বিয়ের তারিখ কনফার্ম স্মৃতি মন্ধনার, এই বলিউড তারকার সঙ্গে ঘুরবেন সাতপাক !! 1

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২০২৫’ সালের মহিলা বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। দ্বিতীয় সেমিফাইনালে ভারতীয় দল অস্ট্রেলিয়া মহিলা দলের বিরুদ্ধে ৯ বল বাঁকি থাকতেই ৩৩৮ রান তাড়া করে ইতিহাস গড়েছে এবং তৃতীয় বারের জন্য মহিলা বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। সেমিফাইনালের মহা মঞ্চে অসাধারণ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন জেমিমা রদ্রিগেজ। তাঁর ব্যাট থেকে এসেছিল ১৩৪ বলে ১২৭ রানের ইনিংস এবং ক্যাপ্টেন হারমানপ্রীত কৌর ৮৮ বলে ৮৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। শেষের দিকে দীপ্তির ২৪, রিচার ২৬ ও আমনজতের ১৫ রানের ইনিংসে রেকর্ড সমান রান তাড়া করতে সক্ষম হয়েছে টিম ইন্ডিয়া। সেমিফাইনালে রুদ্ধশ্বাস জয়ের সাথে সাথে বিয়ের সানাই বেজে গিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানার (Smriti Mandhana)।

বিয়ের পিঁড়িতে বসতে চলেছে স্মৃতি মন্ধনা

Smriti Mandhana and Palash Muchhal, স্মৃতি মন্ধনা
Smriti Mandhana and Palash Muchhal |Image: Twitter

খবর অনুযায়ী, স্মৃতি মন্ধানা এবং জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও সুরকার পলাশ মুচ্ছল চলতি বছরের নভেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। যদিও এখনও পর্যন্ত দু’জনের পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা দেওয়া হয়নি, তবুও একাধিক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে তাদের বিয়ের অনুষ্ঠান মহারাষ্ট্রের সাঙ্গলিতে অনুষ্ঠিত হতে পারে। ২০২৫ সালের মহিলা বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য স্মৃতি মান্ধানা এর আগেও মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বারবার শিরোনামে এসেছেন। এবার তাঁর জীবনের নতুন অধ্যায় ঘিরে উত্তেজনা তুঙ্গে। জানা গেছে, স্মৃতি ও পলাশের বিয়ের অনুষ্ঠান ২০ নভেম্বর থেকে শুরু হতে পারে, যা অনুষ্ঠিত হবে স্মৃতির শৈশবের শহর সাঙ্গলিতে। যদিও তাঁর জন্ম মুম্বইতে, কিন্তু শৈশব ও স্কুলজীবন কেটেছে মাধবনগরে।

Read More: অস্ট্রেলিয়া সিরিজ শেষ হতেই ক্যাপ্টেনসি হারাচ্ছেন সূর্যকুমার যাদব, গৌতম গম্ভীর করলেন কনফার্ম !!

জনপ্রিয় গায়কের সঙ্গে ঘুরবেন সাতপাক

Smriti Mandhana
Smriti Mandhana and Palash Muchhal | Image: Twitter

স্মৃতি ও পলাশের সম্পর্কের শুরু ২০১৯ সালে। কয়েক বছর ধরে একে অপরকে সময় দেওয়ার পর, ২০২৪ সালের জুলাই মাসে তারা নিজেদের পঞ্চম বার্ষিকীতে ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। এরপর থেকেই তাঁদের বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়। পলাশ, যিনি জনপ্রিয় বলিউড গায়িকা পলক মুচ্ছলের ভাই, মজার ছলে এক সাক্ষাৎকারে বলেন যে, খুব শিগগিরই স্মৃতি “ইন্দোরের পুত্রবধূ” হতে চলেছেন। অন্যদিকে, পলক মুচ্ছলও জানিয়েছেন যে স্মৃতির সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত গভীর।

তিনি বলেন, “স্মৃতি শুধু একজন দুর্দান্ত ক্রিকেটার নন, তিনি একজন অসাধারণ মানুষও। আমরা খুব ঘনিষ্ঠ বন্ধু, এবং আমি তাঁর সাফল্যে সত্যিই গর্বিত। তিনি যা করেন তাতে নিষ্ঠা ও আবেগ জড়িয়ে থাকে।” পলক আরও জানিয়েছেন, স্মৃতি সঙ্গীত ভালোবাসেন এবং প্রায়ই তাঁর কাছে গান শোনার অনুরোধ করেন। পলকের কথায়, “স্মৃতি খুবই সঙ্গীতপ্রেমী। ‘কৌন তুঝে’ গানটি তাঁর বিশেষ পছন্দ।” সব মিলিয়ে, ভারতীয় ক্রিকেটের তারকা ব্যাটার ও বলিউডের প্রতিভাবান সুরকারের এই যুগলবন্দি এখনই হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে আনুষ্ঠানিকভাবে তাঁদের এই নতুন অধ্যায়ের ঘোষণা আসবে।

Read Also: “ওয়ার্ল্ড ক্লাসদের দিয়ে জল ব‌ইয়ে হিজড়াদের দল খেলাচ্ছে..”, অজিদের বিপক্ষে হারের পর তীব্র সমালোচনার মুখে গম্ভীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *