গত বছরের জুলাইতে শেষবার দেশের হয়ে টি-২০ ক্রিকেট খেলেছেন শুভমান গিল (Shubman Gill)। শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন তিনি। তারপর টিম ইন্ডিয়া বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের বিপক্ষে কুড়ি-বিশের সিরিজ খেললেও মাঠে দেখা যায় নি ফাজিলকার তরুণকে। কখনও টেস্ট সিরিজ থাকায় আবার কখনও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে ক্ষুদ্রতম ফর্ম্যাট থেকে দূরেই ছিলেন শুভমান (Shubman Gill)। তবে দেশের হয়ে না খেললেও আইপিএলে নিয়মিত খেলেছেন তিনি। এই মরসুমে করেছেন ৬৫০ রান’ও। সূত্রের খবর ফর্মে থাকা শুভমানকে (Shubman Gill) টি-২০তে তাঁকে ফেরাতে চলেছে বিসিসিআই। আসন্ন এশিয়া কাপে ভারতের জার্সিতে মাঠে নামবেন তিনি। এমনকি সহ-অধিনায়কের দায়িত্বও পেতে পারেন তিনি। এক বছর দুই মাস পর তাঁর প্রত্যাবর্তন চিন্তা বাড়িয়েছে অন্তত তিন ক্রিকেটারের। আন্তর্জাতিক কেরিয়ারের মেয়াদ নিয়ে তুলে দিয়েছে প্রশ্ন।
Read More: বাদ কুলদীপ যাদব, এই বছর এশিয়া কাপেই এই স্পিনারের ওপরেই ভরসা করতে চলেছেন গম্ভীর !!
সঞ্জু স্যামসন-

২০১৫ সালে ভারতীয় জার্সিতে অভিষেক হয়েছিলো সঞ্জু স্যামসনের (Sanju Samson)। রবি শাস্ত্রী ও রাহুল দ্রাবিড় কোচ থাকাকালীন নিয়মিত সুযোগ পান নি কেরলের তারকা। পরিস্থিতি বদলায় গৌতম গম্ভীর দায়িত্ব পাওয়ার পর। শ্রীলঙ্কা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা বা ইংল্যান্ডের বিপক্ষে একটানা খেলার সুযোগ পান সঞ্জু। শুভমানের অনুপস্থিতিতে তাঁকে ওপেনার হিসেবে ব্যবহার করেছিলেন নতুন কোচ। পছন্দের পজিশনে সাফল্যও পেয়েছিলেন সঞ্জু (Sanju Samson)। টাইগার্সদের বিরুদ্ধে জোড়া শতরান করেন তিনি। তিন অঙ্কের মাইলফলক পেরোন প্রোটিয়াদের বিপক্ষেও। জাতীয় টি-২০ দলে শেষমেশ যখন সঞ্জুর পায়ের তলার মাটি খানিক শক্ত হওয়ার পথে, তখনই শুভমানের (Shubman Gill) প্রত্যাবর্তন প্রশ্ন তুলে দিয়েছে তাঁর ভবিষ্যত নিয়ে। যদি শুভমানের জন্য ওপেনিং স্লট ছাড়তে হয় তাঁকে, তাহলে ফের বাদ পড়তে পারেন তিনি।
অভিষেক শর্মা-

শুভমানের (Shubman Gill) অবর্তমানে ওপেনিং স্লটে জায়গা পেয়েছিলেন অভিষেক শর্মা’ও (Abhishek Sharma)। পাঞ্জাবের বাম হাতি তরুণও নজর কেড়েছেন গত কয়েক মাসে। জিম্বাবুয়ের বিরুদ্ধে শতরান করেছেন। তিন অঙ্কের গণ্ডী পেরিয়েছেন ইংল্যান্ডের বিপক্ষেও। শুভমানের রেকর্ড ভেঙেই আন্তর্জাতিক টি-২০তে কোনো ভারতীয়ের খেলা সর্বোচ্চ রানের ইনিংসটির মালিক হয়েছেন। এমনকি ট্র্যাভিস হেড’কে সরিয়ে টি-২০ বিশ্বর্যাঙ্কিং-এর শীর্ষেও পৌঁছেছেন। কিন্তু তারপরেও আসন্ন এশিয়া কাপে প্রথম একাদশে নিশ্চিত নয় তাঁর জায়গা। যদি শুভমান (Shubman Gill) একাদশে ফেরেন, সেক্ষেত্রে ওপেনার হিসেবে তাঁকে জায়গা ছেড়ে দিতে হতে পারে অভিষেককে। মিডল অর্ডারে বা ফিনিশার হিসেবে পরীক্ষিত নন পাঞ্জাবের ব্যাটার। টপ-অর্ডারে জায়গা হারালে রিজার্ভ বেঞ্চেই ঠাঁই হতে পারে অভিষেকের।
তিলক বর্মা-

টেস্ট কেরিয়ারের শুরুটা ওপেনার হিসেবে করেছিলেন শুভমান গিল (Shubman Gill)। ২০২৩-এ ফাইনালের পর তিন নম্বরে খেলা শুরু করেন। আর চলতি বছরের ভারত বনাম ইংল্যান্ড সিরিজ থেকে আরও একধাপ নেমে চারে খেলছেন তিনি। টি-২০তেও যদি অভিষেক-সঞ্জু ওপেনিং জুটি অটুট রেখে মিডল অর্ডারে তাঁকে খেলানোর সিদ্ধান্ত নেন কোচ গৌতম গম্ভীর, সেক্ষেত্রে কপাল পুড়তে পারে তিলক বর্মা’র (Tilak Varma)। গত কয়েক মাসে তিন বা চারে খেলে এসেছেন হায়দ্রাবাদের তরুণ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করেছেন জোড়া শতরান। কিন্তু তা সত্ত্বেও শুভমানকে জায়গা ছাড়তে গিয়ে পছন্দের পজিশন হারাতে পারেন তিনি। মিডল অর্ডারের অন্যান্য পজিশনগুলিতে দেখা যাবে অধিনায়ক সূর্যকুমার বা হার্দিক পান্ডিয়াদের মত তারকাদের। ফলে সেখানেও তিলকের সুযোগ পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তাই রিজার্ভ বেঞ্চেই জায়গা হতে পারে তাঁর।