ব্রিসবেনে আবার শিরোনামে উঠে আসলেন মোহাম্মদ সিরাজ, অভিনব পন্থায় ফাঁদে ফেললেন লাবুশেনকে !! 1

বেশ জমে উঠেছে ভারত ও অস্ট্রেলিয়ার (IND vs AUS) তৃতীয় টেস্ট ম্যাচ। মেগা ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। বৃষ্টির কারণে প্রথম দিনে মাত্র ১৩.২ ওভারের খেলা সম্ভব হয়েছিল। ভারতীয় দলের বোলাররা গতকাল কোনো সাফল্য না পেলেও আজ দিনের শুরুতেই জলদি দুই উইকেট নেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ৩৩ওভার শেষে অজিদের রান ৭৭। কিছু সময় আগেই উইকেট হারিয়েছেন স্টার ব্যাটসম্যান মার্নাস লাবুশেন (Marnus Labuschagne)।

ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচে নাটক থাকবে না, তা হতেই পারে না। এবার লাবুশেনের সাথে নতুন নাটকে জড়িয়ে পড়লেন সিরাজ। দ্বিতীয় টেস্টে ট্র্যাভিস হেডের (Travis Head) সঙ্গে ঝামেলায় জড়িয়ে ২০ শতাংশ জরিমানা হয়েছে মহম্মদ সিরাজের (Mohammed Siraj)। তবে, অ্যাডিলেড থেকে ব্রিসবেন এসেও বদল ঘটলো না সিরাজের। সিরিজের শুরু থেকেই মার্নাস লাবুশেনের সঙ্গে সিরাজের কথাবার্তা চলছিল। তবে আজ লাবুশেনকে ফাঁদে ফেলতে নতুন কাজ করলেন সিরাজ।

Read More: IND vs AUS 3rd Test: ‘অপয়া’ ব্রিসবেনে ‘ভুল’ সিদ্ধান্ত রোহিতের, সৌরভের মতই দিতে হবে খেসারত !!

লাবুশেনের সাথে বিতর্কে জড়ালেন সিরাজ

Ind vs aus
IND vs AUS | Image: Twitter

প্রসঙ্গত, দিনের শুরুতেই ফিরে যান অজি দুই ওপেনার উসমান খাজা এবং নাথান ম্যাকসুইনি। কিন্তু, আজকের ম্যাচে মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথের মধ্যে তৃতীয় উইকেটে একটি পার্টনারশিপ তৈরি হচ্ছিল। তবে ৩৩ তম ওভারে বল হাতে ক্যাপ্টেন রোহিত, মহম্মদ সিরাজকে ফিরিয়ে নিয়ে আসেন। সিরাজের প্রথম বলেই প্রায় ফাঁদে পড়েছিলেন মার্নাস।

তবে দ্বিতীয় বল করার পরই লাবুশেনের দিকে এক-দু কথা বলতে শোনা গিয়েছে তাকে। এরপর স্ট্যাম্পের বেল দুটো অদল-বদল করে দেন সিরাজ। এমনকি, তাড়াহুড়োয় একটা বেইল মাটিতে পড়েও গিয়েছিল। ওই বেইল সরিয়ে সিরাজ (Mohammed Siraj) মনোসংযোগ নষ্ট করেন লাবুশেনের। এর পরেই নীতীশ রেড্ডির বলে স্লিপে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন অজি ব্যাটার। নীতিশ কুমার রেড্ডির বলে বিরাট কোহলির হাতে সহজ একটি ক্যাচ দিয়ে ডাগ আউটে ফেরেন লাবুশেন, তিনি ৫৫ বলে মাত্র ১২ রান বানাতেই সক্ষম হয়েছেন। তবে সিরাজের এই কর্মকান্ডের ভিডিও ইতিমধ্যে ভাইরালও হয়ে গিয়েছে।

Read Also: IND vs AUS: বৃষ্টিভেজা গাব্বা টেস্টের মাঝেই অবসরের ঘোষণা অধিনায়কের, স্তম্ভিত ক্রিকেটদুনিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *