Travis Head and Mohammed Siraj
Travis Head and Mohammed Siraj | Image: Twitter

Mohammed Siraj: অবশেষে হাসি ফুটলো ভারতীয় শিবিরে। ভারতীয় দলের ‘মাথা ব্যাথা’ ট্রেভিস হেডকে (Travis Head) আউট করতে সক্ষম হলো টিম ইন্ডিয়া। ভারতীয় দলের বিরুদ্ধে দুর্দান্ত প্রদর্শন দেখান হেড। বিগত দুই বছর ধরে ট্রেভিস হেড ভারতের বিরুদ্ধে সাদা, লাল এবং গোলাপি বলে শতরান হাঁকিয়েছেন। গতকাল শুরু হওয়া অ্যাডিলেড ওভাল টেস্টে ভারতীয় দল প্রথমে ব্যাটিং করতে এসে ১৮০ রানে অল আউট হয়ে ছিল। টিম ইন্ডিয়ার এই বিচ্ছিন্ন পারফরমেন্সের পর সমাজ মাধ্যমে চর্চা শুরু হয়েছিল। তবে আজকের দিনে হেডের পারফরমেন্সে পুরোপুরি বদলে গেল খেলা।

হেডকে আউট করে অকথ্য ভাষায় গালি দিলেন সিরাজ

Mohammed Siraj
Mohammed Siraj | Image: Twitter

সকাল থেকে অস্ট্রেলিয়া দলের হয়ে একাই খেলেছেন হেড, ব্যাট হাতে তিনি ১৪০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন।  মোহম্মদ সিরাজ গোলাপি বলে দুর্দান্ত বোলিং শুরু করেছিলেন। ৪৬ রানের মাথায় হেডের ক্যাচ ছেড়ে দিয়েছিলেন সিরাজ এবং পরে হার্ষিত রানার ওভারে দ্বিতীয়বার সুযোগ দিলেও ক্যাচের কাছাকাছি পৌঁছাতে ব্যার্থ হন পন্থ। দুটি সুযোগ পেয়ে তার সৎবাবহার করেন হেড। তবে,  তারকা ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজকে (Mohammed Siraj) অস্ট্রেলিয়ান মিডল অর্ডার ব্যাটার ট্র্যাভিস হেডকে আক্রমণাত্মক বিদায় জানাতে দেখা গেছে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৮২তম ওভারের চতুর্থ বলে সিরাজের বলে ক্লিন বোল্ড হন হেড। সিরাজ হেডের ডিফেন্স ভেঙে মিডল স্ট্যাম্প উড়িয়ে দেন। এরপরেই দুজনের মধ্যে বাকবিতন্ডা দেখা যায়। হেডকে আউট করার পর সিরাজের প্রতিক্রিয়া এবং দুজনের মধ্যে মৌখিক লড়াইয়ের ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল হচ্ছে।

দেখেনিন ভিডিও

Read Also: IND vs AUS 2nd Test: “একা বুমরাহ নয়, গোটা দলই…” টিম ইন্ডিয়া সম্পর্কে বিস্ফোরক বয়ান নাথান লিয়ঁ’র !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *