বছর শেষে শোকের ছায়া সিকান্দার রাজার পরিবারে, ১৩ বছরের ভাইয়ের মৃত্যুতে ভেঙে পড়লেন তারকা !! 1

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) জন্য প্রস্তুতি নিচ্ছে ক্রিকেট বিশ্ব। ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলগুলির সঙ্গে সঙ্গে টক্কর দিতে প্রস্তুত ইতালি, নেপাল, ওমানের মতো দল। পিছিয়ে নেই জিম্বাবুয়েও। ইতিমধ্যেই তারা শক্তিশালী দল প্রস্তুত করার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই দলের অন্যতম অভিজ্ঞ তারকা হলেন সিকান্দার রাজা (Sikandar Raza)। তিনি বর্তমানে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। বছর শেষে এবার এই তারকা অলরাউন্ডারের পরিবারে শোকে ছায়া নেমে এল। কাছের মানুষকে হারালেন তিনি।

Read More: ছুপা রুস্তম সূর্যকুমার যাদব, এই লাস্যময়ী নারীকে দিতেন মাঝ রাতে ‘নটি’ ম্যাসেজ !!

প্রিয়জনকে হারালেন সিকান্দার রাজা-

Sikandar raza
Sikandar Raza | Image: Getty Images

সিকান্দার রাজা চলতি সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএল টি-টোয়েন্টিতে (ILT20) খেলছিলেন। শারজাহ ওয়ারিয়র্জকে (Sharjah Warriors) নেতৃত্ব দিচ্ছিলেন এই তারকা। এর মধ্যেই এবার তিনি মাত্র ১৩ বছর বয়সী ভাইকে হারালেন।‌ ২৯ ডিসেম্বর হারারেতে মারা যান এই তারকার ভাই। রক্তক্ষরণজনিত জন্মগত রোগ হিমোফিলিয়া নিয়ে জন্মগ্রহণ করেছিলেন মাহদি। গত সোমবার অসুস্থতার কারণে তার মৃত্যু হয়। এই বিষয়ে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের (Zimbabwe Cricket) পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করা হয়েছে।

শোক বার্তা জানিয়ে উল্লেখ্য করা হয়, “মহম্মদ মাহদি হিমোফিলিয়া নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। দুঃখের বিষয় হলো সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যগত জটিলতার কারণে তিনি মারা গেছেন। পরিবারের প্রতি আমরা সহানুভূতি প্রকাশ করছি। মাহদির আত্মার শান্তি কামনা করছি আমরা।” উল্লেখ্য ৩০ ডিসেম্বর হারারেতে ওয়ারেন হিলস কবরস্থান তাকে সমাহিত করা হয়।

দুরন্ত ফর্মে সিকান্দার রাজা-

Sikandar Raza,ipl
Sikandar Raza | Image: Getty Images

বর্তমানে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডার হিসাবে আইসিসির (ICC) র‌্যাঙ্কিং’এ দ্বিতীয় স্থানে রয়েছেন সিকান্দার রাজা (Sikandar Raza)। তার রেটিং পয়েন্ট ২৮৯। এই তারকা অলরাউন্ডারের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার বাছাই পর্বে দুরন্ত ফর্মে ছিল জিম্বাবুয়ে। নামিবিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। আইএল টি-টোয়েন্টিতে শারজাহ ওয়ারিয়র্জের হয়েও সম্প্রতি অধিনায়কত্ব করতে দেখা গেছে সিকান্দার রাজাকে।

তবে তিনি এই দলকে সেইভাবে সফলতা এনে দিতে পারেননি। শারজাহ লিগ পর্বে ১০ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ছিটকে যায়। উল্লেখ্য এখনও পর্যন্ত এই জিম্বাবুয়ের তারকা দেশের হয়ে ১২৭ টি টি টোয়েন্টি ম্যাচে ২৮৮৩ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে ১০২ টি উইকেট তুলে নিয়েছেন।

Read Also: স্বর্গের পরীর মতো সুন্দরীর সঙ্গে প্রেম করছেন তিলক বর্মা, ঘনিষ্ঠ ছবি ভাইরাল হতেই শুরু চর্চা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *