দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন গাঙ্গুলি, ICC-এর বদলে BCCI সচিব হয়ে সামলাবেন দায়িত্ব !! 1

চলতি মাসের পহেলা তারিখ থেকে আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব সামলাতে শুরু করে দিয়েছেন জয় শাহ (Jay Shah)। যেহেতু তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সচিব ছিলেন তাই তার পরিবর্তে আপদকালীন অবস্থায় দায়িত্ব সামলাচ্ছেন দেবজিত সইকিয়া। তবে এখনও পাকাপাকি ভাবে এই দায়িত্বে কাউকেই অবতীর্ণ হতে দেখা যায়নি। তবে ইতিমধ্যেই বিসিসিআইয়ের পক্ষ থেকে সচিব নিয়োগের দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে। বোর্ডের বার্ষিক সভা আগামী বছরের সেপ্টেম্বর মাসে। তবে ততদিন অবশ্য দেবজিত সইকিয়াকে দায়িত্ব সামলাতে হবে না। আসন্ন বছর ১২ জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশেষ সভা ডাকা হয়েছে। সেখানেই ঠিক হবে জয় শাহের উত্তরাধিকারী। যদিও ততদিন বিসিসিআইয়ের দায়িত্ব সামলাবেন দেবজিত সইকিয়া দায়িত্ব সামলাবেন।

নতুন সচিব বেছে নেবে BCCI

BCCI
BCCI | Image: Getty Images

আর সেখানেই ঠিক হয়ে যাবে জয় শাহের উত্তরসূরি হিসেবে কে দায়িত্ব সামলাবেন। বোর্ড গঠনতান্ত্রিক নিয়মানুযায়ী, কোনও প্রার্থীর শূন্যস্থান পূরণ করার জন্য ৪৫ দিনের মধ্যে নতুন কাউকে গঠন করতে হবে। সেই অনুযায়ী, ১৫ জানুয়ারির মধ্যে নতুন সচিব বেছে নিতে হবে বোর্ডকে (BCCI)। তবে ৪৩ তম দিনের মাথায় সাধারণ সভা ডাকা হচ্ছে। এই পদে মনোনীত হতে পারেন গাঙ্গুলি পরিবারের বড় ছেলে স্নেহাসিশ গাঙ্গুলি। জানা গিয়েছে বোর্ড সচিব হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে স্নেহাসিসের মধ্যে। বর্তমানে ক্রিকেট অফ বেঙ্গলের সভাপতি।

স্নেহাসিস গাঙ্গুলি পাবেন গুরুদায়িত্ব

Snehasish Ganguly, bcci
Snehasish Ganguly | Image: Getty Images

সূত্রের খবর, ইতিমধ্যেই সিএবি প্রেসিডেন্ট এর কাছে প্রস্তাব এসেছে। তবে তিনিই যে পরবর্তী সচিব হচ্ছেন তার কোনো নিশ্চয়তা নেই। তবে, আগেও গাঙ্গুলি পরিবারের ছোট ছেলে সৌরভ গাঙ্গুলি বিসিসিআইয়ের সভাপতি পদে বিরাজমান ছিলেন। সৌরভ ২০১৫-২০১৯ সাল পর্যন্ত সিএবির সভাপতি ছিলেন। এরপর, ২০১৯ সালে ২৩ অক্টোবর সৌরভ গাঙ্গুলি বিসিসিআইয়ের সচিব হয়র উঠেছিলেন। এবার পালা বড় দাদার, ক্রিকেট জীবনে কখনও প্রাপ্য সম্মান পাননি স্নেহাসিস, প্রথম বার বাংলার রঞ্জি জেতার পিছনে বড় ভূমিকা ছিল স্নেহাসিসের। রঞ্জির সেমিফাইনালে ভাঙা পা নিয়ে খেলেছিলেন স্নেহাসিস, তবে ফাইনালে দলে এন্ট্রি নিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। এর পর থেকেই খবরের শিরোনামে উঠে আসেন সৌরভ। তবে অন্যদিকে স্নেহাসিসের কাছে এবার সুযোগ এসেছে বিসিসিআইয়ের সচিবের দায়িত্ব সামলানোর।

Read Also: BCCI-এর উপেক্ষার জবাব দিলেন শ্রেয়স আইয়ার, বিজয় হাজারে ট্রফিতে দেখালেন রক্তচক্ষু !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *