Mohammed Siraj: ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ মানেই জমজমাট পরিস্থিতি। প্রথম টেস্টে ভারতীয় দল অস্ট্রেলিয়াকে পরাস্ত করে আত্মবিশ্বাস নিয়েই তাদের দ্বিতীয় টেস্ট অভিযান শুরু করেছিল অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের ময়দানে। তবে গোলাপি বলে অস্ট্রেলিয়াকে হারানো খুবই কঠিন, তার প্রমাণ পেয়েছে ভারতীয় দল। গতবার গোলাপি বলের খেলাতে ভারত মাত্র ৩৬ রানে অলআউট হয়ে নতুন নজির গড়েছিল। তবে এবার লজ্জাজনক পরিণতি না হলেও দশ উইকেটে হারতে হয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) বাহিনীকে। তৃতীয় টেস্টে দেখা গিয়েছে ভারতীয় দলের তারকা পেশার মোহাম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটসম্যান ট্রাভিস হেডের (Travis Head) মধ্যে বাকযুদ্ধ।
হেডের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সিরাজ

দুর্দান্ত ফর্মে থাকা ট্রেভিস হেডকে আউট করার পর সিরাজের সঙ্গে কথা কাটাকাটি বেড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া তারকা ব্যাটসম্যানের। চলতি সময়ে অস্ট্রেলিয়া ক্রিকেটের অন্যতম বড় খেলোয়াড় হয়ে উঠেছেন ট্রাভিস। তিনি ফরমেটে তিনি রান বানাচ্ছেন আর প্রতিপক্ষ যদি ভারত হয় তাহলে তো আর কথাই নেই। প্রথম টেস্টে ৮৯ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি এবং দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেই ১৪০ রানের ঝকঝকে ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন তিনি। দ্বিতীয় টেস্টে ট্রেভিস হেড আক্রমণাত্মক ব্যাটিং জারি রেখেছিলেন। মোহাম্মদ সিরাজের (Mohammed Siraj) ভালো বলেও চার ছক্কা হাকিয়েছেন। যদিও পরে সিরাজ তাকে দুর্দান্ত ইয়র্কারে পরাস্ত করেছিলেন। যদিও নিজের আউট মানতে পারেননি হেড। সিরাজের উদযাপনও তিনি সহ্য করতে পারেননি এমনকি প্যাভেলিয়ানে ফিরতে ফিরতে সিরাজকে দু তিনটি গালিও দিয়েছেন তিনি।
Read More: “অপেক্ষায় রয়েছে আবার…” অ্যাডিলেড টেস্টে পরাজয় নিয়ে বেশি ভাবছেন না রোহিত, ‘গাব্বা’তে করতে চান কামব্যাক, করলেন এই মন্তব্য !!
তবে অস্ট্রেলিয়ার মাঠে সর্বদাই তাদের দেশের খেলোয়াড়দের অতিরিক্ত সমর্থন দিয়ে থাকে ভক্তরা। হেডের সাথে বচসায় পর সিরাজকে গোটা মাঠই প্রায় কটাক্ষ করছিল। দ্বিতীয় দিন শেষে হেড জানান তিনি নাকি সিরাজকে ‘ওয়েল বোল্ড’ বলেছিলেন। তবে সিরাজ নাকি অন্য কিছু বুঝে তাকে ‘সেন্ড অফ’ দিয়েছে। যদিও টেলিভিশন পর্দা দেখে হেডের কথায় কোনো সত্যতা বিচার করা যায়না। আজ সকালে ট্রেভিস হেড যে মিথ্যা বলেছেন সেটিও জানিয়ে দেন সিরাজ। হরভজন সিংয়ের সঙ্গে একটি সাক্ষাৎকারে সিরাজ বলেন, “আমি উইকেট উদযাপন করছিলাম তবে তিনি আমাকে গালি দিয়েছিলেন, তাই আমি তাকে সেন্ড অফ দিয়েছি।” তবে, পরে সিরাজ নিজের থেকে হোক বা টিম ম্যানেজমেন্টের কথাতে হোক ট্রেভিস হেডের সঙ্গে মীমাংসা করে নেন। সিরাজ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে এসে হেডের সথে ভাঙা ভাঙা ইংরেজিতে কথা বলে ব্যাপারটি মিটমাট করে ফেলেন। পরে সিরাজের কথাতে সম্মতি প্রদান করেন হেডও।
হেডের সঙ্গে সবকিছু মিটিয়ে নিয়েছেন সিরাজ

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনীতে হেড বলেন, “সিরাজ ব্যাটিং করতে নামার সময় আমার সাথে কথা বলেছে, আমাদের ভুল বোঝাবুঝি হয়েছে। আমাদের সব ভুলে গিয়ে এগিয়ে যাওয়া উচিত, আমিও তাতে রাজি হয়েছি। ও আমাকে জিজ্ঞাসা করে আমি কেন গালাগালি করেছি ? আমি ওকে বলি, প্রথমে আমি কিছু বলিনি। কিন্তু ওর ওই আগ্রাসন দেখে মেজাজ হারিয়ে ফেলেছিলাম। খেলার মধ্যে এমন হতেই পারে।”
Travis Head: "I swear I said well bowled."
Mohammed Siraj: "I also said well batted."
Travis Head: "Cool."pic.twitter.com/ODqRhHo2Eh
— Sameer Allana (@HitmanCricket) December 8, 2024