"গম্ভীরের দোষ নেই..", প্রধান কোচের পক্ষ নিয়ে অদ্ভুত সাফাই দিলেন ব্যাটিং কোচ !! 1

ভারতীয় দল (India vs South Africa Test Match) আজ থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে। এর আগে প্রথম টেস্টে ইডেন গার্ডেন্সে ব্লু ব্রিগেডরা লজ্জাজনক হারের সম্মুখীন হয়েছিল। ঘরের মাঠে এই পরাজয় অনেক সমর্থক মেনে নিতে পারেনি। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) একাধিক পরিকল্পনা রীতিমতো সমালোচনার মুখে পড়ে। তার নির্দেশে ইডেনের পিচ স্পিনিং করা হয়েছিল। কিন্তু সেই পিচ‌ই ভারতীয় দলের জন্য কাঁটা হয়ে দাঁড়ায়। এই রকম পরিস্থিতিতে প্রধান কোচের পাশে দাঁড়িয়ে এবার সাফাই দেওয়ার চেষ্টা করলেন দলের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক (Sitanshu Kotak)।

Read More: IPL’এর আগেই বদলে গেল মুম্বাইয়ের ক্যাপ্টেন, হার্দিক নয় সূর্যকুমার পেলেন দায়িত্ব !!

ভারতের হারে গম্ভীরের বক্তব্য-

ইডেন গার্ডেন্সের ঘূর্ণি পিচে ম্যাচ জুড়ে বোলারদের দাপট অব্যাহত ছিল। দ্বিতীয় ইনিংসে ভারতীয় দল ১২৪ রান তাড়া করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে যায়। যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), কেএল রাহুল (KL Rahul) থেকে ঋষভ পান্থ (Rishabh Pant) কেউই ভরসা দিতে পারেননি। মাত্র ৯৩ রানে অলআউট হয়ে যায় ব্লু ব্রিগেডরা। ম্যাচ শেষে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর কার্যত ক্রিকেটারদের দিকেই আঙ্গুল তুলেছিলেন। তিনি বলেন, “ইডেনের পিচ খেলার উপযোগী ছিল। টেম্বা বাভুমা রান করেছেন।

কেন জানি না বার বার স্পিন সহায়ক পিচ কেন বলা হচ্ছে। ফাস্ট বোলাররাই বেশি উইকেট পেয়েছেন। ব্যাটসম্যানদের কৌশল, মানসিক শক্তি এবং ধৈর্যের পরীক্ষা দিতে হয় এইরকম পরিস্থিতিতে। আমরা ব্যর্থ হয়েছি। ভালো খেলতে না পারলে পরিণতি এইরকম হবে। ১২৪ রান তাড়া করতে না পারার কোনো কারণ ছিল না।” এরপর ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক ঋষভ পান্থ‌ও (Rishabh Pant) এই বক্তব্যের সুরেই কথা বলেছিলেন।

গম্ভীরকে নিয়ে সিতাংশুর সাফাই-

এবার প্রধান কোচের পাশে দাঁড়িয়ে ব্যাটিং কোচ‌ সিতাংশু কোটাক‌ও (Sitanshu Kotak) সাফাই দেওয়ার চেষ্টা করলেন। তিনি বলেন, “সকলে গম্ভীরকে দায়ী করছেন। কেউ এটা বলছেন না যে আমাদের ব্যাটসম্যানরা খেলতে পারেননি। কেউ বলছে না ব্যাটিং কোচের আরও ভালো কাজ করা উচিত। হারলেই সকলে গম্ভীরের পিছনে পড়ে যান। আমার মনে হয় এতে ওদের অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। গম্ভীর চাইনি পিচ প্রস্তুতকারকদের ওপর দোষ পড়ুক।

এই সমস্ত দায় তিনি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। ভারতে খেলা হলে আমরা স্পিনারদের ওপর বিশেষভাবে নির্ভর করি। কারণ স্পিন আমাদের শক্তি। আমাদের লক্ষ্য থাকে স্পিনের সাহায্যে চার দিন সাড়ে চার দিনের মধ্যে ম্যাচ জিতব এবং পেসাররা প্রথম দুদিন সুবিধা পাক।” এই অদ্ভুত সাফাইয়ে অবাক হয়েছেন অনেকেই। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চালছে বলেও কটাক্ষ করছেন নেটিজেনরা।

Read Also: মাথায় বাজ পড়ল টিম ইন্ডিয়ার, ছয় মাসের জন্য সমস্ত ক্রিকেট থেকে বাদ শুভমান গিল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *