দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা আবার দেখা যেতে পারে এক বঙ্গসন্তানকে। ২০২২ সালে বিসিসিআই প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়াতে হয়েছিলো সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। মেয়াদ ফুরানোর পর তাঁকে দ্বিতীয় দফায় দায়িত্ব আর দেওয়া হয় নি। বদলে সভাপতি হিসেবে বেছে নেওয়া হয়েছিলো রজার বিনি’কে। সৌরভ ডায়রেক্টর হিসেবে যোগ দেন দিল্লী ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিতে। এই ঘটনার দুই বছর পর বিসিসিআই-তে ফিরতে পারেন সৌরভেরই অগ্রজ স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly)। এই মুহূর্তে রাজ্য ক্রিকেট সংস্থা সিএবি’র সভাপতি পদে রয়েছেন তিনি। সেই দায়িত্ব ছেড়ে বিসিসিআই-এর সচিব পদে বসতে পারেন তিনি। মেয়াদ ফুরানোর আগেই দেশের ক্রিকেট নিয়ামক সংস্থাকে বিদায় জানাতে চলেছেন জয় শাহ। তাঁর ছেড়ে যাওয়া আসনেই বসতে পারেন স্নেহাশীষ (Snehasish Ganguly)।
Read More: অস্ট্রেলিয়া বিরুদ্ধে টিম ইন্ডিয়ায় এন্ট্রি পাক্কা শ্রেয়াস আইয়ারের, রঞ্জি ট্রফিতে তুললেন ঝড় !!
বোর্ড সচিব হচ্ছেন স্নেহাশীষ ?
২০১৯ থেকে বিসিসিআই-এর সচিব পদে রয়েছেন জয় শাহ (Jay Shah)। প্রথা ভেঙে দ্বিতীয় দফাতেও তাঁকে দেওয়া হয়েছে দায়িত্ব। কিন্তু দ্বিতীয় দফার মেয়াদ ফুরানোর আগেই সরে যেতে হচ্ছে তাঁকে। দেশে ছেড়ে আন্তর্জাতিক আঙিনায় ক্রিকেট প্রশাসক হিসেবে পা রাখার কথা তাঁর। ১ ডিসেম্বর থেকে বসছেন আইসিসি’র শীর্ষপদে। ফলে খালি হতে চলেছে বিসিসিআই সভাপতির পদ’টি। বিসিসিআই-এর নিয়ম অনুযায়ি জয় শাহের (Jay Shah) বিদায়ের ৪৫ দিনের মধ্যেই সাধারণ সভা ডেকে নতুন কাউকে বেছে নিতে হবে নতুন সচিব। বিকল্প হিসেবে যে কয়জনের নাম ভাসছে ক্রিকেটমহলে, তাঁদের মধ্যে রয়েছেন স্নেহাশীষ (Snehasish Ganguly)।
বাংলা সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ একটি রিপোর্টে দাবী করেছে যে স্নেহাশীষের (Snehasish Ganguly) সাথে বিসিসিআই যোগাযোগ করারও চেষ্টা করেছে ইতিমধ্যেই। তিনি এই সুযোগ পেলেও কতদিন সচিব পদে থাকতে পারবেন তা এখনই স্পষ্ট করে যদিও বলা যাচ্ছে না। আগামী বছরের সেপ্টেম্বর মাসে নতুন করে বিসিসিআই-তে নির্বাচন হওয়ার কথা। এই মুহূর্তে স্নেহাশীষ (Snehasish Ganguly) যদি চেয়ারে বসার সুযোগ পান’ও, তাঁকে সচিব পদ ধরে রাখতে হলে আগামী বছরের নির্বাচনে ফের জিতে আসতে হবে বলে মনে করা হচ্ছে। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের পদ গ্রহণ করতে ইচ্ছুক নাকি সিএবিতেই আপাতত থাকতে চান, সে বিষয়ে যদিও এখনও মুখ খোলেন নি স্নেহাশীষ স্বয়ং।
শোনা যাচ্ছিলো রোহন জেটলির নাম-
স্নেহাশীষ (Snehasish Ganguly) ছাড়াও যাঁদের নাম জয় শাহের (Jay Shah) উত্তরসূরি হওয়ার দৌড়ে রয়েছে তাঁদের মধ্যে উল্লেখযোগ্য রোহন জেটলি। সংবাদমাধ্যমের একটা বড় অংশ মনে করছে যে পরবর্তী সচিব হতে চলেছেন তিনি। দিল্লী ক্রিকেট সংস্থার প্রশাসক হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। এই মুহূর্তে দিল্লী সংস্থার প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন তিনি। জয় শাহের মতই তাঁরও রয়েছে রাজনৈতিক যোগ। জয় শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র। তেমনই রোহন জেটলিও (Rohan Jaitly) প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির পুত্র। এছাড়া সংবাদসংস্থা PTI-এর তরফে জানানো হয়েছে যে শর্টলিস্টে জায়গা করে নিয়েছে সিএবি’র প্রাক্তন প্রেসিডেন্ট ও বর্তমানে আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়ার (Avishek Dalmiya) নাম, রয়েছেন পাঞ্জাবের দিলশের খান্না, গোয়ার বিপুল ফাড়কে (Vipul Phadke) ও ছত্তিশগড়ের প্রভতেজ ভাটিয়া’ও।