ভারতীয় মহিলা ক্রিকেট দল বর্তমানে বিশ্ব ক্রিকেটে রীতিমতো রাজস্ব করছে। হরমনপ্রীত কৌরদের (Harmanpreet Kaur) নেতৃত্বে তারা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। এই বছর ঘরের মাঠে প্রথমবারের মতো বিশ্বকাপ (Women ODI WC 2025) জয় করে দৃষ্টান্ত তৈরি করে মহিলা ব্লু ব্রিগেড। টুর্নামেন্টে ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। তার বিধ্বংসী ব্যাটিং’এ চাপের মুখে পড়ে গিয়েছিল বিপক্ষ দলগুলি। সহ অধিনায়ক হিসেবে তাকে দায়িত্ব পালন করতেও দেখা গিয়েছিল। এর মধ্যেই বিশ্বকাপ জয়ের পর স্মৃতি মান্ধানা হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) সঙ্গে কথা বলা বন্ধ করে দেবেন বলে হুমকি দিয়েছিলেন বলে খবর সামনে এল।
Read More: CSK’তে এন্ট্রি নিয়ে গুরুদায়িত্ব পেলেন সঞ্জু স্যামসন, ধোনি ছাড়লেন নিজের চেয়ার !!
ভারতীয় মহিলাদের বিশ্বকাপ জয়-

এই বছর ভারত এবং শ্রীলঙ্কায় মহিলা বিশ্বকাপের ১৩ তম আসর অনুষ্ঠিত হয়েছিল। ব্লু ব্রিগেডরা লিগ পর্বে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে যাত্রা শুরু করে। তারপর দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে হারের সম্মুখীন হয়ে কিছুটা ধাক্কা খায়। ৭ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে শেষ পর্যন্ত সেমিফাইনালে প্রবেশ করে হরমনপ্রীত কৌররা। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল শক্তিশালী অস্ট্রেলিয়া।
জেমিমা রড্রিগেজের (Jemimah Rodrigues) অপরাজিত ১২৭ রানে ৫ উইকেটে দুরন্ত জয় ছিনিয়ে নেয় ব্লু ব্রিগেডরা। এরপর ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় স্মৃতি মান্ধানার দল। ম্যাচে শেফালি বর্মা (Shafali Verma) ব্যাটে এবং বলে দুই বিভাগেই প্রভাব ফেলেছিলেন। দিপ্তী শর্মাও (Deepti Sharma) দুরন্ত অর্ধশতরান হাঁকান। দ্বিতীয় ইনিংসে বল হাতেও জ্বলে উঠেছিলেন তিনি। সংগ্রহ করেন ৫ টি উইকেট। এর ফলে প্রোটিয়াদের ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় হরমনপ্রীতরা।
হরমনপ্রীত ও স্মৃতির অজানা গল্প-

সম্প্রতি ভারতীয় মহিলা বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা কপিল শর্মার ( kapil Sharma) একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে স্মৃতি মান্ধানাকে উপস্থিত থাকতে দেখা যায়নি। বিয়ে বাতিল হয়ে যাওয়ার পর নিজেকে কিছুটা গুটিয়ে রাখতে চাইছেন বলেই নেটিজেনরা মনে করছেন। এই টক শো’তে জেমিমা রড্রিগেজ এক অজানা গল্প তুলে ধরলেন।বিশ্বকাপ জয়ের পর নাকি স্মৃতি অধিনায়ককে রীতিমতো হুমকি দিয়েছিলেন।
জেমিমা রড্রিগেজ বলেন, “হ্যারি দি আমাদের কথা এমনিতেই শোনেন না। ট্রফি তোলার সময় ভাংড়া নামবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন। এরপর স্মৃতি পরিস্থিতির হাল ধরার চেষ্টা করেন। তিনি বলেছিলেন ‘তুমি যদি ট্রফি তোলার সময় না ভাংড়া নাচো তাহলে আমি কোনোদিন তোমার সঙ্গে কথা বলব না। শেষে হরমনপ্রীতরা ভাংড়া নেচেই ট্রফি তোলেন।” এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়।