চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) আয়োজন নিয়ে জট কাটে নি এখনও। আইসিসি ইভেন্ট ক্যালেন্ডার অনুযায়ী টুর্নামেন্ট আয়োজন করার কথা পাকিস্তানের। সেইমত প্রস্তুতিও শুরু করে দিয়েছে পিসিবি। ১২৬০ কোটি টাকা খরচ করে মানোন্নয়ন করা হচ্ছে পরিকাঠামোর। কিন্তু বেঁকে বসেছে টিম ইন্ডিয়া (Team India)। গত বছর এশিয়া কাপ খেলতে পাকিস্তান যায় নি তারা। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) জন্যও পড়শি দেশে দল পাঠাতে রাজী নয় বিসিসিআই। হাইব্রিড মডেল চেয়ে আইসিসি’র কাছে তদ্বির করেছেন জয় শাহ, রজার বিনি’রা। এশিয়া কাপের সময় শ্রীলঙ্কার সাথে আয়োজনের দায়িত্ব ভাগ করে নিয়েছিলো পাকিস্তান। কিন্তু এবার পিছু হটতে রাজী নয় তারা। এই কূটনৈতিক দড়ি-টানাটানির মাঝে পাকিস্তানের বর্তমান পরিস্থিতি কিন্তু ব্যাকফুটে ঠেলেছে তাদেরই। অশান্তির কারণে সিরিজের মাঝপথে দেশে ফিরছে শ্রীলঙ্কা-এ।
Read More: IPL 2025: মেগা নিলামে দল পেয়েই হুল্লোড় অর্জুন তেন্ডুলকরের, বিরিয়ানি ট্রিট দিলেন ‘আনসোল্ড’ পৃথ্বী শ’কে !!
পাকিস্তান থেকে দেশে ফিরছে শ্রীলঙ্কা-
পাকিস্তান শাহীনস দলের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে গিয়েছিলো শ্রীলঙ্কা-এ শিবির (PAK Shaheens vs SL A)। ইসলামাবাদের মাঠে প্রথম ম্যাচে ১০৮ রানে জেতে পাক যুব দল। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ দুটি আয়োজিত হওয়ার কথা ছিলো যথাক্রমে বুধবার ও শুক্রবার। কিন্তু সফরের মাঝপথেই দেশে ফিরতে হচ্ছে দ্বীপরাষ্ট্রের ক্রিকেটারদের। রাজনৈতিক অস্থিরতার কারণে ক্রিকেটারদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এই সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট সংস্থা। ২০০৯ সালে পাকিস্তানের মাটিতেই সন্ত্রাসবাদের কবলে পড়েছিলো শ্রীলঙ্কা সিনিয়র ক্রিকেট দল। গুলিবিদ্ধ হতে হয়েছিলো বেশ কয়েকজন খেলোয়াড়কে। সেই ঘটনার দেড় দশক পরেও তাই আর কোনো ঝুঁকি নেওয়ার পথে হাঁটে নি লঙ্কান বোর্ড।
প্রাক্তন পাক অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খান এই মুহূর্তে জেলবন্দী। তাঁর রাজনৈতিক দল তেহরিক-এ-ইনসাফের সদস্যরা আগামী রবিবার রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে একটি প্রতিবাদ মিছিলের ডাক দেওয়ার পর থেকেই পাকিস্তানের অভ্যন্তরে নানা জায়গায় জ্বলে উঠেছে অশান্তির আগুন। পুলিশ প্রশাসনের সাথে তেহরিক-এ-ইনসাফের সমর্থকদের সংঘর্ষের খবর মিলেছে। এমতাবস্থায় স্থগিত হয়ে পড়া পাকিস্তান শাহীনস বনাম শ্রীলঙ্কা-এ সিরিজের ভবিষ্যত কি হবে তা পরে জানানো হবে বলে ঘোষণা করা হয়েছে। পিসিবি’র বর্তমান চেয়ারম্যান মহসীন নকভি পাক সরকারের আভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রীও। তিনি জানিয়েছেন যে অশান্তি রোধের জন্য ইতিমধ্যেই সেনার সাহায্য নেওয়া হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আগে এই ঘটনা যে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার জন্য ভালো বিজ্ঞাপন নয় তা বলাই বাহুল্য।
অশান্তিতে উত্তাল পাকিস্তান, দেখুন ভিডিও-
SRI LANKA SUSPENDS PAKISTAN TOUR
Sri Lanka A vs Pakistan A, initially scheduled in Rawalpindi, got shifted to Islamabad and now completely suspended due to security reasons.
ICC must take notice and shift the entire Champions Trophy out of Pakistan for everyone’s safety. pic.twitter.com/uAdrQuirJE
— Johns (@JohnyBravo183) November 26, 2024
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বৈঠকে আইসিসি-
চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) নিয়ে জটিলতা কাটাতে আগামী ২৯ নভেম্বর এক ভার্চুয়াল বৈঠকের আয়োজন করতে চলেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি। সংবাদসংস্থা ক্রিকবাজ সূত্রে জানা গিয়েছে যে ভারতের হাইব্রিড মডেলের দাবীতেই হয়ত সিলমোহর দিতে চলেছে তারা। পাকিস্তান ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে যে কোনো ম্যাচ দেশের বাইরে হোক তা তারা চায় না। কিন্তু টূর্নামেন্টের স্বার্থে ভারতের দাবীর পক্ষেই ঝুঁকে আইসিসি’র বোর্ড অফ ডিরেক্টরসরা। সান্ত্বনা পুরষ্কার হিসেবে হয়ত পিসিবি একটি সেমিফাইনাল দেশে আয়োজনের সুযোগ পেতে চলেছে। যদি ভারত ফাইনালে না ওঠে তাহলে খেতাবী যুদ্ধটিও আয়োজনের দায়িত্ব দেওয়া হতে পারে তাদের। টিম ইন্ডিয়ার (Team India) ম্যাচগুলি কোথায় হবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয় নি। তবে সংযুক্ত আরব আমিরশাহী ও দক্ষিণ আফ্রিকার নাম রয়েছে ভাবনায়।