ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR) এবারের আইপিএলে থেকে ছিটকে গিয়েছে। তাদের পক্ষে প্লে-অফে পৌঁছানো সম্ভব হয়নি। তারা আপাতত পয়েন্ট তালিকার বিচারের ষষ্ঠ স্থানে রয়েছে। ২৫ মে শেষবার কলকাতা নাইট রাইডার্স তাদের পরবর্তী ম্যাচটি খেলতে চলেছে সানরাইজার্সের বিরুদ্ধে। তবে পরবর্তী ম্যাচের আগেই কলকাতা নাইট রাইডার্স আগামী মৌসুমির জন্য পরিকল্পনা করতে শুরু করে দিয়েছে। গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের বিরুদ্ধে বৃষ্টির কারণে ম্যাচটি ভেস্তে গিয়েছিল। যার ফলে প্লে অফ থেকেও ছিটকে গিয়েছে তারা। কলকাতা নাইট রাইডার্স এই মৌসুমে ১৩ টি ম্যাচ খেলে ৫টিতে জয়লাভ করেছে এবং দুটি ম্যাচে বৃষ্টির কারণে ভেস্তে যাওয়াতে একটি একটি করে পয়েন্ট তুলে নিয়েছিল অর্থাৎ ১৩ টি ম্যাচ খেলার পর কলকাতা নাইট রাইডার্স এর কাছে ছিল মোট ১২ পয়েন্ট।
জায়গা পাকা ভেঙ্কটেশ আইয়ারের

তবে কলকাতা নাইট রাইডার্স (KKR) এই মৌসুমে তাদের সেরাটা দিতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে ২৩.৭৫ কোটি দিয়ে দলে সামিল করা ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) নিয়ে বেশ প্রশ্ন উঠেছে। পুরো টুর্নামেন্ট ভেঙ্কটেশ একেবারেই ভালো প্রদর্শন দেখাতে পারেননি। তবুও প্রাক্তন কিউই তারকা সাইমন ডুল ভেঙ্কটেশ আইয়ারের প্রতি এখনও আশাবাদী এবং তাকে আবারও পরবর্তী মৌসুমে সুযোগ দিতে চাইছেন। এবার ডুল নাইট রাইডার্স দলের পরবর্তী মৌসুমের একাদশ বেছে নিয়েছেন। ডুল পরবর্তী মৌসুমে নাইট রাইডার দলের ওপেনার হিসাবে ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) এবং ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer)।
Read More: একানায় উঠলো অভিষেক-ক্লাসেন ঝড়, ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল LSG !!
রিংকু-রাসেল ভরসা জোগালেন ডুল

ডুল চান এই দুজনকেই নাইট দলের ওপেনার হিসাবে দেখতে। তিনে তরুণ খেলোয়াড় অঙ্গকৃষ রঘুবংশীকে দেখতে চান ডুল। এছাড়া, চারে রিংকু সিং (Rinku Singh), পাঁচে রমনদীপ সিংকে রেখেছেন ডুল। তাছাড়া, ছয়ে কোনো এক বিদেশি মিডিল অর্ডার ব্যাটসম্যানকে চান তিনি। দলের ফিনিশার হিসাবে অন্দ্রে রাসেলকে (Andre Russell) বেছে নিয়েছেন তিনি এবং স্পিনারদের মধ্যে থেকে সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীকে শামিল করেছেন ডুল। দলে দুই পেসার হিসাবে বৈভব অরোরা (Vaibhav Arora) এবং হার্ষিত রানাকে নির্বাচন করেছেন তিনি।
পরের মৌসুমের জন্য সাইমন ডুলের KKR একাদশ
অজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, অঙ্গকৃষ রঘুবংশী, রিংকু সিং, রমনদীপ সিং, বিদেশি কোনো মিডল অর্ডার ব্যাটসম্যান, অন্দ্রে রাসেল, সুনীল নারিন, হার্ষিত রানা, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা