স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) বিয়ে নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে উৎসবের ছবি ধরা পড়েছিল। বিশ্বকাপ জয়ী মহিলা ক্রিকেট দলের সতীর্থরাও বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। কিন্তু রবিবার স্মৃতি মান্ধানার বাবা অসুস্থ হয়ে যাওয়ায় এই বিয়ের অনুষ্ঠান স্থগিত হয়ে যায়। তারপর হবু বর পলাশ মুচ্ছলও (Palash Muchhal) অসুস্থ হয়ে পড়েন। সেই খবর সামনে আসতেই উদ্বেগ প্রকাশ করেন ভক্তরাও। এর মধ্যেই স্মৃতি মান্ধানা বাগদান সহ বিয়ের সমস্ত ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দেন। যা নিয়ে শুরু হয় জল্পনা। এবার পলাশ মুচ্ছলের কিছু বিস্ফোরক স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল।
Read More: “যেন সার্কাস চলেছে..”, ভারতের ব্যাটিং অর্ডারের পরিবর্তন নিয়ে গম্ভীরকে আক্রমণ করলেন রবি শাস্ত্রী !!
অসুস্থ স্মৃতির বাবা-

রবিবার ভারতীয় তারকা ব্যাটসম্যান স্মৃতি মান্ধানার সঙ্গে বলিউডের অন্যতম জনপ্রিয় মিউজিক ডিরেক্টর পলাশ মুচ্ছলের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা ছিল। সেইমতো সাঙ্গলির সামডোলে মান্ধানা ফার্ম হাউসে জাঁকজমকপূর্ণ প্রস্তুতি শুরু হয়। আনন্দে মেতে উঠেছিল দুই পরিবার। কিন্তু বিয়ের দিন দুপুরবেলা খেতে বসে অসুস্থ অনুভব করেন স্মৃতি মান্ধানার বাবা। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতলে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে চিকিৎসকদের পরামর্শে রয়েছেন তিনি। ইসিজি এবং অন্যান্য রিপোর্ট ইতিমধ্যেই দেখে চিকিৎসকরা জানিয়েছেন তার কার্ডিয়াক এনজাইমগুলি বৃদ্ধি পেয়েছে। এছাড়াও রক্তচাপ বেড়েছে। অন্যদিকে হবু বর পলাশ মুচ্ছলও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলে মুম্বাইয়ে ফিরে গেছেন। বিয়ের অনুষ্ঠান কবে হবে তা এখনও এই বিষয়ে কিছুই জানা যায়নি।
পালাশ মুচ্ছলের স্ক্রিনশট ভাইরাল-

বিয়ের অনুষ্ঠান স্থগিত হয়ে যাওয়ার পরই চরম সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধনা (Smriti Mandhana)। সোশ্যাল মিডিয়া থেকে বাগদান পর্বের এবং বিয়ের প্রস্তুতির সমস্ত ছবি এবং ভিডিও মুছে ফেলেছেন। কেন তিনি এইরকম পথে হাঁটলেন তা নিয়ে জল্পনা চলছিল। এর মধ্যেই এবার পলাশ মুচ্ছলের (Palash Muchhal) কিছু স্ক্রিনশট সোশ্যাল মিডিয়াই ভাইরাল হয়েছে। তিনি স্মৃতি মান্ধানার সঙ্গে প্রতারণা করে অন্য মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি করছেন বলে অভিযোগ সামনে এসেছে।
ভাইরাল হওয়া স্ক্রিনশট অনুযায়ী অজ্ঞাত পরিচয়ের সেই মহিলাকে সুইমিং করতে যাওয়ার জন্য প্রস্তাব দিচ্ছেন পলাশ। এছাড়াও বলিউডের এই জনপ্রিয় সংগীত পরিচালকে উল্লেখ্য করেছেন যে তার সঙ্গে স্মৃতি মান্ধানার খুবই কম সামনাসামনি দেখা হয়। গত দু-বছরে তাদের মধ্যে সম্পর্ক প্রায় শেষ হয়ে এসেছে। মুম্বাইয়ের ভার্সোভা বিচে একান্তে ঘুরতে যাওয়ার বিষয়ে স্ক্রিনশটে উল্লেখ করা হয়।