বিয়ে প্রতিটি মেয়ের জীবনে একটি গুরুত্বপূর্ণ পর্যায়। স্মৃতি মান্ধানাও (Smriti Mandhana) তার বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে নিজেকে প্রস্তুত করছিলেন। ভারতের বিশ্বকাপ জয়ী মহিলা ক্রিকেট দলের অন্যতম তারকা প্রেমিক পলাশ মুচ্ছলের (Palash Muchhal) সঙ্গে গত ২৩ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছিলেন। কিন্তু এক লহমায় সমস্ত প্রস্তুতি স্থগিত হয়ে যায়। পরিবারে নেমে আসে কালো ছায়া। এই জনপ্রিয় ক্রিকেটারের বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর হবু বরও শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন। এর মধ্যেই এবার স্মৃতি চরম সিদ্ধান্ত বেছে নিলেন।
Read More: “যেন সার্কাস চলেছে..”, ভারতের ব্যাটিং অর্ডারের পরিবর্তন নিয়ে গম্ভীরকে আক্রমণ করলেন রবি শাস্ত্রী !!
অসুস্থ হবু বর ও বাবা-

রবিবার অর্থাৎ বিয়ের দিন দুপুরে খেতে বসে স্মৃতি মান্ধানারা বাবা অসুস্থ হয়ে পড়েন। বাড়িতে কিছুক্ষণ অপেক্ষা করার পর পরিস্থিতি আরও খারাপ হওয়ায় সঙ্গে সঙ্গে হাসপাতলে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে জানা যায় যে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এই বিষয়ে পরিবারের চিকিৎসক ডা. নমন শাহ সংবাদমাধ্যমে বলেন, “রবিবার দুপুর দেড়টার সময় শ্রীনিবাসের বুকের বাঁদিকে ব্যথা শুরু হয়। আমরা অ্যাম্বুলেন্স পাঠিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতলে নিয়ে আসি। একে চিকিৎসার পরিভাষায় আমরা ‘এনজাইনা’ বলি।
তার কার্ডিয়াক এনজাইমগুলি বৃদ্ধি পেয়েছে। এছাড়াও রক্তচাপ বেড়েছে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।” এরপরই আবার হবু বর পলাশ মুচ্ছলের অসুস্থতা হওয়ার খবর সামনে আসে। সূত্র অনুযায়ী ভাইরাল ইনফেকশন এবং অ্যাসিডিটির কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউডের জনপ্রিয় এই মিউজিক ডিরেক্টর। তবে তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখার পর ছেড়ে দেওয়া হয়েছে। অনেকটাই সুস্থ আছেন পলাশ।
চরম সিদ্ধান্ত স্মৃতি মান্ধানারা-

বেশ কয়েকদিন ধরে সাঙ্গলির সামডোলে মান্ধানা ফার্ম হাউসের জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান রীতিমতো আলোচনায় ছিল। কিন্তু হঠাৎ করেই পরিবারে বিপর্যয় নেমে আসায় বিয়ের অনুষ্ঠান স্থগিত করে দেওয়া হয়েছে। বাগদান পর্ব থেকে গায়ে হলুদ পর্ব শেষ হয়ে গিয়েছিল। সতীর্থদের সঙ্গে বিয়ের আনন্দে মেতে উঠেছিলেন স্মৃতি (Smriti Mandhana)। সেই ছবি এবং ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন।
কিন্তু একের পর এক বিপর্যয়ের পর সমস্ত ছবি এবং ভিডিও তিনি মুছে দিয়েছেন। একটি ভিডিওতে নাচতে নাচতে এই ক্রিকেট তারকা নিজের আংটি দেখিয়ে বাগদানের কথা জানিয়েছিলেন। সেই ভিডিওটিও ডিলিট করে দেওয়া হয়েছে। তবে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে স্মৃতি মান্ধানাকে আংটি পড়িয়ে বিয়ের জন্য প্রস্তাব দেওয়ার ভিডিওটি মুছে দেননি পলাশ মুচ্ছল (Palash Muchhal)। ফলে কেন ভারতীয় মহিলা তারকা ক্রিকেটার নিজের বিয়ের প্রস্তুতির সমস্ত ভিডিও ডিলিট করেছেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এখনও কোনো অফিশিয়ালি বিবৃতি জানা যায়নি।