্চা রয়েছে।
Read More: শ্রেয়সের গার্লফ্রেন্ডের সঙ্গে চক্কর চালাচ্ছেন ধনুষ, অবস্থান স্পষ্ট করলেন জনপ্রিয় নায়িকা !!
প্রসিদ্ধ কৃষ্ণার কামব্যাক-

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওডিআই ম্যাচে ভারতীয় দল ৪ উইকেটে হারের সম্মুখীন হয়। এই ম্যাচে প্রসিদ্ধ কৃষ্ণা ৮.২ ওভারে ৮৫ রান খরচ করেছিলেন। তার বোলিং ইকোনমি রেট ছিল ১০.২। ফলে স্বাভাবিকভাবেই সমালোচনার মুখে পড়েন এই তারকা পেসার। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ ঘুরে দাঁড়ালেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল হাতে প্রথমে ব্যর্থ হলেও পরের দিকে জ্বলে ওঠেন।
দুরন্ত শতরান করা কুইন্টন ডি কক (Quinton de Kock) এক সময় বিধ্বংসী হয়ে উঠেছিলেন। তাকে সম্পূর্ণ পরাস্ত করে উইকেট তুলে নেয় প্রসিদ্ধ কৃষ্ণা। গত ম্যাচে দুরন্ত ফর্মে থাকা এইডেন মার্করামকেও (Aiden Markram) ক্রিজে দাঁড়াতে দেননি। আজ প্রথম ইনিংসে প্রসিদ্ধ মোট ৪ টি উইকেট সংগ্রহ করেন। ৯.৫ ওভারে খরচ করেন ৬৬ রান। তার এই দুরন্ত কামব্যাকে উচ্ছ্বসিত ভক্তরা। তারা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিচ্ছেন।
এক সমর্থক লিখেছেন, “প্রসিদ্ধ কৃষ্ণা একজন সত্যিই ভালো বোলার। লাইন এবং লেন্থের দিকে মনোযোগ দিলে তিনি ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন।” এক ক্রিকেট ভক্ত উল্লেখ করেন, “প্রসিদ্ধ কৃষ্ণা প্রথম ২ ওভারে ২৭ রান দিয়েছিলেন। কিন্তু এরপর ঘুরে দাঁড়িয়ে ৫ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করে নিজের জাত চিনিয়েছিলেন।” “যখন খারাপ পারফর্মেন্স করেছিল তখন সমালোচনা করা হয়। আজ যখন আবারও নিজেকে প্রমাণ করলেন তখন অবশ্যই প্রসংশা করা উচিত।”, বলেও জানাচ্ছেন নেটিজেনরা।