IPL 2025: তারকা ক্রিকেটারদের বর্তমানে সারা বছরই বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হয়। ফলে তাদের চোট পাওয়ায় বিষয়টি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) তারকা ব্যাটসম্যান রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad) চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Hyderabad) বিদেশি তারকা অ্যাডম জাম্পাও (Adam Zampa) চোটের কারণে চলতি আইপিএলের মধ্যেই দল ছাড়লেন। এবার তার বদলে তরুণ বিস্ফোরক ব্যাটসম্যানকে দলে নিলো হায়দ্রাবাদ।
হায়দ্রাবাদে যোগ দিলেন বিস্ফোরক ব্যাটসম্যান-

অ্যাডম জাম্পার (Adam Zampa) বদলে সানরাইজার্স হায়দ্রাবাদ ভারতীয় তরুণ ব্যাটসম্যান স্মরণ রবিচন্দ্রনকে (Smaran Ravichandran) দলে নিয়েছে। ৩০ লক্ষ টাকার বিনিময়ে ২১ বছর বয়সী এই ক্রিকেটার অরেঞ্জ আর্মিতে যোগ দিয়েছেন। স্মরণ সিকে নাইডু ট্রফি সহ মহারাজা টি-টোয়েন্টি টুর্নামেন্টে বিধ্বংসী ব্যাটিং করে নজর কেড়েছিলেন। এখনও পর্যন্ত এই তরুণ বাঁ হাতি ব্যাটসম্যান কর্নাটকের হয়ে ৭ টি প্রথম শ্রেণীর ম্যাচে অংশগ্রহণ করেছেন। ১০ টি লিস্ট ‘এ’ ম্যাচ সহ ৬ টি টি-টোয়েন্টি ম্যাচে অংশগ্রহণ করে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তিনি। সব মিলিয়ে ১১০০ ওপর রান সংগ্রহ করে মুগ্ধ করেছেন এই ক্রিকেটার। টি-টোয়েন্টিতে ১৫০ ওপর ট্রাইক রেটে ব্যাটিং করে থাকেন স্মরণ (Smaran Ravichandran)। উল্লেখ্য ব্যাটিংয়ের সঙ্গে সঙ্গে অফ স্পিনও করে থাকেন এই তরুণ হায়দ্রাবাদ সদস্য।
Read More: “রোহিত শর্মাকে ক্যাপ্টেন করুন….”, নিতা আম্বানির কাছে কাতর আবেদন MI ভক্তের, ভিডিও ভাইরাল !!
চলতি আইপিএলে হতাশ করেছে হায়দ্রাবাদ-

গত বছর প্যাট কামিন্সের নেতৃত্বে আইপিএলের ফাইনালে জায়গা করে নিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। কিন্তু চলতি টুর্নামেন্টে ৬ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে হারের সম্মুখীন হয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে প্যাট কামিন্সের (Pat Cummins) দল। এই বছর আইপিএলের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের (RR) বিপক্ষে ৪৪ রানে জয় তুলে নিয়েছিল হায়দ্রাবাদ। তারপর ধারাবাহিকভাবে লখনউ সুপার জায়ান্টস (LSG), দিল্লি ক্যাপিটালস (DC), কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং গুজরাট টাইটান্সের (GT) বিপক্ষে পরাজিত হয়ে সমালোচনার মুখে পড়েছিলেন প্যাট কামিন্স। তবে শেষ ম্যাচে অভিষেক শর্মার দুরন্ত শতরানে ভর করে ঘুরে দাঁড়িয়েছে দলটি। পাঞ্জাব কিংসের বিপক্ষে ২৪৬ রান তাড়া করে দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় সানরাইজার্স বাহিনী। পরবর্তী ম্যাচে হায়দ্রাবাদ ১৭ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে।