IND vs BAN: সেপ্টেম্বর থেকে আগামী বছরের জানুয়ারি অবধি ঠাসা সূচি রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। আগামী মাসের ১৯ তারিখ থেকে শুরু হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম খেলাটি হবে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে, ২৬ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ম্যাচটি থাকছে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছে তারা। বেঙ্গালুরু, পুণে ও মুম্বইতে রয়েছে তিনটি টেস্ট। নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঝটিকা টি-২০ সিরিজের পরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে রয়েছে মহারণ। পাঁচ ম্যাচের বর্ডার-গাওস্কর ট্রফি খেলতে অস্ট্রেলিয়া উড়ে যাবে ‘মেন ইন ব্লু।’ সব বিষয় মাথায় রেখে সতর্ক বিসিসিআই। ক্রিকেটারদের ফিট রাখতে ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভাবছে তারা।
Read More:“RIP… English..”, ICC’র চেয়ারম্যান হতেই ইংরেজি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলড জয় শাহ !!
অসুস্থতার জন্য অনিশ্চিত সিরাজ-
বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) ২ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে ভারতীয় দলের তারকাদের দলীপ ট্রফিতে (Duleep Trophy) অংশ নেওয়ার কথা ছিলো। সেইমত দলও ঘোষণা করেছিলেন অজিত আগরকার’রা। মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) রাখা হয়েছিলো ইন্ডিয়া-বি দলে। অভিমণ্যু ঈশ্বরণের নেতৃত্বাধীন স্কোয়াডে ছিলেন তিনি। লাল বলের ক্রিকেটে প্রস্তুতি সেরে নেওয়ার জন্য এই টুর্নামেন্ট ভালো মঞ্চ হতে পারে, মনে করেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হলো না সিরাজের। গতকাল বিসিসিআই-এর তরফ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে অসুস্থতার জন্য দলীপ ট্রফির প্রথম রাউন্ডে মাঠে নামা সম্ভব হবে না সিরাজের (Mohammed Siraj) জন্য। তাঁর সেরে উঠতে কতদিন লাগবে, আদৌ বাংলাদেশ সিরিজের (IND vs BAN) আগে সুস্থ হবেন কিনা তা জানায় নি বোর্ড।
সিরাজের বদলি হিসেবে আপাতত ঘোষণা করা হয়েছে দিল্লী’র নভদীপ সাইনি’র (Navdeep Saini) নাম। লম্বা সময় জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। দলীপে ভালো পারফর্ম করলে বাংলাদেশ সিরিজের দলে জায়গা করে নিতে পারেন তিনিও। একা সিরাজ নয়, দলীপ ট্রফির (Duleep Trophy) প্রথম রাউন্ডের ম্যাচে দেখা যাবে না জম্মু-কাশ্মীরের উমরান মালিক’ও (Umran Malik)। এক্সপ্রেস পেসার’কে রাখা হয়েছিলো ভারত-সি স্কোয়াডে। বছরের শেষে অস্ট্রেলিয়ার গতিময় উইকেটে পাঁচটি টেস্ট রয়েছে ভারতের। ভালো পারফর্ম্যান্স করতে পারে বর্ডার-গাওস্কর ট্রফির (BGT) সম্ভাব্যদের তালিকায় ঢুকে পড়তে পারতেন তিনি। কিন্তু অসুস্থতা ছিটকে দিয়েছে তাঁকেও। গৌরব যাদব’কে বদলি হিসেবে বেছে নিয়েছে বোর্ড। দলীপ ট্রফি থেকে বাদ দেওয়া হয়েছে রবীন্দ্র জাদেজাকেও (Ravindra Jadeja)। তাঁর সরে দাঁড়ানোর কারণ যদিও জানায় নি বিসিসিআই।
IND vs BAN সিরিজে বিশ্রামে শ্রেয়স ?
রোটেশন পলিসি বা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট যে তাঁর বিশেষ পছন্দ নয় তা আগে একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। বিশেষ করে ব্যাটারদের যথাসম্ভব ম্যাচ খেলা উচিৎ বলেই মনে করেন তিনি। কিন্তু ভারতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার পর রোটেশন পলিসি’র সাহায্যই নিতে হচ্ছে তাঁকে। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই ও টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহ’কে (Jasprit Bumrah)। শোনা যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) টেস্ট সিরিজে বিশ্রাম পেতে পারেন শ্রেয়স আইয়ার। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হতে পারেন মুম্বইয়ের মিডল অর্ডার ব্যাটার। সেই কথা মাথায় রেখেই বাংলাদেশের বিপক্ষে তাঁকে স্কোয়াডে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীপ ট্রফিতে যদিও দেখা যাবে শ্রেয়সকে। খেলবেন ভারত-ডি দলের অধিনায়ক হিসেবে। তাঁর দলে রয়েছেন ঈশান কিষণ’ও।