IPL 2025: ভারত-পাক সীমান্ত সংঘর্ষের কারণে গত বৃহস্পতিবার মাঝপথে বন্ধ করে দিতে হয়েছিলো পাঞ্জাব কিংস বনাম দিল্লী ক্যাপিটালস ম্যাচ। এরপর শুক্রবার আইপিএল’ই (IPL) স্থগিত করা হয় এক সপ্তাহের জন্য। বিরতির পর আগামী ১৭ তারিখ থেকে ফের শুরু হচ্ছে খেলা। কিন্তু দ্বিতীয় দফায় আইপিএল শুরুর আগে মাথায় হাত ফ্র্যাঞ্চাইজিগুলোর। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার অধিকাংশ খেলোয়াড় জানিয়ে দিয়েছেন যে নিরাপত্তাজনিত কারণে ভারতে ফিরতে রাজী নন তাঁরা। সূত্রের খবর, একই পথে হাঁটছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররাও। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ফাফ দু প্লেসিদের না খেলা যে টুর্নামেন্টের জৌলুস কমাবে তা নিয়ে সন্দেহ নেই। গোদের উপর বিষফোঁড়ার মত ফ্র্যাঞ্চাইজিদের সমস্যা বাড়িয়েছে একঝাঁক চোট-আঘাত’ও। ইতিমধ্যেই আইপিএল (IPL) থেকে ছিটকে গিয়েছেন মোট ১৬ জন তারকা ক্রিকেটার।
Read More: টেস্ট দলের নতুন অধিনায়ক বেছে নিলো বোর্ড, দায়িত্বে নয়া সহ-অধিনায়ক’ও !!
টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া তারকারা-
চেন্নাই সুপার কিংস-

এবারের আইপিএলে (IPL) চূড়ান্ত হতাশ করেছে চেন্নাই সুপার কিংস। এখনও অবধি পয়েন্ট তালিকায় সবার নীচে রয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। এই হতাশাজনক পারফর্ম্যান্সের নেপথ্যে বড় ভূমিকা পালন করেছে চোট-আঘাত। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গুয়াহাটিতে ব্যাটিং-এর সময় তুষার দেশপাণ্ডের শর্ট বলে কনুইতে আঘাত পান চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। এরপর স্ক্যান রিপোর্টে হাড়ে চিড় ধরা পড়ে তাঁর। ফলে সরে দাঁড়াতে বাধ্য হন মহারাষ্ট্রের তারকা। বদলি হিসেবে আয়ুষ মাথরে’কে দলে নিয়েছে চেন্নাই। আহত হয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার বংশ বেদীও। তাঁর বদলি হয়েছেন উর্ভিল প্যাটেল। চোট-আঘাতের তালিকায় নাম রয়েছে গুরজনপ্রীত সিং-এরও। দক্ষিণ আফ্রিকার ডিওয়াল্ড ব্রেভিসকে তাঁর বদলে নিয়েছে চেন্নাই।
মুম্বই ইন্ডিয়ান্স-
চোট-আঘাত সমস্যায় ফেলেছে আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সকেও। আফগানিস্তানের তরুণ স্পিনার আল্লাহ্ গজনফর মরসুম শুরুর আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। তাঁর বদলি হিসেবে মুজিব-উর-রহমানকে সই করিয়েছিলেন আম্বানিরা। দক্ষিণ আফ্রিকার পেসার লিজাড উইলিয়ামস’ও ছিটকে গিয়েছেন টুর্নামেন্ট থেকে। তাঁর পরিবর্তে করবিন বশ’কে দলে সামিল করেছে মুম্বই। পিএসএলে সুযোগ পেয়েছিলেন বশ। সেই চুক্তি ভেঙে তিনি যোগ দিয়েছেন আইপিএলে। কেরলের স্পিনার ভিগনেশ পুথুরও মরসুমের মাঝপথে ছিটকে গিয়েছেন পায়ের চোটে। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন রঘু শর্মা। পেস বিভাগের প্রধান অস্ত্র জসপ্রীত বুমরাহ মরসুমের প্রথম দুই সপ্তাহ মাঠেই নামতে পারেন নি। পরে যদিও সুস্থ হয়ে রান-আপে ফিরেছেন তিনি।
দিল্লী ক্যাপিটালস-

টানা দ্বিতীয় বার দিল্লী ক্যাপিটালসের বিশ্বাস ভেঙেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। ২০২৪-এ ব্যক্তিগত কারণ দেখিয়ে শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছিলেন তিনি। তারপরেও ২০২৫-এর মেগা নিলামে ব্রুকের উপর আস্থা রেখেছিলো ফ্র্যাঞ্চাইজি। কিন্তু ফের একবার আইপিএল না খেলারই সিদ্ধান্ত নেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ফোকাস করার জন্য দিল্লী শিবিরে যোগ দেন নি তিনি। শাস্তি হিসেবে দুই মরসুম নিলাম থেকে নির্বাসিতও হয়েছেন ব্রুক। তাঁর বদলি হিসেবে আফগানিস্তানের সিদ্দিকুল্লাহ্ অটল’কে দলে সামিল করেছে দিল্লী।
গুজরাত টাইটান্স-
ফিল্ডিং করার সময় চোট পেয়েছেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। তাঁর বদলে শ্রীলঙ্কার দাসুন শানাকাকে দলে সামিল করেছে গুজরাত টাইটান্স।
সানরাইজার্স হায়দ্রাবাদ-

চোট-আঘাত জোড়া ধাক্কা দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদকেও। ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার ব্রাইডন কার্স মরসুম শুরুর আগেই ছিটকে গিয়েছেন। তাঁর বদলি হিসেবে সুযোগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডার। এছাড়া ছিটকে গিয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পাও। বিদেশী লেগস্পিনারের বদলে ভারতীয় ব্যাটার স্মরণ রবিচন্দ্রণ’কে সই করিয়েছে ফ্র্যাঞ্চাইজি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-
এবারের আইপিএলে বেশ ভালো ফর্মে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্লে-অফের দৌড়ে রয়েছে তারা। তবে চোট-আঘাত ভুগিয়েছে তাদেরও। আহত হয়ে গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন দেবদত্ত পাডিক্কাল। তাঁর বদলে ফেরানো হয়েছে মায়াঙ্ক আগরওয়ালকে। কাঁধের চোটের কারণে টুর্নামেন্টের বাকি অংশে অনিশ্চিত ১০ ম্যাচে ১৮ উইকেট নেওয়া জশ হ্যাজেলউড। হাতে আঘাত লেগেছে অধিনায়ক রজত পাটিদারেরও।
রাজস্থান রয়্যালস-

চলতি আইপিএলে বিশেষ সুবিধা করতে পারে নি রাজস্থান রয়্যালস। একের পর এক ম্যাচ হেরে ইতিমধ্যেই ট্রফির দৌড় থেকে ছিটকে গিয়েছে তাঁরা। চোট-আঘাত’ও বেশ ভুগিয়েছে তাদের। ছিটকে গিয়েছেন বাম হাতি ব্যাটার নীতিশ রাণা। তাঁর বদলে দক্ষিণ আফ্রিকার লুয়ান ডিপ্রিটোরিয়াসকে সই করিয়েছে ফ্র্যাঞ্চাইজি। সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন সন্দীপ শর্মা’ও। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার নান্দ্রে বার্গার।
পাঞ্জাব কিংস-
অস্ট্রেলীয় অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে খুইয়েছে পাঞ্জাব কিংস। তাঁর বদলে তারা দলে সামিল করেছে অস্ট্রেলিয়ারই মিচেল আওয়েন’কে। বিগ ব্যাশ লীগের ফাইনালে দুরন্ত শতরান করার নজির রয়েছে তাঁর। পিএসএল সমাপ্ত হওয়ার পর পাঞ্জাব শিবিরে যোগ দেওয়ার কথা ছিলো তাঁর। এই মুহূর্তে দুই টুর্নামেন্টই স্থগিত। আইপিএল ১৭ তারিখ থেকে ফের শুরু হওয়ার খবর মিলেছে, তবে কোনো তথ্য নেই পিএসএল সম্বন্ধে। এমতাবস্থায় আওয়েন কি করেন সেদিকে নজর থাকবে।
কলকাতা নাইট রাইডার্স-

চোটের কারণে নাইট রাইডার্স জার্সিতে এই মরসুমে মাঠে নামতে পারেন নি ‘জম্মু এক্সপ্রেস’ নামে পরিচিত উমরান মালিক। তাঁর বদলে চেতন সাকারিয়াকে দলে সামিল করেছে ২০২৪-এর চ্যাম্পিয়নরা।
লক্ষ্ণৌ সুপারজায়ান্টস-
চোটের কারণে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস থেকে ছিটকে গিয়েছেন বাম হাতি পেসার মহসীন খান। তাঁর বদলে পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে সই করিয়েছে ফ্র্যাঞ্চাইজি।
ছিটকে যাওয়া খেলোয়াড়দের নামের তালিকা-
নাম | দল | কারণ | বদলি |
ঋতুরাজ গায়কোয়াড় | চেন্নাই | চোট | আয়ুষ মাথরে |
গুরজনপ্রীত সিং | চেন্নাই | চোট | ডিওয়াল্ড ব্রেভিস |
বংশ বেদী | চেন্নাই | চোট | উর্ভিল প্যাটেল |
আল্লাহ্ গজনফর | মুম্বই | চোট | মুজিব-উর-রহমান |
লিজাড উইলিয়ামস | মুম্বই | চোট | করবিন বশ |
ভিগনেশ পুথুর | মুম্বই | চোট | রঘু শর্মা |
হ্যারি ব্রুক | দিল্লী | সরে দাঁড়িয়েছেন | সিদ্দিকুল্লাহ্ অটল |
গ্লেন ফিলিপস | গুজরাত | চোট | দাসুন শানাকা |
ব্রাইডন কার্স | হায়দ্রাবাদ | চোট | উইয়ান মুল্ডার |
অ্যাডাম জাম্পা | হায়দ্রাবাদ | চোট | স্মরণ রবিচন্দ্রণ |
দেবদত্ত পাডিক্কাল | বেঙ্গালুরু | চোট | মায়াঙ্ক আগরওয়াল |
নীতিশ রাণা | রাজস্থান | চোট | লুয়ান ডিপ্রিটোরিয়াস |
সন্দীপ শর্মা | রাজস্থান | চোট | নান্দ্রে বার্গার |
গ্লেন ম্যাক্সওয়েল | পাঞ্জাব | চোট | মিচেল আওয়েন |
উমরান মালিক | কলকাতা | চোট | চেতন সাকারিয়া |
মহসীন খান | লক্ষ্ণৌ | চোট | শার্দুল ঠাকুর |