GT vs RR: "অধিনায়ক শুভমানের প্রচার বন্ধ করুন.." গুজরাটের ধারাবাহিক জয়ে মেন্টর আশীষ নেহেরার জয়গান গাইছেন নেটিজেনরা !! 1

IPL 2025: আজ আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে গুজরাট টাইটান্স ঘরের মাঠে রাজস্থান রয়্যালসকে হারিয়ে জয়ের ধারাবাহিকতা বজায় রাখল। ম্যাচে প্রথম ইনিংসেই ব্যাট হাতে গুজরাটের হয়ে সাই সুদর্শন জ্বলে উঠেছিলেন। তিনি একাই ৫৩ বলে ৮২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এই রানের ওপর ভর করে রাজস্থান রয়্যালসকে ২১৮ রানের লক্ষ্যমাত্রা দেয় তারা। এরপর দ্বিতীয় ইনিংসে গুজরাটের বোলিং আক্রমণও জ্বলে ওঠে।

Read More: IPL 2025 GT vs RR Match Highlights: সুদর্শনের ব্যাটিং এবং প্রসিদ্ধ কৃষ্ণার দুরন্ত বোলিংয়ে ৫৮ রানে জয় ছিনিয়ে নিলো গুজরাট !!

একের পর এক উইকেট তুলে নিয়ে নেন মহম্মদ সিরাজ থেকে প্রসিদ্ধ কৃষ্ণা। তবে ব্যাট হাতে সঞ্জু স্যামসন ৪১ এবং শিমরান হেটমায়ার ৫২ রান সংগ্রহ করে লড়াই চালিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ৫৮ রানের বিশাল জয় ছিনিয়ে নেয় গুজরাট। দলের জয়ে শুভেচ্ছা জানিয়ে এক সমর্থক লিখেছেন, “সাই সুদর্শন আজ অসাধারণ পারফর্মেন্স করেছেন। ৪ ম্যাচে পরপর জয় পাওয়ার জন্য গুজরাট টাইটান্সকে অভিনন্দন।”

অনেক ক্রিকেটাপ্রেমী আবার এই জয়ের জন্য শুধুমাত্র মেন্টর আশীষ নেহেরাকে কৃতিত্ব দিচ্ছেন। একজন লিখেছেন, “মাঝারি মানের ক্রিকেটার শুভমান গিলের অধিনায়কত্ব নিয়ে প্রচার বন্ধ করুন। আসলে গুজরাটের এই সাফল্যের পিছনে রয়েছেন আশীষ নেহেরা।” আবার রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটান্সের মেন্টরদের নিয়ে মজার মিম বানিয়েছেন এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী‌। তিনি অ্যানিমাল সিনেমার বিখ্যাত টেমপ্লেটের ওপর মিম বানিয়ে লিখেছেন, “গুজরাটের মেন্টর বসতে পারেন না। আর রাজস্থানের মেন্টর উঠতে পারেন না। উল্লেখ্য পায়ের চোটের কারণে হুইলচেয়ারে বসে রাজস্থানের দায়িত্ব পালন করছেন রাহুল দ্রাবিড়।

গুজরাট টাইটান্সকে নিয়ে ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: “ধারাবাহিকতার অন্য নাম…” রাজস্থানের বিরুদ্ধেও বড় রান সাই সুদর্শনের, প্রশংসার বন্যা নেটদুনিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *