Ind vs nz

IND vs NZ: পুণেতে চলছে ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ) টেস্ট ম্যাচ। দিনকয়েক আগে চিন্নাস্বামী স্টেডিয়ামে কিউইদের কাছে লাল বলের ফর্ম্যাটে হেরে মুখ থুবড়ে পড়েছেন রোহিত-বিরাট’রা। সেই ক্ষতে প্রলেপ দিতে সিরিজের দ্বিতীয় টেস্টে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে ‘মেন ইন ব্লু।’ অন্যদিকে সদ্য টি-২০ বিশ্বকাপজয়ী (T20 World Cup) নিউজিল্যান্ড মহিলা দলের বিরুদ্ধে আজ সম্মুখসমরে উইমেন ইন ব্লু’ও। দুবাইতে সোফি ডিভাইন (Sophie Devine), এমেলিয়া কেরদের (Amelia Kerr) বিপক্ষে হেরেই গ্রুপ পর্বের লড়াইতে অনেকখানি পিছিয়ে গিয়েছিলেন ভারতের মেয়েরা। আজ দেশের মাটিতে তাদের বিরুদ্ধেই বদলার লড়াইতে নেমেছে দল। বিদ্যালয়ের পরীক্ষা থাকায় এই সিরিজে টিম ইন্ডিয়া (Team India) পাচ্ছে না উইকেটরক্ষক রিচা ঘোষ’কে (Richa Ghosh)। একই সাথে প্রথম ম্যাচে নেই অধিনায়িকা হরমনপ্রীত’ও (Harmanpreet Kaur)।

Read More: IND vs NZ 2nd Test: “ধনীতম বোর্ডের কি দূরবস্থা…” পুণের মাঠে জলকষ্টের শিকার দর্শকেরা, BCCI-কে তীব্র আক্রমণ নেটজনতার !!

ভারতের দায়িত্বে স্মৃতি মন্ধানা-

Smriti Mandhana and Harmanpreet Kaur | Image: Getty Images
Smriti Mandhana and Harmanpreet Kaur | Image: Getty Images

টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ ভারতের মহিলা দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচে একটা সময় জয়ের আশা জাগিয়েও শেষমেশ ৯ রানে হারে তারা। বারবার চাপের মুখে কেন ভেঙে পড়ছে ‘উইমেন ইন ব্লু?’ প্রশ্নের উত্তর খুঁজতে বসে খেলোয়াড়দের মানসিকতার দিকেই আঙুল তুলেছিলেন অনেক বিশেষজ্ঞ। প্রাক্তন অধিনায়িকা মিথালী রাজ (Mithali Raj) দুবাই থেকেই টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি দীর্ঘ সাক্ষাৎকারে দাবী তুলেছিলেন নেতৃত্বে বদল আনার। হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) অধীনে দল সামনের দিকে এগোয় নি বলে ইঙ্গিত করেছিলেন তিনি। দায়িত্বে চেয়েছিলেন জেমিমা রড্রিগসের (Jemimah Rodrigues) মত নবীন কাউকে। মিথালী পরামর্শ অবশ্য মানেন নি জাতীয় নির্বাচকেরা। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে (IND vs NZ) ‘ক্যাপ্টেন’ হিসেবে ঘোষণা করা হয়েছিলো হরমনপ্রীতের নাম’ই।

বিশ্বকাপ ব্যর্থতার পর পদ বাঁচাতে সক্ষম হয়েছেন হরমনপ্রীত (Harmanpreet Kaur)। তবুও কিউইদের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নেতৃত্ব দেওয়া হলো না তাঁর। হাল্কা চোট থাকায় মাঠেই নামতে পারেন নি তিনি। টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ঘাড়ে চোট পেয়েছিলেন। সেই নিয়েই টুর্নামেন্টে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন। অজিদের বিরুদ্ধে হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) মরিয়া লড়াই চালান ব্যাট হাতে। করেন অর্ধশতক’ও। যদিও ম্যাচ বাঁচাতে পারেন নি। ফিট হয়ে ওঠার লক্ষ্যে নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বদলে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ ভারতীয় দলের দায়িত্ব সামলাচ্ছেন স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছেন টিম ইন্ডিয়ার কার্যনির্বাহী অধিনায়িকা।

নড়বড়ে দশা ভারতীয় ব্যাটিং-এর-

Shafali Verma | IND vs NZ | Image: Getty Images
Shafali Verma | IND vs NZ | Image: Getty Images

ঘরের মাঠেও কিউইদের বিরুদ্ধে (IND vs NZ) ব্যাট হাতে সুবিধাজনক জায়গায় নেই ভারতীয় শিবির। টি-২০ বিশ্বকাপের পরে ওডিআই সিরিজেও অফ ফর্ম অব্যাহত স্মৃতি’র (Smriti Mandhana)। বাম হাতি ওপেনার আজ আউট হয়েছেন ৭ বলে মাত্র ৫ রান করে। জেস কেরের বলে জর্জিয়া প্লিমারের হাতে ক্যাচ তুলে দেন তিনি। দ্বিতীয় ওপেনার শেফালী ভার্মা (Shafali Verma) শুরুটা ভালো করেছিলেন। কিন্তু সপ্তম ওভারের তৃতীয় বলে উইকেট হারান তিনিও। ২২ বলে ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে করেন ৩৩ রান। উইকেটরক্ষকের ইয়াস্তিকা ভাটিয়া’ও (Yastika Bhatia) দীর্ঘায়িত করতে পারেন নি ইনিংস। ৪৩ বলে ৩৭ করে এমেলিয়া কেরের শিকার হয়েছেন। দয়ালন হেমলতাকে ৩ রানের মাথায় ফিরিয়েছেন কিউইদের বিশ্বজয়ের নায়িকা এডেন কারসন। প্রতিবেদন লেখার সময় অবধি ভারতের স্কোর ৪ উইকেটের বিনিময়ে ১০৬। ক্রিজে জেমিমা রড্রিগস ও তেজল হাসাবনিশ।

Also Read: IND vs NZ 2nd Test: ভারতের ঝুলিতে মাত্র ২ উইকেট, দিনের প্রথম সেশনে নিউজিল্যান্ড স্কোরবোর্ডে ৯২ রান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *