শেষপর্যন্ত যা নিয়ে এতদিন ধরে জল্পনা চলছিল, তা সত্যি প্রমাণিত হলো। ভারতীয় নারী ক্রিকেট দলের ভাইস ক্যাপ্টেন ও তারকা ওপেনার ব্যাটার স্মৃতি মন্ধনা (Smriti Mandhana) আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন এখন তার বিয়ে আর হচ্ছে না। ২৩ নভেম্বর মহারাষ্ট্রের সাংলিতে সুরকার পলাশ মুচ্ছলের সঙ্গে তাদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু অনুষ্ঠানের দিন সকালে স্মৃতির বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় বিয়ে স্থগিত রাখা হয়। সেই স্থগিত বিয়ে শেষমেশ ভেঙে গেল বলেই রবিবার সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন স্মৃতি।
অবশেষে মুখ খুললেন স্মৃতি

নিজের পোস্টে তিনি লিখেছেন যে, গত কয়েক সপ্তাহ ধরে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা রকম জল্পনা তৈরি হয়েছে, তাই এবার পরিস্থিতি স্পষ্ট করার প্রয়োজন অনুভব করেছেন তিনি। স্মৃতি লিখেছেন, “গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন ঘিরে নানা জল্পনা চলেছে। আমি মনে করি এবার এবিষয়ে কথা বলা উচিত। আমি ব্যাক্তিগত জীবনকে ব্যাক্তিগত রাখতেই বেশি পাচন্দ করি।এক্ষেত্রেও তার অন্যথা কিছু নয়। তবে আমি এটা স্পষ্ট করতে চাই যে বিয়ে ভেঙে গিয়েছে।” বিশ্বজয়ী ক্রিকেটারের সংযোজন, “আমি এখানেই এই বিষয়টিকে শেষ করতে চাই। আপনাদের সকলের কাছেও আমার একই অনুরোধ রইল। দুই পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন এবং সবকিছু ছন্দ মাফিক এগিয়ে যেতে সাহায্য করুন।” যদিও, বিয়ে ভেঙে যাওয়ার কারণ নিয়ে কোনো পক্ষই মুখ খোলেনি।
Read More: “ওদিকে যা তুই…” কোহলি-রোহিতকে ‘উপেক্ষা’ করে নজর কাড়লেন অধিনায়ক রাহুল, ভাইরাল ভিডিও !!
সমাজ মাধ্যমে পাল্টা জবাব দেন পলাশ

স্মৃতির ঘোষণার সঙ্গে সঙ্গে সুরকার পলাশ মুচ্ছলও এদিন সোশাল মিডিয়ায় এ বিষয়ে একটি আপডেট দিয়েছেন। পলাশ অবশ্য নিন্দুকদের কড়া সমালোচনা করেছেন। সমাজ মাধ্যমের একটি পোস্টে তিনি লেখেন, “ব্যাক্তিগত সম্পর্ক থেকে বেরিয়ে এসে জীবনে এগিয়ে চলার সিদ্ধান্ত নিয়েছি। যে জিনিসটা আমার কাছে পবিত্র ছিল সেটাই ভিত্তিহীন গুজবে মানুষের মধ্যে ছড়িয়ে গিয়েছে। আর মানুষ যেভাবে তার প্রতিক্রিয়া দিচ্ছে তা খুবই কঠিন। এটি জীবনের সবচেয়ে কঠিন সময় আমার কাছে, তবে আমি এই পরিস্থিতি সামাল দিতে পারবো।” পলাশ মন্তব্য করে আরও বলেন, “যারা এমন মিথ্যা অপবাদ ছড়িয়েছে – তাদের বিরুদ্ধে আমার দল কঠোর আইনি ব্যবস্থা নেবে। কঠিন সময়ে যাঁরা পাশে ছিলেন সকলকে ধন্যবাদ।“