ইংল্যান্ডের (IND vs ENG) মাটিতে ভারতীয় দলের হার না মানা লড়াই নতুন প্রজন্মকে উৎসাহ দিচ্ছে। রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) মতো তারকার ক্রিকেটার ছাড়াই ব্লু ব্রিগেডরা টেস্ট ক্রিকেটে এক নতুন অধ্যায় শুরু করলো। ব্যাট হাতে ইংল্যান্ডের বিপক্ষে অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) থেকে কেএল রাহুল (KL Rahul), ঋষভ পান্থ (Rishabh Pant) ধারাবাহিকতা দেখিয়েছেন। এছাড়াও বল হাতে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) সামনে থেকে নেতৃত্ব দেন। তবে তার অনুপস্থিতিতে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। তার অবিশ্বাস্য লড়াই বর্তমানে ক্রিকেট মহলে প্রশংসিত হচ্ছে। বিরাট কোহলির (Virat Kohli) দেখানো পথে হেঁটেই এবার সাফল্য পেলেন এই তারকা পেসার।
Read More: “নিজের উপর বিশ্বাস ছিলোই…” সিংহহৃদয় সিরাজ, হায়দ্রাবাদী পেসারের হাত ধরে ওভালে ‘মিরাক্ল’ ভারতের !!
সিরাজের দাপুটে লড়াই-

ওভাল টেস্টে এক সময় ম্যাচ ভারতীয় দলের হাতের বাইরে চলে গিয়েছিল। শেষ দিনে বেন স্টোকসদের (Ben Stokes) সংগ্রহ করতে হতো মাত্র ৩৫ রান। তাদের হাতে ছিল চারটি মূল্যবান উইকেট। সেখান থেকেই ম্যাচের রঙ বদলে দেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। বল হাতে তিনি লেখেন নতুন ইতিহাস। ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০৪ রান খরচ করে মোট পাঁচটি উইকেট তুলে নেন সিরাজ (Mohammed Siraj)। এছাড়াও তিনি প্রথম ইনিংসে ৪ টি মূল্যবান উইকেট সংগ্রহ করে ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারে ধাক্কা দিয়েছিলেন।
এই তারকা ব্যাটসম্যানের অদম্য লড়াইয়ের মাধ্যমেই ভারতীয় দল ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ২-২ ড্র করতে সক্ষম হয়েছে। ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামও (Brendon McCullum) তার লড়াইকে কুর্নিশ জানিয়েছেন। তিনি বলেন, “যখন মহম্মদ সিরাজ (Mohammed Siraj) শেষ উইকেটটি নিলেন আমরা হতাশ হয়েছিলাম। কিন্তু একজন ক্রিকেটার হিসেবে তার লড়াই এবং হার না মানার মনোভাবকে সত্যিই প্রশংসা করছি।” উল্লেখ্য ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২৩ টি উইকেট তুলে নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হয়েছেন এই তারকা।
বিরাটের দেখানো পথেই সাফল্য-

একজন ক্রিকেটারকে সফলতা পেতে গেলে দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়। ধাপে ধাপে তৈরি করতে হয় নিজেকে। মহম্মদ সিরাজ (Mohammed Siraj) বিরাট কোহলির (Virat Kohli) দেখানো পথেই হেঁটে তৈরি করেছেন নিজের ফিটনেস। সেই কথাই জানিয়েছিলেন এই তারকা পেসার। এক সময় সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি বিরিয়ানি খাওয়া বন্ধ করে দিয়েছি। এটা এখন আমার কাছে শত্রু হয়ে উঠেছে বলা যায়। সত্যি কথা বলতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে হলে অনেক জিনিস ছেড়ে দিতে হবে।”
উল্লেখ্য নিজের ফিটনেস বজায় রাখার জন্য বিরাট কোহলি (Virat Kohli) নিজের পছন্দের খাবার ছোলে ভাটুরে খাওয়া ছেড়ে দিয়েছিলেন। অন্যদিকে ভারতীয় তারকা পেসার আরও বলেছিলেন যে, “আমরা সকলেই বিরাট ভাইয়ের ফিটনেসের বিষয়ে জানি। এর সঙ্গেই মহম্মদ শামি ভাইও ফিট হয়ে যেভাবে কামব্যাক করেছিলেন আমায় অনুপ্রাণিত করেছে।” ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে টেস্ট সিরিজে মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) বিরাট কোহলির (Virat Kohli) মতো আগ্রাসী মনোভাবে দেখা গিয়েছিল। তিনি এই তারকা ব্যাটসম্যানের ভঙ্গি নকল করে দর্শকদের উৎসাহিত করেছিলেন।