উসমান গনি
উসমান গনি হলেন আফগানিস্তান দলের সব থেকে কম বয়সী ক্রিকেটার যিনি মাত্র ১৭ বছর ২৪২দিন বয়েসে আফগানিস্তান সিনিয়র দলের হয়ে টেস্টে শতরান করেছেন। বর্তমান বিশ্ব ক্রিকেটে আফগানিস্তান হলো সব থেকে নতুন দল যারা টেস্ট ক্রিকেট খেলার ছাড়পত্র পেয়েছে। উসমান গনি ২০১৪সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলা টেস্ট ম্যাচে ১১৮রান করেছিলেন কিন্তু আফগানিস্তান সেই টেস্ট ম্যাচ হেরে গিয়েছিলো।