siraj-posts-in-solidarity-with-rg-kar-victim

কলকাতা’র আর জি কর হাসপাতালে (RG Kar Hospital) কর্তব্যরত চিকিৎসকের ভয়াবহ ধর্ষণ ও খুনের ঘটনায় চমকে উঠেছে গোটা দেশ। ডিউটিরত অবস্থায় হাসপাতালের চার তলার সেমিনার হলে বিশ্রাম নিতে গিয়েছিলেন বছর ৩১-এর ঐ তরুণী চিকিৎসক। সেখানেই ঘটে এই নৃশংস ঘটনা। ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলো কর্তৃপক্ষ, উঠছে অভিযোগ। এই নারকীয় কাণ্ড প্রকাশ পাওয়ার পর গর্জে উঠেছে সমাজের সকল স্তরের জনতা। নারীদের নিরাপত্তা যে তলানিতে ঠেকেছে তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই ঘটনা। কল্লোলিনীর অলিতে গলিতে চলছে বিক্ষোভ প্রদর্শন। স্বাধীনতা দিবসের আগের দিন রাতে গোটা রাজ্যে নানা জায়গায় মিছিল করেছিলেন নারীরা। ডাক দিয়েছিলেন ‘রাত দখলের।’

আর জি কর কাণ্ডের (RG Kar Rape and Murder) প্রতিবাদ কেবল গণ্ডীবদ্ধ নেই কলকাতা বা পশ্চিমবঙ্গের মধ্যে। দেশ ছাড়িয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে তা। বেঙ্গালুরু, মুম্বই-এর মত শহরেও মিছিল করেছেন অনেকে। এমনকি জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, প্বার্শবর্তী বাংলাদেশেও এই ঘটনার তীব্র নিন্দা করে মিছিল করেছেন সব বয়সী মানুষজন। মিছিল মুখরিত হয়েছে ‘উই ওয়ান্ট জাস্টিস’ ধ্বনিতে। ইতিমধ্যেই সিবিআই-এর হাতে তদন্তভার তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট। কিন্তু কেবল এতটুকুতে সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। যতক্ষণ না পর্যন্ত দোষীরা শাস্তি পাচ্ছে, ততক্ষণ প্রতিবাদ চলবে বলে জানাচ্ছেন তাঁরা। আর জি কর কাণ্ডের (RG Kar Incident) প্রতিবাদ এসেছে ক্রিকেটমহলের তরফ থেকেও। সরব হয়েছিলেন জসপ্রীত বুমরাহ, শ্রেয়স আইয়ার। সেই পথেই হাঁটলেন মহম্মদ সিরাজ’ও (Mohammed Siraj)।

Read More: ৬,৬,৬,৬,৬…বুচি বাবু টুর্নামেন্টে রণমূর্তি ধারণ করলেন ঈশান কিষাণ, ১০টি ছক্কার বিনিময়ে হাঁকালেন ১১৪ রানের ইনিংস !!

পুরুষতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার সিরাজ-

Mohammed Siraj | RG Kar | Image: Getty Images
Mohammed Siraj | Image: Getty Images

পুরুষতান্ত্রিক সমাজে নারীদের নিত্যদিন যে লাঞ্ছনার শিকার হতে হয়, এই অভিযোগ বহুদিনের। আর জি কর হাসপাতালের (RG Kar Hospital Incident) নারকীয় খুন ও ধর্ষণের ঘটনা যেন সেই অভিযোগেই আরও একবার সিলমোহর দিয়ে গেলো। সমাজের এক শ্রেণির মানুষ এই নৃশংস ঘটনার পরেও দোষীদের আড়াল করে যেভাবে নির্যাতিতার দিকে আঙুল তুলছেন তা কোনো বিচ্ছিন্ন ব্যপার নয়। এর আগেও উন্নাও, হাথরস থেকে পশ্চিমবাংলার বুকেই পার্ক স্ট্রিট, কামদুনি বা হাঁসখালি’র মত জায়গায় যখনই কোনো নারী যৌন হয়রানি বা ধর্ষণের শিকার হয়েছেন, তখনই আক্রমণের মুখে নির্যাতিতাকেই। দোষীদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছেন অনেকে। কখনও নির্যাতিতার চরিত্র, কখনও তাঁর পোশাকের মাপ নিয়ে চলছে অশ্লীল কাটাছেঁড়া। সমাজমাধ্যম ভরেছে নিম্নরূচির মিম বা পোস্টে।

সমাজের মনোভাব বদলের যে সময় এসেছে, নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে সেই বার্তাই দিতে চেয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। শুধু আর জি কর কাণ্ড নয়, গোটা দেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বেশ কিছু নারী নির্যাতনের ঘটনা নেটিজেনদের নজরে এনেছেন তিনি। সাথে দোষীদের আড়াল করতে কি কি যুক্তি সাজিয়েছিলেন পুরুষতান্ত্রিকতার ধামাধারীরা, তাও তুলে ধরেছেন তিনি। এইসব অপযুক্তি তুলে না ধরে আমাদের গোটা সমাজের যে শুদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে, তাই বোঝাতে চেয়েছেন ভারতীয় দলের ফাস্ট বোলার। সোশ্যাল মিডিয়ার যুগে সামাজিক সমস্যাগুলি নিয়ে স্পষ্ট বক্তব্য রাখতে সাধারণত দেখা যায় না সেলিব্রিটিদের। চেনা ছক ভেঙে অনুরাগীদের কুর্নিশ আদায় করে নিয়েছেন সিরাজ (Mohammed Siraj)। হায়দ্রাবাদী পেসারের বক্তব্যের সাথে সহমত পোষন করেছেন তাঁর অনুরাগীরা।

দেখে নিন সিরাজের ইন্সটাগ্রাম স্টোরি’টি-

Also Read: “আমি তোমাদের সাথে…”, আরজি কর রেপ নিয়ে দুঃখিত KKR অধিনায়ক শ্রেয়স আইয়ার, করলেন এই পোস্ট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *