বিয়ের পিঁড়িতে বসছেন 'জাতীয় ক্রাশ' স্মৃতি মান্ধানা, হবু বরের পরিচয় জানলে চমকে যাবেন আপনিও !! 1

এই বছর মহিলাদের বিশ্বকাপের (Women’s ODI WC 2025) সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতীয় (India W vs Australia W) মহিলা ক্রিকেট দল নতুন ইতিহাস রচনা করেছে। আগামীকাল ফাইনালে তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে। এর মধ্যেই সেমিফাইনালে জেমিমা রড্রিগেজের (Jemimah Rodrigues) দুরন্ত শতরান বর্তমানে ক্রিকেট মহলে চর্চায় রয়েছে। তবে টুর্নামেন্ট জুড়ে স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) ব্যাটিং দলকে সবচেয়ে বেশি আত্মবিশ্বাস জুগিয়েছে। ফাইনালেও তিনি দলের হয়ে জ্বলে উঠবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তবে এর মধ্যেই স্মৃতি মান্ধানার বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই তারকা ক্রিকেটার।

Read More: “ভারতকে শাস্তি দিতে বারণ করা হয়েছিল..”, ম্যাচ রেফারির বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য ক্রিকেট মহলে !!

দুরন্ত ফর্মে স্মৃতি মান্ধানা-

বিয়ের পিঁড়িতে বসছেন 'জাতীয় ক্রাশ' স্মৃতি মান্ধানা, হবু বরের পরিচয় জানলে চমকে যাবেন আপনিও !! 2
Smriti Mandhana | Image: Twitter

স্মৃতি মান্ধানা ভারত তথা বিশ্বের অন্যতম সফল ব্যাটসম্যান। তিনি দুবার আইসিসি ওম্যান ক্রিকেটার অফ দ্যা ইয়ার্স হয়েছেন। তিনি একমাত্র ভারতীয় ব্যাটার যিনি মহিলাদের দিন-রাতের টেস্টে এবং অস্ট্রেলিয়া মাটিতে টেস্টে শতরান করেছেন। চলতি মহিলাদের বিশ্বকাপেও এই বাঁহাতি তারকাকে ব্যাট হাতে জ্বলে উঠতে দেখা গেছে। তিনি ইতিমধ্যেই এই টুর্নামেন্টে দুটি অর্ধ শতরানের সঙ্গে একটি সেঞ্চুরি করেছেন।

৮ ম্যাচে ৩৮৯ রান সংগ্রহ করে বর্তমানে স্মৃতি চলতি মহিলাদের বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। উল্লেখ্য তিনি এখনও পর্যন্ত দেশের হয়ে ১১৬ টি ওডিআই ম্যাচে ৫২৭৭ রান সংগ্রহ করেছেন। এছাড়াও ১৫৩ টি টি-টোয়েন্টিতে তার ৩৯৮২ রান রয়েছে। এইরকম তারকা ব্যাটার নভেম্বরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলে খবর সামনে এসেছে। তার প্রেমের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল। সেই প্রেম এবার বিবাহের মাধ্যমে পূর্ণতা পেতে চলেছে।

জানেন কে স্মৃতি মান্ধানার হবু বর?

বিয়ের পিঁড়িতে বসছেন 'জাতীয় ক্রাশ' স্মৃতি মান্ধানা, হবু বরের পরিচয় জানলে চমকে যাবেন আপনিও !! 3
Smriti Mandhana and Palash Muchhal | Image: Twitter

২০২০ সাল থেকে স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) সঙ্গে বলিউডের অন্যতম পরিচিত মুখ পলাশ মুচ্ছলের (Palash Muchhal) প্রেমের সম্পর্ক শুরু হয়। তবে প্রথম দিকে এই সম্পর্ক গোপন ছিল। ২০২৪ সালে ২২ মে পলাশের জন্মদিনে তার সঙ্গে ছবি পোস্ট করেছিলেন ভারতীয় এই তারকা মহিলা ক্রিকেটার। এছাড়াও ২০২৪ ওম্যান প্রিমিয়ার লিগে (WPL) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) চ্যাম্পিয়ন হ‌ওয়ার পর মাঠের মধ্যে এই জুটিকে ট্রফি নিয়ে উদযাপন করতে দেখা যায়।

পলাশ মুচ্ছল হলেন জনপ্রিয় সংগীতশিল্পী পলক মুচ্ছলের (Palak Muchhal) ভাই। তিনি বলিউডে সংগীত পরিচালক, কম্পোজার হিসেবে নিজের পরিচয় তৈরি করেছেন। সম্প্রতি তিনি সিনেমা তৈরীর কাজে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। ফলে পলাশ একজন সিনেমা পরিচালক‌ও। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে তিনি সাংবাদিকদের বলেছেন স্মৃতি মান্ধানা খুব তাড়াতাড়ি ইন্দোরের পুত্রবধূ হতে চলেছেন। ফলে মনে করা হচ্ছে বিশ্বকাপের পরেই এই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হবে।

Read Also: শ্রেয়স আইয়ারকে নিয়ে বড় আপডেট সামনে এলো, চিন্তায় ভারতীয় শিবির !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *