আজ দক্ষিণ আফ্রিকার (India vs South Africa ODI Series) বিপক্ষে ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচ ভারতীয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই ম্যাচে জয় তুলে নিতে না পারলে সিরিজ হাতছাড়া হতো ব্লু ব্রিগেডদের। দীর্ঘ সময়ের পর আজ ভারত টসে জয় করে। কেএল রাহুল (KL Rahul) টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে প্রথম দিকে চাপ সৃষ্টি করেছিলেন টেম্বা বাভুমারা। ব্যাট হাতে জ্বলে ওঠেন কুইন্টন ডি কক (Quinton de Kock)। তবে কুলদীপ যাদব (Kuldeep Yadav), প্রসিদ্ধ কৃষ্ণার (Prasidh Krisna) বোলিং আক্রমণে বড়ো রান গড়তে সক্ষম হয়নি প্রোটিয়ারা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ভরসা হয়ে ওঠেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)।
Read More: শ্রেয়সের গার্লফ্রেন্ডের সঙ্গে চক্কর চালাচ্ছেন ধনুষ, অবস্থান স্পষ্ট করলেন জনপ্রিয় নায়িকা !!
ভারতের দুরন্ত জয়-

কুইন্টন ডি কক আজ প্রথম ইনিংসে ৮৯ বলে ১০৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তার দুরন্ত ব্যাটিং’এ আসে ৮ টি চার এবং ৬ টি ছয়। অন্যদিকে ৬৭ বলে ৪৮ রান সংগ্রহ করেন টেম্বা বাভুমা। তবে কুলদীপ যাদব এবং প্রসিদ্ধ কৃষ্ণা বল হাতে দলকে ম্যাচে ফিরিয়ে নিয়ে আসেন। ১০ ওভারে ১ টি মেডেন এবং ৪১ রান খরচ করে ৪ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেন কুলদীপ। প্রসিদ্ধ কৃষ্ণাও ৯.৫ ওভারে ৬৬ রান দিয়ে তুলে নেন ৪ টি উইকেট।
এর ফলে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ২৭০ রানে অলআউট হয়ে যায়। এই রান তাড়া করতে নেমে যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তারা ১৫৫ বলে ১৫৫ রানের পার্টনারশিপ গড়েন। হিটম্যান ৭৩ বলে ৭৫ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ৭ টি চার এবং ৩ টি ছয়। এরপর যশস্বী বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে জুটি বেঁধে দলকে ৯ উইকেটে জয় এনে দেন। এই তরুণ ব্যাটসম্যান ১২১ বলে অপরাজিত ১১৬ রান করেন। তার ব্যাট থেকে ১২ টি চার এবং ২ টি ছয় আসে। বিরাট অপরাজিত থাকেন ৪৫ বলে ৬৫ রানে।
ঘরের মাঠে ওডিআই সিরিজ জয় করার পর ভারতীয় দলকে নিয়ে ক্রিকেট ভক্তরা সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করছেন। একজন লিখেছেন, “রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজের সবচেয়ে বেশি রান করেছিলেন। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওডিআই সিরিজে বিরাট কোহলি সবচেয়ে বেশি রান করলেন। ফলে তারা কোথাও যাবেন না বিশ্বকাপ পর্যন্ত খেলবেন।” “বিরাট এবং রোহিত গম্ভীরের মুখ রক্ষা করেছেন।”, বলেও ভক্তরা কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন। “এই ভারতীয় দলকেই আমরা দেখতে চাই।’, বলেও জানাচ্ছেন নেটিজেনরা।
দেখুন ট্যুইট চিত্র-