স্মৃতি মান্ধানার বাবার পর অসুস্থ হবু বর পলাশ মুচ্ছল, ভর্তি করা হল হাসপাতালে !! 1

তারকার ক্রিকেটারদের প্রেমের সম্পর্ক মাঝেমধ্যেই খবরের শিরোনামে জায়গা করে নেয়। তাদের বিয়ের অনুষ্ঠানকে ঘিরেও ভক্তরা আগ্রহ লক্ষ্য করা যায়। এই বছর ভারতীয় দল মহিলাদের বিশ্বকাপ (Women’s ODI WC 2025) জয় করে। এরপর স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করার প্রস্তুতি নিয়েছিলেন।

প্রেমিক পলাশ মুচ্ছলের (Palash Muchhal) সঙ্গে তার সম্পর্ক এবং এই জুটির একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছিল। কিন্তু গতকাল অর্থাৎ ২৩ নভেম্বর বিয়ে হ‌ওয়ার কথা থাকলেও তারকা ব্যাটসম্যানের বাবা অসুস্থ হয়ে যাওয়ার কারণে বিয়ে স্থগিত হয়ে যায়। এবার হবু বর পলাশ মুচ্ছলের হাসপাতালে ভর্তি হ‌ওয়ার খবর সামনে এসেছে।

Read More: ঘোর আনন্দে নেমে এলো কালো মেঘ, হৃদরোগে আক্রান্ত স্মৃতি মান্ধানার বাবা !!

হাসপাতালে ভর্তি হলেন পলাশ-

স্মৃতি মান্ধানার বাবার পর অসুস্থ হবু বর পলাশ মুচ্ছল, ভর্তি করা হল হাসপাতালে !! 2
Smriti Mandhana and Palash Muchhal | Image: Twitter

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আগে থেকেই জানা গিয়েছিল স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছল একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছেন। ফলে তাদের বিবাহ নিয়ে ভক্তদের মধ্যে স্বাভাবিকভাবেই আগ্রহ তৈরি হয়। সাঙ্গলির সামডোলে মান্ধানা ফার্ম হাউসে জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান ঘিরে রীতিমতো চর্চা শুরু হয়েছিল। কিন্তু গতকাল বিয়ের আগে স্মৃতি মান্ধানার বাবা শ্রীনিবাস মান্ধানা (Shrinivas Mandhana) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।

এরপরই বিয়ের অনুষ্ঠানের স্থগিত হয়ে যায়। এবার পলাশ মুচ্ছলের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। আরও এক বিপর্যয়ে পরিবার রীতিমতো চিন্তার মধ্যে পড়ে যায়। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী ভাইরাল ইনফেকশন এবং অ্যাসিডিটির কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই জনপ্রিয় সুরকারকে। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর তাকে ছেড়ে দেওয়া হয়। তিনি অনেকটাই সুস্থ হয়ে হোটেলে ফিরে যান।

হাসপাতালে রয়েছেন স্মৃতির বাবা-

স্মৃতি মান্ধানার বাবার পর অসুস্থ হবু বর পলাশ মুচ্ছল, ভর্তি করা হল হাসপাতালে !! 3
Smriti Mandhana with her father | Image: Twitter

স্মৃতি মান্ধানার ম্যানেজার তুহিন মিশ্র সংবাদমাধ্যমে গতকাল বিষয়টি নিশ্চিত করেন যে এই তারকা ক্রিকেটারের বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় বিবাহ অনুষ্ঠান স্থগিত হয়ে গেছে। তিনি জানিয়েছিলেন দুপুরে খেতে বসার সময় অসুস্থ অনুভব করছিলেন শ্রীনিবাস মান্ধানা। ফলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সূত্র অনুযায়ী বর্তমানে অনেকটাই সুস্থ রয়েছেন তিনি। কিন্তু সোমবার পর্যন্ত হাসপাতালেই পর্যবেক্ষণে রাখা হবে।

এই বিষয়ে পরিবারের চিকিৎসক ডা. নমন শাহ জানান, “রবিবার দুপুর দেড়টার সময় শ্রীনিবাসের বুকের বাঁদিকে ব্যথা হয়। একে চিকিৎসার পরিভাষায় আমরা ‘এনজাইনা’ বলি। অসুস্থ হওয়ার পর তার ছেলে ফোন করেছিলেন। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স পাঠিয়ে হাসপাতালে নিয়ে আসা হয়। ইসিজি এবং অন্যান্য রিপোর্ট ইতিমধ্যেই দেখা হয়েছে। তাতে দেখা গেছে কার্ডিয়াক এনজাইমগুলি বৃদ্ধি পেয়েছে। এছাড়াও রক্তচাপ বেড়েছে। আমরা পর্যবেক্ষণের মধ্যে রেখেছি।”

Read Also: “তোমার কাজ ভক্তদের দূরে রাখা..”, নিরাপত্তারক্ষীর ওপর মেজাজ হারিয়ে সমালোচনায় শ্রেয়স আইয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *