IPL 2025: আজ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ইডেন গার্ডেন্সে গুজরাত টাইটান্সের মুখোমুখি হয়েছে। এর আগে ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে হারের সম্মুখীন হয় আজিঙ্কা রাহানের দল। আজ ঘুরে দাঁড়ানোর লড়াই প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় কেকেআর। প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে শুভমান গিল এবং সাই সুদর্শন দুরন্ত ব্যাটিং শুরু করেন। দুজনে আজ ৭৫ বলে ১১৪ রানের পার্টনারশিপ গড়েন বিপক্ষদের চাপে ফেলে দেন।
Read More: CAB’র আর্জিতে ‘সায়’ BCCI’এর, ইডেনে নিষিদ্ধ হলেন দুই ধারাভাষ্যকার !!
৩৬ বলে ৫২ রান আসে সাই সুদর্শনের ব্যাট থেকে। ধারাবাহিকভাবে এই বছর আইপিএলে রান করায় তাকে নিয়ে প্রসংশায় মেতে উঠেছেন ক্রিকেট ভক্তরা। একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “তুমি বললে ধারাবাহিকতা, আমি শুনলাম সাই সুদর্শন। ঋতুরাজ, অভিষেকের মধ্যে আমরা এই প্রতিভাকে তুলে ধরতে ব্যর্থ হয়েছি!” আর একজন সোশ্যাল মিডিয়ায় মিম বানিয়ে সাই সুদর্শনের মুখে কথা বসিয়ে লিখেছেন, “তোমরা পিআর নিয়ে ব্যস্ত থাকো, আমি ততক্ষনে রান করি।”
অন্যদিকে আজ শুভমান গিল ৫৫ বলে ৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। “চ্যালেঞ্জিং পিচে অসাধারণ ব্যাটিং প্রদর্শন। ক্রিকেটে খুব ব্যাটসম্যান আছেন যিনি শুভমানের মতো এইরকম মার্জিত ইনিংস খেলতে পারেন।”, লিখে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন এক ক্রিকেট ভক্ত। “ক্যাপ্টেন্সির চাপ নিয়ে এইরকম ইনিংস খেলা খুবই কঠিন,” বলে জানিয়েছেন এক ক্রিকেট প্রেমী। অন্যদিকে জস বাটলারের করা ২৩ বলে অপরাজিত ৪১ রানে ভর করে প্রথম ইনিংসে ১৯৮ রান সংগ্রহ করেছে গুজরাট টাইটান্স।
গুজরাট টাইটান্সকে নিয়ে ট্যুইট চিত্র-
https://x.com/memer_manis/status/1914324151734767672?t=uiGK0VUoR6RTh8EJpSooJQ&s=19
https://vxtwitter.com/mahixcavi7/status/1914345042577129559