এই বছর মহিলাদের বিশ্বকাপ জয়ের পিছনে স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) অবদান এখনও ক্রিকেট ভক্তদের মনে উজ্জ্বল হয়ে আছে। ফলে এই তারকা ক্রিকেটারের বিয়ে স্বাভাবিকভাবেই রীতিমতো আলোচনার মধ্যে ছিল। কিন্তু বর্তমানে এই বিয়ে নিয়ে জটিলতা একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে। ক্রিকেটারের বাবা অসুস্থ হয়ে পড়ায় বিয়ের অনুষ্ঠান স্থগিত হয়ে যায়। এরপরই হবু বরের অন্য মেয়ের সঙ্গে একাধিক গোপন কথোপকথনের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়। ফলে ঘটনা এক নতুন মোড় নেয়। এবার স্মৃতি মান্ধানা পলাশ মুচ্ছলকে (Palash Muchhal) আনফলো করেছেন বলে খবর সামনে এসেছে।
Read More: ‘ভারতকে জোকার বানিয়ে ছেড়েছি..’, দঃ আফ্রিকার কোচের বিতর্কিত মন্তব্যে মুখ পুড়ল গম্ভীরদের !!
বিতর্কের শুরু-

গত রবিবার জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছলের বিবাহ সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের দিন তারকা ক্রিকেটারের বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তার শরীরে হৃদরোগের বিভিন্ন উপসর্গ দেখা গিয়েছিল। বর্তমানে চিকিৎসকদের পরামর্শে রয়েছেন তিনি। এই ঘটনার ঠিক পরের দিন অসুস্থ হয়ে হবু বরের হাসপাতালে ভর্তি হওয়ার খবর সামনে আসে। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে স্মৃতি মান্ধানা বিয়ে স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেন।
কিন্তু ঘটনার নতুন মোড় নেয় যখন পলাশ মুচ্ছালের ভিন্ন একটি মেয়ের সঙ্গে কিছু গোপন চ্যাট সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে দেখা যায় তিনি তার সঙ্গে সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন। এর সঙ্গেই এই কথোপকথন স্পষ্ট করেছেন যে স্মৃতির সঙ্গে তার সম্পর্ক যথেষ্ট কঠিন হয়ে উঠেছে। এরপরই রীতিমতো সমালোচনার ঝড় উঠে। ভারতীয় তারকা ক্রিকেটার হবু বরের এই কীর্তিকলাপ বিয়ের আগে জানতে পেরে গিয়েছিলেন বলেও জল্পনা তৈরি হয়।
আনফলো করলেন স্মৃতি?

বিয়ের অনুষ্ঠান স্থগিত হয়ে যাওয়ার পরেই সোশ্যাল মিডিয়া থেকে নিজের বিয়ের সমস্ত ছবি এবং ভিডিও মুছে দিয়েছিলেন স্মৃতি। সূত্র অনুযায়ী তার বান্ধবী ডি’কোস্টার সঙ্গেই নাকি সম্পর্কে জড়িয়েছেন পলাশ। ডি’কোস্টা একজন প্রফেশনাল নৃত্যশিল্পী। বিয়ের সংগীত অনুষ্ঠানের কোরিয়োগ্ৰাফির দায়িত্বও নাকি এই মহিলার ওপর ছিল। কিছু সংবাদ মাধ্যমে উল্লেখ্য করা হয় যে বিয়ের আগের দিন বলিউডের জনপ্রিয় এই মিউজিক ডিরেক্টর এবং ডি’কোস্টার ঘনিষ্ঠতা প্রকাশ্যে চলে আসে।
এরপরই নাকি স্মৃতি মান্ধানা বিয়ে স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেন। এর সঙ্গেই এই তারকা ব্যাটার পলাশ মুচ্ছলকে আনফলো করেছেন বলে জল্পনা তৈরি হয়। বেশ কিছু সংবাদ মাধ্যমে তা প্রচারও করা হয়েছে। কিন্তু বাস্তবে এখনও পর্যন্ত এইরকম কোনো ঘটনা ঘটেনি। স্মৃতির অফিসিয়ালি ইনস্টাগ্রামে ফলোইং তালিকায় ১৬৩ জন ব্যক্তির সঙ্গে পলাশ মুচ্ছল রয়েছেন।