Smriti Mandhan Weddin Card

ভারতীয় মহিলা ক্রিকেটের অন্যতম তারকা স্মৃতি মান্ধনা (Smriti Mandhana) এবং জনপ্রিয় গায়ক-সুরকার পলাশ মুচ্ছল (Palash Muchhal) দীর্ঘ কয়েক মাস ধরেই খবরের শিরোনামে উঠে এসেছেন। বিশেষ করে মহিলা বিশ্বকাপে টিম ইন্ডিয়ার অনবদ্য পারফরম্যান্সের পর স্মৃতি ও পলাশের বিয়ের খবর সমাজ মাধ্যম জুড়ে বেশ হইচই ফেলে দেয়। এবার সমাজ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন দুজনেই। সম্প্রতি ভাইরাল হওয়া এক বিয়ের কার্ডে তাঁদের আসন্ন বিবাহের খবর প্রকাশ্যে আসতেই ক্রিকেট জগৎ ও সংবাদ জগতে বেশ উত্তেজনা ছড়িয়েছে।

বিশ্ব চ্যাম্পিয়ন স্মৃতি মান্ধানা

Smriti Mandhana | Image: Twitter
Smriti Mandhana | Image: Twitter

প্রসঙ্গত, আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর থেকেই স্মৃতি মান্ধনাকে (Smriti Mandhana) নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে। এবারের মহিলা বিশ্বকাপে অনবদ্য ব্যাটিং করেছিলেন স্মৃতি। টুর্নামেন্টে ভারতের হয়ে সবথেকে বেশি রান তিনিই বানিয়েছিলেন। এবারের মহিলা বিশ্বকাপে ৫৪.২৫ গড়ে ও ৯৯.০৮ স্ট্রাইক রেটে ৪৩৪ রান বানিয়েছিলেন। ভারতের জার্সিতে স্মৃতি ১১৭টি ম্যাচে ৫৩২২ রান বানিয়ে রান বানানোর তালিকায় ভারতের দ্বিতীয় সফল ব্যাটার।

প্রথম আইসিসি ইভেন্ট জিতে টিম ইন্ডিয়া মহিলা দল ইতিহাস রচনা করেছে। আর ভারতের এই বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন স্মৃতি নিজেই। বিশ্বকাপ জয়ের পর স্মৃতির পাশে দেখতে পাওয়া গিয়েছিল তাঁর দীর্ঘদিনের প্রেমিক পলাশ মুচ্ছলকে। খেলার মাঠে এই প্রথম নয়, আগেও দেখতে পাওয়া গিয়েছিল দুজনকে। সম্প্রতি, এক ভক্ত একটি বিয়ের কার্ডের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে বিষয়টি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কার্ডে দেখা যায়, স্মৃতি ও পলাশের বিয়ে আগামী ২০ নভেম্বর ২০২৫, মহারাষ্ট্রের সাংলিতে অনুষ্ঠিত হবে।

খুব শিঘ্রই সাত পাকে বাঁধা পড়ছেন স্মৃতি

Smriti Mandhana | Image: Twitter

সূত্রের খবর, এই দিনেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দুজন। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া এই বিয়ের কার্ডে দুই পরিবারের সদস্যের নাম উল্লেখ করা রয়েছে, যে কারনে সকলে কার্ডটিকে আসল বলে মনে করছে। পলাশ মুচ্ছল যেদিন স্মৃতির সাথে বিশ্বকাপ ফাইনাল জেতার দিন দেখতে পাওয়া গিয়েছিল সেদিন তাঁর হাতে ‘স্মৃতি মন্ধনা’র নামের ট্যাটু দেখতে পাওয়া গিয়েছিল। তাঁর হাতে লেখা ছিল, ‘SM 18’ যেখানে SM বলতে স্মৃতি মন্ধনা এবং 18 হলো তাঁর জার্সি নম্বর। উল্লেখযোগ্যভাবে, পলাশ মুচ্ছল কেবল একজন গায়ক নন, বরং তিনি একজন জনপ্রিয় সুরকারও। তাঁর রচিত ‘তু হি হ্যায় আশিক’ সহ একাধিক গান শ্রোতাদের মন জয় করেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *