শাহীন আফ্রিদির পার্টিতে খাবার খেয়ে অসুস্থ শ্রীলঙ্কান অধিনায়ক সহ একজন, রাতারাতি ফিরলেন দেশে !! 1

এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) পাকিস্তান ক্রিকেট দল ফাইনালে ভারতের (India vs Pakistan Match) মুখোমুখি হয়েছিল। তবে তারা ট্রফি জয় করে দৃষ্টান্ত তৈরি করতে পারিনি। এই টুর্নামেন্টে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) পাক বাহিনীদের ৩ টি ম্যাচে পরাজিত করে নিজেদের দাপট বজায় রাখে। তবে ঘরের মাঠে সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে বাবর আজমরা (Babar Azam) ওডিআই সিরিজ (Srilanka vs Pakistan Series) জয় করে দুরন্ত ফর্মে রয়েছে। এরপর লঙ্কা বাহিনী এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামতে চলেছে পাকিস্তান। তবে এই সিরিজের আগেই এবার শাহীন আফ্রিদির (Shaheen Afridi) পার্টিতে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন দুই শ্রীলঙ্কান তারকা।

Read More: “শামিকে দলে নাও..”, SA’এর বিপক্ষে হারের পর গম্ভীরকে পরামর্শ দিলেন সৌরভ গাঙ্গুলী !!

অসুস্থ হয়ে দেশে ফিরছেন দুই তারকা-

শাহীন আফ্রিদির পার্টিতে খাবার খেয়ে অসুস্থ শ্রীলঙ্কান অধিনায়ক সহ একজন, রাতারাতি ফিরলেন দেশে !! 2
Charith Asalanka | Image: Getty Images

পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের ওডিআই সিরিজে ঘুরে দাঁড়াতে পারিনি শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসের (Kusal Mendis) নেতৃত্বে তিন ম্যাচে লজ্জাজনক হারের সম্মুখীন হয় তারা। এরপর লঙ্কা বাহিনীদের জিম্বাবুয়ে এবং পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার কথা আছে। কিন্তু এর মধ্যেই অধিনায়ক চরিথ আসালঙ্কা (Charith Asalanka) এবং ফাস্ট বোলার আসিথ ফার্নান্দোর (Asitha Fernando) অসুস্থতার খবর সামনে এসেছে। সূত্র অনুযায়ী তারা নাকি পাকিস্তানের ওডিআই অধিনায়ক শাহীন আফ্রিদির বাড়িতে পার্টিতে অংশগ্রহণ করেছিলেন। সেই পার্টির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

এই অনুষ্ঠানে খাওয়া দাওয়ার পর‌ই অসুস্থ হয়ে যান বলে জানা যাচ্ছে। তারা এতটাই অসুস্থ যে দেশে ফিরে আসছেন। এই বিষয়টি শ্রীলঙ্কা ক্রিকেটের (SLC) পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানান হয়েছে। উল্লেখ করা হয়েছে যে, “অধিনায়ক চরিথ আসালঙ্কা এবং ফাস্ট বোলার আসিথা ফার্নান্দো দুজনের অসুস্থতার কারণে দেশে ফিরে আসবেন। তারা আসন্ন ত্রিদেশীয় সিরিজ খেলবেন না। আসালঙ্কার অনুপস্থিতিতে ত্রিদেশীয় সিরিজে দাসুন শানাকা (Dasun Shanaka) নেতৃত্ব দেবেন।”

দেখুন সেই ভিডিওটি-

ছিল বোমা হামলার আতঙ্ক-

Asia cup 2025
Srilanka Cricket Team | Image: Getty Images

গত মঙ্গলবার ইসলামাবাদের একটি আদালতের বাইরে দুপুরের সময় ভয়াবহ গাড়ি বিস্ফোরণের খবর সামনে এসেছিল। এই ঘটনায় অন্তত ১২ জন মানুষের মৃত্যু হয়। বোমা হামলার ঘটনার স্থান থেকে কিছুটা দূরেই রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে পাকিস্তান বনাম শ্রীলঙ্কার ওডিআই সিরিজ অনুষ্ঠিত হচ্ছিল। ফলে আতঙ্কিত হয়ে পড়েন লঙ্কা বাহিনী। প্রায় ৮ জন তারকা দেশে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

কিন্তু পিসিবি (PCB) চেয়ারম্যান মহসিন নকভির (Mohsin Naqvi) অনুরোধে শ্রীলঙ্কান ক্রিকেট সিরিজটি চালু রাখার সিদ্ধান্ত নেয়। ক্রিকেটারদের আশ্বস্ত করা হয়। অনুশীলনের সময় নকভি নিজে মাঠে উপস্থিত থেকে দেশে ফিরে না যাওয়ার জন্য ক্রিকেটারদের ধন্যবাদ জানান। এই ওডিআই সিরিজ বাতিল হয়ে গেলে পিসিবি ভূমিকা আন্তর্জাতিক ক্রিকেটে রীতিমতো সমালোচনার মুখে পড়তো। উল্লেখ্য নিরাপত্তা না থাকার কারণেই ভারতীয় দল পাকিস্তানে কোনোরকম দ্বিপাক্ষিক সিরিজ এবং টুর্নামেন্টের জন্য সফর করে না।

Read Also: বাদ শুভমান গিল, SA’এর বিপক্ষে দ্বিতীয় টেস্টে নেতৃত্ব দেবেন বিরাট কোহলির প্রিয় বন্ধু !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *