IND vs BAN: শুরু হয়েছে গম্ভীর যুগ, ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার পর থেকে গম্ভীর নতুন ভাবে টিম ইন্ডিয়াকে গড়ে তোলার শপথ নিয়েছেন। নিজের পছন্দ মতন কোচিং স্টাফদের বাছাই করে নিয়েছেন গম্ভীর এবং ভারতীয় দলকে নতুন ভঙ্গিমায় চালাতে চাইছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ‘সুনীল নারায়ণ’-কে ব্যাবহার করতে চলেছেন গৌতম গম্ভীর।
কোচ হিসেবে টেস্ট ক্রিকেটে অভিষেক করবেন গম্ভীর
ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় নাম হলো গৌতম গাম্ভীর জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের বিরুদ্ধেই তার টেস্ট ম্যাচের জন্য অভিষেক হতে চলেছে কোচ হিসাবে এর আগে শ্রীলংকার বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং ওডিআই সিরিজে কোচিং করার অভিজ্ঞতা হয়েছিল গাম্ভীরের তবে কোচ হিসাবে শ্রীলংকার বিরুদ্ধে ওডিআই সিরিজে ভারত ২-০ ব্যাবধানে পরাজিত হয়েছিল। ভারতের এই পরাজয়ের পর গম্ভীরকে বেশ সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল।
READ MORE: IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে টি-20 দলে এন্ট্রি নিচ্ছেন রোহিত শর্মা, অবসরকে বলছেন আলবিদা !!
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলের ব্যাটিং পারফরমেন্স ছিল অতি জঘন্য। তিন ম্যাচে রোহিত শর্মা ও অক্ষর প্যাটেল ব্যাতিত বাঁকি খেলোয়াড়রা ছিলেন নিতান্তই ব্যার্থ। আর এই ব্যর্থতা থেকে শিক্ষা নিতেই বাংলাদেশ সিরিজের (IND vs BAN) আগে মস্ত বড় সিদ্ধান্ত নিলেন ভারতীয় দলের প্রধান কোচ গম্ভীর।
ভারতীয় সুনীল নারায়ণকে ব্যাবহার করবেন গম্ভীর
জানা গিয়েছে আগামী কাল প্রথম ম্যাচে ভারতীয় দলের ‘সুনীল নারায়ণকে’ ব্যাবহার করতে চলেছেন গম্ভীর। আসলে, গম্ভীর ভারতীয় দলের বোলারদের নেটে ব্যাটিং করার পরামর্শ দিয়েছেন। এমনকি, নিজে দাঁড়িয়ে থেকেই বোলারদের ব্যাটিং প্রশিক্ষণ দিচ্ছেন। সমাজ মাধ্যমে দলের মুখ্য পেসার মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদবকে ব্যাটিং অনুশীলন করতে দেখা গিয়েছে।
প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই ভারতীয় দলের বোলারদের থেকে কোনো রকম ব্যাটিং প্রদর্শন লক্ষ করা যায়নি। গৌতম গম্ভীরের কোচিংয়ে রিংকু সিং সূর্য কুমার যাদব দের মতন ব্যাটসম্যানদেরকে বল হাতে ম্যাচ জেতাতে দেখা গিয়েছে। ঠিক তেমনই গাম্ভীর চাইছেন দলের বোলাররা যেন ব্যাটিং অনুশীলনে মন দেন। যাতে দলের ব্যাটসম্যানরা সমস্যার সম্মুখীন হলে বোলাররা এগিয়ে আসতে পারে। আইপিএলের মঞ্চে সুনীল নারাইনকে (Sunil Narine) তিনি একজন পরিপক্ক অলরাউন্ডার বানিয়েছিলেন যিনি আইপিএলের মঞ্চে পাঁচ উইকেট নেওয়ার সাথে সাথে শতরান গড়ে অনন্য রেকর্ডও তৈরি করেছিলেন। তাই আগামী দিনে সিরাজ, কুলদীপদের সুনীল নারায়ণের মতন ব্যাবহার করতে চাইছেন গৌতম।