ঘোর আনন্দে নেমে এলো কালো মেঘ, হৃদরোগে আক্রান্ত স্মৃতি মান্ধানার বাবা !! 1

এই বছর মহিলাদের বিশ্বকাপে (Women’s ODI WC 2025) ভারতীয় দল ট্রফি জয় করার পর হরমনপ্রীত কৌরদের (Harmanpreet Kaur) জনপ্রিয়তা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই বিশ্বকাপ জয়ের পরেই দলের অন্যতম সদস্য স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার খবর সামনে আসে। বলিউডের অন্যতম জনপ্রিয় সংগীত পরিচালক পলাশ মুচ্ছলের (Palash Muchhal) সঙ্গে তার প্রেমের সম্পর্ক দীর্ঘদিন ধরেই ভক্তদের নজরে ছিল।

আজ অর্থাৎ ২৩ নভেম্বর এই তারকা জুটির বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি দীর্ঘদিন ধরে চলছিল। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের একাধিক ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু পরিবারে দুর্যোগ নেমে আসায় স্থগিত হয়ে গেল স্মৃতি মান্ধানারা বিয়ের অনুষ্ঠান।

Read More: আর খেলতে হবে না শ্রেয়স আইয়ারকে, চোটে ২ বছরের বনবাসে ভারতীয় ভাইস ক্যাপ্টেন !!

স্থগিত করা হল বিয়ের অনুষ্ঠান-

ঘোর আনন্দে নেমে এলো কালো মেঘ, হৃদরোগে আক্রান্ত স্মৃতি মান্ধানার বাবা !! 2
Smriti Mandhana with her father | Image: Twitter

আগেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের সম্পর্কের বিষয়ে সীলমোহর দিয়েছিলেন স্মৃতি মন্ধনা ও পলাশ মুচ্ছল। ফলে এই তারকা জুটির বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে ভক্তদের উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছিল। সাঙ্গলির সামডোলে মান্ধানা ফার্ম হাউসে জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়। আজ শেষ মুহূর্তের প্রস্তুতে ব্যস্ত ছিলেন পরিবারের সদস্যরা। এর মধ্যেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন স্মৃতি মান্ধানারা বাবা শ্রীনিবাস মান্ধানা (Shrinivas Mandhana)।

তিনি হৃদরোগে আক্রান্ত হন। ফলে তাকে অ্যাম্বুলেন্সে করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাঙ্গলির একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন। সূত্র অনুযায়ী ভারতীয় এই তারকা ক্রিকেটার এবং পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে গিয়েছিলেন। বর্তমানে চিকিৎসকদের পরামর্শের মধ্যে রয়েছেন স্মৃতি মান্ধানারা বাবা। ফলে আজকের বিবাহ অনুষ্ঠান স্থগিত করে দেওয়া হয়েছে।

সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা-

ঘোর আনন্দে নেমে এলো কালো মেঘ, হৃদরোগে আক্রান্ত স্মৃতি মান্ধানার বাবা !! 3
Smriti Mandhana with Family | Image: Twitter

বাবা অসুস্থ হওয়ার পর নিজের বিয়ের অনুষ্ঠান স্থগিত করে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা। এই বিষয়টি তার ম্যানেজার তুহিন মিশ্র সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সকালে খেতে বসেই অসুস্থ বোধ করছিলেন। আমরা বাড়িতে কিছুক্ষণ অপেক্ষা করি। ভেবেছিলাম পরিস্থিতি ঠিক হয়ে যাবে। কিন্তু শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে। তখন আর কোনরকম ঝুঁকি না নিয়ে অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয়।

সঙ্গে সঙ্গে আমরা হাসপাতালে নিয়ে যাই। স্মৃতি মান্ধানা নিজেই সিদ্ধান্ত নিয়েছেন বিয়ের অনুষ্ঠান এখন স্থগিত থাকবে। বাবা সুস্থ হয়ে ওঠা না পর্যন্ত তিনি বিয়ে করবেন না। তাই এই অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে। চিকিৎসকরা এখন‌ও তাকে হাসপাতালে পর্যবেক্ষণের মধ্যে রেখেছেন। ওনার দ্রুত আরোগ্য কামনা করি।”

Read Also: জো রুটের আউটের পর চোখে জল স্টুয়ার্ট ব্রডের, হতাশায় ভেঙে পড়া তারকার ভিডিও ভাইরাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *