গায়ে হলুদের অনুষ্ঠানের পরই পুরো পরিবেশ ছিল উৎসবমুখর। গত ২৩ নভেম্বর ভারতীয় মহিলা দলের ভাইস ক্যাপ্টেন স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) ও পলাশ মুচ্ছলের বিয়ে হওয়ার কথা ছিল। সাজ সাজ রব চলছিল দুই পরিবারেই। ঠিক সেই সময়ই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন স্মৃতি মন্ধনার বাবা শ্রীনিবাস মন্ধানা। হঠাৎ করেই হৃদরোগের সম্ভাব্য লক্ষণ দেখা গিয়েছিল তাঁর এবং তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেই মুহূর্তের পরই বিয়ের প্রস্তুতিতে বিরতি টানা হয়। শুধু স্মৃতির পিতা নয়, হাসপাতালে ভর্তি করা হয়েছে পলাশ মুচ্ছলকেও। শারীরিক সমস্যার কারণে হাসপাতালে যেতে হয়েছিল।
ভাঙলো স্মৃতি-পলাশের বিয়ে

তবে, তাকে এখন ছাড়া হয়েছে এবং তিনি বর্তমানে ভালো আছেন বলেই সূত্রের দাবি। ভাইরাল সংক্রমণ ও অ্যাসিডিটির কারণে তাঁকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ইতিমধ্যেই পলাশের মা জানিয়েছেন পলাশকে ছেড়ে দেওয়ার পর তিনি মুম্বাইতে ফিরে গিয়েছেন। বিয়ের অনুষ্ঠানটি সাঙ্গলিতে হওয়ার কথা ছিল। তবে এখন আপাতত বন্ধ রয়েছে সেই অনুষ্ঠান। পলাশের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্মৃতির পিতার অসুস্থতার খবর পাওয়ার পরেই পলাশ নিজের থেকেই তাদের বিয়ের তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। গায়ে হলুদ বা হলদির অনুষ্ঠানের পর তাদের বাইরে বের হওয়া নিষেধ ছিল, তবে স্মৃতির বাবার শরীর খারাপ করলে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল।
Read More: স্মৃতি মান্ধানার সঙ্গে প্রতারণা, ভাইরাল হল পলাশ মুচ্ছলের প্রেমালাপের স্ক্রিনশট !!
সূত্র মারফত খবর, অনুষ্ঠানের ব্যস্ততায় অসুস্থ হয়ে পড়েন পলাশ এবং হাসপাতালে প্রায় চার ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয় এবং চার বোতল স্যালাইনসহ বিভিন্ন পরীক্ষা করা হয়। সৌভাগ্যবশত পরীক্ষার ফল স্বাভাবিক এসেছে। মানসিক দিক থেকে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। পলাশ সহ পরিবারের বাঁকি সদস্যরা ইতিমধ্যেই মুম্বই ফিরে গিয়েছেন।
খুশির মুহূর্ত মুছলেন স্মৃতি

তবে অন্যদিকে নেট মাধ্যমে পলাশ ও স্মৃতির বিবাহ ভেঙে যাওয়া নিয়ে অনেক খবর উঠে আসছে। আসলে, স্মৃতি তাঁর ইনস্টাগ্রাম থেকে আংটি পরা ভিডিও ও অন্যান্য অনুষ্ঠান-সংক্রান্ত ক্লিপ সরিয়ে দিয়েছেন। মহিলাদের ওডিআই বিশ্বকাপ দলের ভাইস ক্যাপ্টেন ছিলেন স্মৃতি মন্ধনা। বিশ্বকাপের মঞ্চে ৯ ম্যাচে ৫৪.২৫ গড়ে ৪৩৪ রান বানিয়েছিলেন তিনি। বিশ্বকাপের পরেই বিয়ে হওয়ার কথা ছিল এই জুটির। কয়েক দিন আগেই ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে নাচতে নাচতে বাগদানের কথা জানান তিনি। কিন্তু হঠাৎ কেন সেসব ভিডিও মুছে ফেলা হল, সে বিষয়ে এখনও পর্যন্ত স্মৃতি বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনও মন্তব্য আসেনি।