তারকা ক্রিকেটারদের সঙ্গে বলিউডের ঘনিষ্ঠ সম্পর্ক মাঝেমধ্যেই দেখতে পাওয়া যায়। বিরাট কোহলির (Virat Kohli) মতো অভিজ্ঞ ব্যাটসম্যান নায়িকা অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) বিবাহ করেছেন। নতুন প্রজন্মের কাছে রীতিমতো দৃষ্টান্ত তৈরি করেছে তাদের দাম্পত্য জীবন। সম্প্রতি স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) এবং বলিউডের জনপ্রিয় মিউজিক ডিরেক্টর পলাশ মুচ্ছলের (Palash Muchhal) সঙ্গে বিয়ে নিয়েও ক্রিকেট ভক্তদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছিল। কিন্তু বিয়ের দিন এই বিশ্বকাপজয়ী তারকার বাবা অসুস্থ হয়ে যাওয়ায় বিবাহের অনুষ্ঠান স্থগিত হয়ে যায়। এর মধ্যেই সামনে আসে অন্য মেয়ের সঙ্গে পলাশের একাধিক বিতর্কিত স্ক্রিনশট। তবে সমস্ত বিতর্কের অবসান আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই জুটি।
Read More: BCCI’এর নির্দেশকে বুড়ো আঙুল বিরাট কোহলির, খেলবেন না বিজয় হাজারে ট্রফি !!
স্থগিত হয়ে যায় বিয়ে-

গত ২৩ নভেম্বর স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছলের বিয়ে হওয়ার কথা ছিল। এই তারকা জুটির বিয়ে নিয়ে সেজে উঠেছিল সাংলির মান্ধানা ফার্ম হাউস। কিন্তু বিয়ের দিন অসুস্থ হয়ে পড়েন তারকা ক্রিকেটারের বাবা। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতলে ভর্তি করা হয়। তার শরীরে হৃদরোগের উপসর্গ থাকায় চিন্তার মধ্যে পড়ে গিয়েছিল পরিবার। এরপরই স্মৃতি বিয়ে স্থগিত করে দেন। তবে ঘটনার নতুন মোড় নেয় যখন পলাশ মুচ্ছালের কিছু বিতর্কিত কথোপকথনের স্ক্রিনশট সামনে আসে।
ভাইরাল হওয়া কথোপকথন থেকে দেখা যায় বলিউডের এই জনপ্রিয় মিউজিক ডিরেক্টর ভিন্ন একটি মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন। উল্লেখ্য নির্ধারিত বিয়ের পরের দিন পলাশও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ফলে একাধিক জল্পনা সোশ্যাল মিডিয়ায় উঠে আসে। এমনকি এক জনপ্রিয় কোরিওগ্রাফারের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় হবু বর’কে দেখা গিয়েছিল বলে খবর জানা যায়।
মেনে নিয়ে বিবাহ করছেন স্মৃতি-

সংবাদমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার বিতর্কের ঝড় উঠলেও স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) এবং পলাশ মুচ্ছলের (Palash Muchhal) পক্ষ থেকে অফিশিয়ালি কোনো বার্তা সামনে আসেনি। তবে বিশ্বকাপ জয়ী তারকা নিজের সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত বিয়ের ছবি এবং ভিডিও ডিলিট করে দিয়েছিলেন। এই কারণে মনে করা হচ্ছিল সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছেন তিনি। তবে সমস্ত সম্ভাবনা উড়িয়ে বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালকের সঙ্গে বিয়ে করতে চলেছেন স্মৃতি।
সূত্র অনুযায়ী ৭ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়বেন তারা। তবে এই অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণভাবে না হয়ে সকলের আড়ালে হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে পলাশ মুচ্ছলের মা’ও নিশ্চিত করেছেন। তিনি এই তারকা বউমাকে স্বাগত জানানোর প্রস্তুত বলেও জানান। প্রসঙ্গত এই টালমাটাল পরিস্থিতির মধ্যে স্মৃতির পাশে রয়েছেন সতীর্থ জেমিমা রড্রিগেজ (Jemimah Rodrigues)। তিনি মহিলা বিগ ব্যাশ লিগ মাঝপথেই ছেড়ে ভারতে ফিরে এসেছেন। তার এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন ক্রিকেট ভক্তরা।