টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে ভারতীয় দল বিধ্বংসী ফর্মে রয়েছে। নিউজিল্যান্ডের (India vs New Zealand T20 Series) বিপক্ষে পরপর ৩ ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের দখলে করল ব্লু ব্রিগেডরা। আজ আসামের বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে কিউই বাহিনীদের প্রথম থেকেই চাপে রেখেছিল গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল। প্রথম ইনিংসে বল হাতে প্রভাব ফেলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। এরপর দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমে অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং সঞ্জু স্যামসন বিধ্বংসী ব্যাটিং শুরু করেন। তাদের দুরন্ত পার্টনারশিপে ১০ ওভারেই ম্যাচ শেষ হয়ে যায়।
Read More: টি-20 বিশ্বকাপের আগে চিন্তার, গুরুতর চোট পেয়ে ছিটকে যাওয়ার পথে তারকা খেলোয়াড় !!
ভারতের দুরন্ত জয়-

আজ টসে জিতে সূর্যকুমার যাদব প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের টপ অর্ডার একেবারেই ছন্দে ছিল না। ডেভন কনওয়ের (Devon Conway) মতো তারকা ব্যাটসম্যান ১ রান করে এবং রাচিন রবীন্দ্র (Rachin Ravindra) ৪ রান সংগ্রহ করে ড্রেসিংরুমে ফিরে যান। বুমরাহ একাদশে কামব্যাক করেই আজ ছন্দে ফিরে আসেন। ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ টি উইকেট সংগ্রহ করেন তিনি।
রবি বিষ্ণোই ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে গুরুত্বপূর্ণ ২ টি উইকেট ঝুলিতে জমা করেন। অন্যদিকে খারাপ পরিস্থিতির মধ্যে কিউই বাহিনীদের হয়ে হাল ধরেন গ্লেন ফিলিপস (Glenn PhilIips) এবং মার্ক চাপম্যান (Mark Chapman)। ফিলিপস আজ ৪০ বলে ৪৮ রান করে ভরসা দেন। চাপম্যান ২৩ বলে ৩২ রান তুলে নিয়ে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। এই রানের ওপর ভর করে প্রথম ইনিংসে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে কিউই বাহিনী।
এই রান তাড়া করতে নেমে আজও দলকে হতাশ করেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। ঈশান কিষাণ (Ishan Kishan) ১৩ বলে ২৮ রান করে মাঠ ছাড়েন। এইরকম পরিস্থিতিতে ৪০ বলে ১০২ রানের পার্টনারশিপ গড়েন সূর্যকুমার যাদব এবং অভিষেক শর্মা। অভিষেক আজ ২০ বলে অপরাজিত ৬৮ রান সংগ্রহ করেন। তার ব্যাট থেকে আসে ৫ টি ছয় এবং ৭ টি চার। অন্যদিকে সূর্যকুমার ২৬ বলে অপরাজিত ৫৭ রানের ইনিংস খেলে দলকে মাত্র ১০ ওভারেই জয় এনে দেন। ৮ উইকেটে অবিশ্বাস্য জয় তুলে নিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জয় করল ভারত।
ফলে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা। এক ক্রিকেট ভক্তরা লিখছেন, “ভক্তদের চিন্তার করার কিছু নেই। অধিনায়ক সূর্যকুমার ফিরে এসেছেন। তিনি একাই দলের জন্য জয় এনে দেবেন।” “এইরকম চললে তো বিশ্বকাপে পাওয়ার প্লেতেই জয় তুলে নেবে অভিষেক শর্মারা।”, বলেও উল্লেখ করছেন সমর্থকরা। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, “গৌতম গম্ভীর (Gautam Gambhir) প্রথম কোচ এবং ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে চলেছেন।”