IPL 2025: কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসকে হারিয়ে দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরেছিল। তবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখ থুবড়ে পড়লো নাইট শিবির। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে ব্যাটিং অর্ডার সমর্থকদের হতাশ করে। মাত্র ১১৬ রানে শেষ হয় নাইটদের প্রথম ইনিংস। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেক করে অশ্বনী কুমার বল হাতে জ্বলে ওঠেন। তিনি একাই ৩ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট সংগ্রহ করেন। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে র্যায়ান রিকেলটনের দুরন্ত অপরাজিত ৬২ রানে ভর করে মুম্বাই ইন্ডিয়ান্স ৮ উইকেটে জয় ছিনিয়ে নেয়।
সমালোচনায় পড়েছে নাইট বাহিনী-

এর ফলে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট ভক্তরা নাইট বাহিনীদেরকে নিয়ে তীব্র সমালোচনা করছেন। একজন ভক্ত কটাক্ষ করে লিখেছেন, ,”যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদের পাওয়ার প্লেতে রান থাকে ১২৫ সেখানে কলকাতা নাইট রাইডার্স ২০ ওভারে ১১৬ রান সংগ্রহ করেছে।” এক নাইট ভক্ত লিখেছেন “নাইটদের আজকের ম্যাচ আমায় সত্যিই হতাশ করেছে।” অনেকেই আবার শ্রয়স আইয়ারের প্রসঙ্গ টেনে আনছেন। লিখছেন,”শ্রেয়স আইয়ার এমন একজন কেকেআর অধিনায়ক যিনি মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কখনো হারেননি।” আজকের হারের পর অনেক নাইট সমর্থক দলে গৌতম গম্ভীর এর অনুপস্থিতি অনুভব করছেন।
Read More: IPL 2025, MI vs KKR STATS REVIEW: নাইট রাইডার্সকে হারিয়ে মৌসুমের প্রথম জয় ছিনিয়ে নিলো মুম্বাই ইন্ডিয়ান্স, ভাঙলো মোট ৯টি রেকর্ড !!
গম্ভীরের অনুপস্থিতি অনুভব করছেন ভক্তরা-

একজন ভক্ত আবেগপ্রবণ হয়ে লিখেছেন, “গৌতম গম্ভীর অসাধারণ একজন ক্রিকেটার। তিনি এমন খেলোয়াড়দের সঙ্গে নাইটদের হয়ে জয়লাভ করেছিলেন যারা ব্যাট, বোলিং, এমনকি ফিল্ডিংও ঠিকমতো করতে পারতেন না। তার বিচক্ষণ বুদ্ধি এবং আক্রমণাত্মক মনোভাব কলকাতাকে চ্যাম্পিয়নে পরিনত করছিল। কেকেআর সমর্থকরা সর্বদা তার কাছে ঋণী থাকবে।” রিঙ্কু সিংয়ের পারফর্মেন্স নিয়েও কটাক্ষ করেছেন সমর্থকরা। বলছেন, “বড়োলোক রিঙ্কু নয়, গরিব রিঙ্কুকে আমরা ফেরত চাই।” এক সমর্থক মিম বানিয়ে কেকেআরকে জবাব দিয়েছেন। মিমটিতে শাহরুখ খান আজিঙ্কা রাহানেকে বলছেন, “ম্যাচে অন্তত লড়াই তো করতে পারতে।” ডুপ্লিকেট শাহরুখ খানের ছবি দিয়ে অনেকে কলকাতা নাইট রাইডার্সের বর্তমান পরিস্থিতিকে ব্যখ্যা করেছেন।
কেকেআরকে নিয়ে ট্যুইট চিত্র-
After match scenes: #MIvsKKR pic.twitter.com/K2bFRUbmPz
— Binod (@wittybinod) March 31, 2025
#MIvsKKR
Mumbai Indians owned KKR 🗣️ pic.twitter.com/jYFhwB1r3d— theboysthing (@theboysthing07) March 31, 2025
SRH powerplay score – 125/0
KKR in 20 overs – 116/😂 pic.twitter.com/NOlc6tVdmn— ꜱᴀɪ | 🦖² (@notamythanymore) March 31, 2025
Literally me today watching KKR play💔
Disappointment 😔 pic.twitter.com/ebFeQ31Qzv
— कट्टर KKR समर्थक 🦁🇮🇳 ™ (@KKRWeRule) March 31, 2025
The only KKR Captain who never lost to MI. 💪 pic.twitter.com/8A2zAMQMnM
— Pick-up Shot (@96ShreyasIyer) March 31, 2025
#MIvsKKR
Gautam Gambhir is something incredible! He won with players who couldn't bat, bowl, or even field properly. His leadership, aggression, and sharp mindset turned KKR into champions. KKR fans will always be indebted to him! pic.twitter.com/Mf9PjGf0mf— Cold Toffee (@cold_toffee) March 31, 2025
KKR fans missing Garib Rinku Singh 😭.#MIvsKKR pic.twitter.com/7QMTuN7Lbt
— देव 🔆 (@refocus21) March 31, 2025