নাতাশার পর মেহেক নয়, এই সুন্দরী খেলোয়াড়কে হৃদয় দিয়েছিল হার্দিক, পাত্তা দেয়নি জাতীয় ক্রাশ !! 1

ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় হলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ক্রিকেট মাঠে হার্দিক পান্ডিয়ার দেহভঙ্গিমা সবসময় থাকে আত্মবিশ্বাসে ভরা। হার্দিক পান্ডিয়ার অলরাউন্ডার পারফরম্যান্সে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। তবে, পান্ডিয়ার ব্যাক্তিগত জীবন নিয়ে চলতে থাকে বেশ চর্চা। ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আপাতত চোটের কারণে চলমান ভারত বনাম অস্ট্রেলিয়া সাদা বলের সিরিজ থেকে বাইরে রয়েছেন। বর্তমানে তিনি স্পোর্টস একাডেমিতে রয়েছেন। রিহ্যাব শেষ হওয়ার পর আবার তাকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের সিরিজে কামব্যাক করতে দেখতে পাওয়া যাবে। ভারতীয় দলের এই তারকা অলরাউন্ডার নিজের ব্যক্তিগত জীবনে আবার একবার খবরের শিরোনামে উঠে এসেছেন।

গতবছর বিবাহ বিচ্ছেদ হয়েছিল হার্দিকের

Hardik and Natasha, হার্দিক
Hardik Pandya and Natasa Stankovic | Image: Twitter

নাতাশা স্টেনকোভিচের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর হার্দিক পান্ডিয়া বলিউড অভিনেত্রী মেহেক শর্মার সঙ্গে ডেটিং করছেন বলেই জানা গিয়েছিল। হার্দিক তার সমাজ মাধ্যমের নানান প্রোফাইলে মেহেকের সাথে ছবিও শেয়ার করেছিলেন হার্দিক। এশিয়া কাপের পর পরই মুম্বাই বিমান বন্দরে হার্দিক ও মেহেককে একসাথে দেখতে পাওয়া গিয়েছিল। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় দল শ্রীলঙ্কা সফরে গিয়েছিল (জিম্বাবুয়ে সফরের পর)। সেই সফরে দলের সাথে না থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন পান্ডিয়া। সেই সময়েই হার্দিক ও নাতাশা যৌথ ইনস্টাগ্রাম বিবৃতিতে চার বছর বিবাহিত জীবনের পর তাদের বিচ্ছেদের ঘোষণা করেছিলেন। পোস্টটিতে লেখা ছিল, “চার বছর একসাথে থাকার পর, হার্দিক এবং আমি পারস্পরিকভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি… আমরা আমাদের ছেলে অগস্ত্যকে সহ-পালন করব এবং এই সংবেদনশীল সময়ে গোপনীয়তার অনুরোধ করব।

Read More: ট্রফি হাতে বিদায়, বিশ্বকাপ জয়ের পরই অবসরের ঘোষণা হারমানপ্রীতের !!

স্মৃতির কাছে পাত্তা পাননি হার্দিক

হার্দিক
Hardik Pandya and Smriti Mandhana | Image: Twitter

তবে, এবারের এশিয়া কাপের পর মেহেক শর্মার সাথে হার্দিক পান্ডিয়ার ঘনিষ্ঠতা বেশ লক্ষ করা গিয়েছিল। দুজন ছুটি কাটানোর জন্য মালদ্বীপে গিয়েছিলেন বলে সূত্রের দাবি। তখন থেকেই হার্দিক পান্ডিয়ার নতুন সম্পর্ক নিয়ে গুজব ছড়িয়ে পড়ে, যা নেটিজেনদের মধ্যে কৌতূহল জাগিয়ে তোলে। তবে, নাতাশা ও মেহেক ছাড়াও সুন্দরী এক খেলোয়াড়ের মন জেতার চেষ্টায় ছিলেন পান্ডিয়া। বিসিসিআইয়ের আওয়ার্ড শোতে ধরা পড়েছিল সেই ভিডিও। আসলে, হার্দিক পান্ডিয়া নজর দিয়েছিলেন ভারতীয় মহিলা দলের ভাইস ক্যাপ্টেন স্মৃতি মন্ধনার দিকে। সেদিন, রোহিত – জেমিমার পাশাপশি, হার্দিক পান্ডিয়া ও স্মৃতি মন্ধনাকে স্টেজে ডাকা হয়েছিল, তখন দুজনকে পাশাপশি বসতে দেখা গিয়েছিল। সেই সময় অবশ্য স্মৃতির চোখ থেকে চোখ সরাতে পারছিলেন না পান্ডিয়া। সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল ভিডিওটি। তবে, হার্দিক ও স্মৃতির সম্পর্ক নিছক জল্পনা মাত্র। বেশ কিছু সূত্র এটাও দাবি জানিয়েছে যে স্মৃতি মন্ধনা খুব শীঘ্রই জনপ্রিয় মিউজিসিয়ান পলাশ মুচ্ছলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন।

Read Also: ট্রফি নিয়ে উচ্ছ্বাসে মাতলেন হরমনপ্রীতরা, ভারতীয় মহিলা দলের সেলিব্রেশনের মজার ভিডিও ভাইরাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *