Mohammed Siraj: গুলির শব্দে ফের কেঁপে উঠলো কাশ্মীর। ধারা ৩৭০ তুলে দেওয়ার পর রাশ টানা গিয়েছে সন্ত্রাসবাদী কার্যকলাপে, দিনকয়েক আগেই এক জনসভায় বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু কার্যত তাঁর দাবী মিথ্যে প্রমাণ করে গতকাল নিরীহ পর্যটকদের উপর হামলা চালালো পাক জঙ্গি সংগঠন ‘লস্কর-এ-তৈবা’ আশ্রিত ‘দ্য রেজিস্ট্যান্ট ফোর্স।’ মঙ্গলবার সকালে পহলগাঁও অঞ্চলের বৈশরণে পাহাড়ঘেরা তৃণভূমির সৌন্দর্য্য উপভোগ করতে গিয়েছিলেন অনেকে। সেখানেই নির্বিচারে গুলি চালিয়ে ২৬ জন’কে হত্যা করে সন্ত্রাসবাদীরা। নিহতদের মধ্যে ২৫ জন পর্যটক। স্থানীয় এক ঘোড়া চালক চেয়েছিলেন রুখে দাঁড়াতে। চেষ্টা করেন জঙ্গিদের হাত থেকে রাইফেল কেড়ে নেওয়ার। মুহূর্তে ঝাঁঝরা হয়ে যেতে হয় তাঁকেও। গতকালের ঘটনায় স্তব্ধ গোটা দেশ। প্রতিবাদের ঝড় উঠেছে সমাজের সব স্তর থেকেই।
Read More: IPL 2025 SRH vs MI Toss Report in Bengali: টস জয় মুম্বই ইন্ডিয়ান্সের, সাফল্যের সন্ধানে তারকা পেসারকেই ছেঁটে ফেললো সানরাইজার্স !!
সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার সিরাজ-

বৈশরণের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে ক্রিকেটমহল। শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, “নিরীহ পর্যটকদের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে তাতে আমি মর্মাহত। নিহতদের পরিবারকে যে যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তা কল্পনাতীত।” প্রতিবাদে সোচ্চার টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ সিরাজ’ও (Mohammed Siraj)। একাধিক সোশ্যাল মিডিয়া সাইটে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি। ইন্সটাগ্রামের স্টোরিতে ‘অল আইজ অন পহলগাঁও লেখা দু’টি পোস্ট শেয়ার করেছেন হায়দ্রাবাদের ক্রিকেটার। ট্যুইটারে তিনি লিখেছেন, “এই সবে পহলগাঁও’র ভয়ঙ্কর জঙ্গি হামলা সম্পর্কে পড়লাম। ধর্মের নামে নিরীহ পর্যটকদের নিশানা করা ও হত্যা করা আদতে শয়তানি। কোনো কারণ, কোনো বিশ্বাস, কোনো চিন্তাধারা দিয়েই এই দানবীয় ঘটনাকে ব্যাখ্যা করা যায় না। এটা কেমন লড়াই?”
“যেখানে মানুষের জীবনের কোনো দাম নেই, সেখানে আক্রান্তদের পরিবার-পরিজনরা ঠিক কি যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন তা আমি কল্পনাও করতে পারি না। ওনারা যেন এই অবিশ্বাস্য বেদনা সামলে ওঠার শক্তি পান। আপনাদের যে ক্ষতি হয়েছে তার জন্য আমরা দুঃখিত। আমি আশা রাখছি যে এই পাগলামি দ্রুত বন্ধ হবে এবং এই জঙ্গিদের দ্রুত খুঁজে বার করে শাস্তি দেওয়া হবে,” ট্যুইটারে সংযোজন সিরাজের (Mohammed Siraj)। প্রতিবাদ জানিয়েছেন বিরাট কোহলি এবং সৌরভ গঙ্গোপাধ্যারাও। ইন্সটাগ্রাম স্টোরিতে কোহলি (Virat Kohli) লিখেছেন, “নিরীহ মানুষদের উপর এমন জঘন্য আক্রমণের ঘটনায় আমি মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা।” সৌরভ ফেসবুকে লিখেছেন, “নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। শান্তিপ্রিয় পর্যটকদের উপর এমন নৃশংস আক্রমণ আদতে মানবিকতার লজ্জা।”
দেখুন সিরাজের প্রতিক্রিয়া-
jahaan insaan ki jaan ki koi keemat hi nahi..
I can’t even begin to imagine the pain and trauma the families must be going through..
May the families find the strength to survive this unbearable grief. We are so sorry for your loss.
I hope this madness ends soon and these…— Mohammed Siraj (@mdsirajofficial) April 23, 2025
পাকিস্তানের দিকে আঙুল তুললেন শ্রীবৎস-

এমনিতেই ভারত-পাক ক্রিকেটীয় সম্পর্ক এই মুহূর্তে তলানিতে। ২০০৮-এর পর ওয়াঘা সীমান্তের ওপারে যায় নি টিম ইন্ডিয়া। ২০১৩’র পর বন্ধ দ্বিপাক্ষিক সিরিজ’ও। সম্প্রতি এশিয়া কাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) খেলতেও পাকিস্তানে যেতে অসম্মত হয়েছে বিসিসিআই। গতকালের ঘটনার পর পড়শি দেশের প্রতি আরও কঠিন মনোভাব নিক বোর্ড, দাবী তুলেছেন শ্রীবৎস (Shreevats Goswami)। তিনি ট্যুইটারে লেখেন, “ঠিক এই কারণেই আমি বলি যে পাকিস্তানের সাথে ক্রিকেট খেলার প্রশ্নই নেই। এখনও নয়, কখনোই নয়। যখন সরকার ও বিসিসিআই ভারতীয় দলকে পাকিস্তানে পাঠাতে চায় নি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তখন অনেকে বলেছিলেন যে ‘খেলাধুলাকে রাজনীতির উর্দ্ধে রাখা উচিৎ।’ সত্যি? কারণ আমার মনে হয় নিরীহ সাধারণ মানুষকে মারাই ওদের জাতীয় খেলা।…”
কড়া জবাব দিক ভারত, চাইছেন শ্রীবৎস (Shreevats Goswami)। “…ওরা যদি ওভাবেই খেলতে চায় তাহলে আমাদেরও উচিৎ এমন ভাষায় জবাব দেওয়া যেটা ওরা সত্যিই বুঝতে পারে। ব্যাট-বল দিয়ে নয় বরং দৃঢ়চেতা হয়ে। আত্মসম্মান বজায় রেখে। কোনো রকম সহিষ্ণুতা না দেখিয়ে,” সংযোজন তাঁর। মাসখানেক আগেই লিজেন্ডস লীগের ম্যাচ খেলতে পহলগাঁও গিয়েছিলেন শ্রীবৎস। যে পরিবেশ তখন দেখেছিলেন, তার সাথে গতকালের ঘটনাকে যে মেলাতে পারছেন না তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। উরি হামলার পর পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গিদের লঞ্চপ্যাড ধ্বংস করেছিলো ভারতীয় সেনাবাহিনী। পুলওয়ামার ঘটনার পর পাক ভূমিতে এয়ারস্ট্রাইক করেছিলো ভারতীয় সেনা। এবার কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই এখন তাকিয়ে দেশের ১৪০ কোটি জনতা।
দেখে নিন শ্রীবৎস’র পোস্ট’টি-
ENOUGH!!!! pic.twitter.com/1fF6XUhgng
— Shreevats goswami (@shreevats1) April 22, 2025
Also Read: বেঙ্গালুরুতে যোগ দিতেই কপাল পুড়লো এই ক্রিকেটারের, হারালেন বোর্ডের কেন্দ্রীয় চুক্তি !!