IPL 2025: চলতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম দুই ম্যাচে হারের সম্মুখীন হয়ে যাত্রা শুরু করেছিল। ফলে অধিনায়ক হার্দিক পান্ডিয়া সমালোচনার মুখে পড়েছিলেন। তবে কলকাতা নাইট রাইডার্সকে শেষ ম্যাচে ৮ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে মুম্বাই। আজ লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথম ইনিংসে বল হাতে আবারও পুরনো ছন্দে দেখা গেলো হার্দিক পান্ডিয়াকে। একাই ৫ টি উইকেট তুলে নিয়েছেন তিনি।
৫ উইকেট তুলে নিলেন ক্যাপ্টেন হার্দিক

ম্যাচে গুরুত্বপূর্ণ সময় নিকোলাস পুরান, ঋষভ পান্থ, এইডেন মার্করাম, ডেভিড মিলারের মতো গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করে প্রতিপক্ষদের কোণঠাসা করে দেন হার্দিক। তিনি ৪ ওভারে ৪৬ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়ে এক ইনিংসে ৫ উইকেট সংগ্রহ করা প্রথম আইপিএল অধিনায়ক হিসেবে রেকর্ড গড়েছেন। এছাড়াও এই মুহূর্তে এই তারকা অলরাউন্ডার আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হয়েছেন। ফলে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় হার্দিক পান্ডিয়াকে নিয়ে মেতে উঠেছেন ক্রিকেট সমর্থকরা।
এক ক্রিকট ভক্ত লিখেছেন, “এই বছর আইপিএলে হার্দিক পান্ডিয়া বল হাতে অসাধারণ পারফরমেন্স করছেন। ৭ ইকোনমির মধ্যে বল করে দলকে গুরুত্বপূর্ণ উইকেট এনে দিচ্ছেন তিনি।” “রোহিত শর্মাকে ছাড়া হার্দিক পান্ডিয়া অন্যরকম ভয়ঙ্কর হয়ে ওঠেন।”, বলে উল্লেখ করেছেন এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। অন্যদিকে এক ক্রিকেটপ্রেমী লিখছেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন হার্দিক, চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছেন, দলের বোঝা রোহিত শর্মাকে সরিয়েছেন, আজ ৫ উইকেট সংগ্রহ করে আইপিএলে দুরন্ত প্রত্যাবর্তন করলেন তিনি।” “অধিনায়ক হিসেবে উদাহরণ তৈরি করলেন হার্দিক পান্ডিয়া”, বলেও শুভেচ্ছা জানাচ্ছেন ভক্তরা।